নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ঠান্ডা চুমুর জন্য

০৬ ই মে, ২০২৪ রাত ৯:৫৫



তোমার উষ্ণ চুমুর স্বাদ আমার ঠোঁটে লেগে আছে
যে ঠোঁটের নোনতা স্বাদে যে কারো জিভে জল আসে
হৃদয় দেয়না কেন তার আরো, আরো যেতে কাছে?
আমার চুমুর ইশতেহার আকাশে বাতাসে ভাসে!

প্রেম! সে শুধু ঠোঁটের অনুভূতির গভীরতা
প্রেমতো আর কিছু নয়, বেশি কিছু নয় আর
ঠোঁটে ঠোঁটে থাক জোট বাঁধার তুমুল বার্তা
আর সব অঙ্গ-প্রত্যঙ্গ পুড়ে হোক ছাড়খার।

পোড়ে চুমু নিয়ে লেখা কত শত-সহস্র কবিতা
আমার হৃদয়ের কাছে তারা আসে মৃদু অবকাশে
কিন্তু আমি তা পড়ি না, লজ্জায় আমি হই দ্বিধা
কিন্তু মনের অজান্তেই কেন চুমুর কামনা আসে?

নারীর ঠোঁটের প্রতি পুরুষের কি যে অসীম টান!
রাত জেগে প্রতিক্ষায় আছে কত চুমুহীন দীর্ঘশ্বাস
কে শোনে বিপ্রতীপে থাকা সেসব নিঃশব্দ আহ্বান?
যে শোনে না, তার ভেতরে থাকুক জীবন্ত লাশ।

চুমু একটি ভাষা, ভাব প্রকাশের তীব্র অঙ্গীকার
সাগরে যখন চুমু খায় বাতাসের আচানক শ্বাস
তখন সাগর বলে, তোমায় না পেয়েই এত হাহাকার
আমায় ঠান্ডা একটি চুমু দিক তোমার হৃদয়ের ঘাস!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২৪ রাত ১০:৩৪

রানার ব্লগ বলেছেন: ঠান্ডা কোন কিছুই স্বাস্থ্যের জন্য ভালো না।

০৬ ই মে, ২০২৪ রাত ১০:৫০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: হা হা হা। অসুস্থ না হলে স্বাস্থ্যের মর্ম বুঝবো কিবাবে?

২| ০৯ ই মে, ২০২৪ সকাল ১১:০২

েিরলয়স বলেছেন: এমন কিছু নেই https://supermariobros.io যা স্বাস্থ্যের জন্য উপকারী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.