![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমি তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি,
এখন আর তোমাকে বাস্তব মনে হয় না।
এত বেশি স্বপ্ন আমি তোমায় নিয়ে দেখি,
এখন আমি সর্বক্ষণই শুধু ঘুমিয়ে থাকি।
তোমার চোখ আমাকে দেখে না কখনো,
তোমার কান আমাকে শোনে না কখনো,
তোমার নিঃশ্বাস আমাকে স্পর্শ করে না,
তোমার শরীর আমার কাছে বাস্তব নয়।
তুমি আমার জন্য একটা অদৃশ্য পৃথিবী—
যে পৃথিবীতে মূর্তির মত নিরব সবকিছু,
যে পৃথিবীতে ঘুরছে সময় ঘড়ির কাঁটা,
যে পৃথিবীকে জাগায় না পাখির ডাক।
আমি স্বপ্নের মধ্যে হেঁটে যাই বনে বনে,
আমি স্বপ্নের মধ্যে ঘুরি-ফিরি মনে মনে,
আমি এ স্বপ্নরাজ্যের একচ্ছত্র মহারাজা,
লালনের সাথে বসে খাই তিলের খাজা।
আমি তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি যে,
তোমাকে আমি যেমন খুশি তেমন সাজাই,
তোমাকে ঘুম পাড়িয়ে রাখি আমি ইচ্ছেমত,
তোমাকে জাগিয়ে রাখি আমি ইচ্ছামতো।
আমি তোমার পাশেই থাকি, তুমি বোঝনা;
চুলে বিলি কাটি চুপি চুপি, তুমি বোঝনা;
হাতে চুমু খাই যখন তখন, তুমি বোঝনা;
তোমাকে নিয়ে শূন্যে ভাসি, তুমি বোঝনা।
আমি স্বপ্ন থেকে বেরিয়ে আসতে চাই না,
আমি বাস্তবের কষাঘাতে পৃষ্ট হতে চাই না।
আমি তোমার শস্যক্ষেতে ফসল ফালাই,
আবার পোকা হয়ে সব সব শস্য নষ্ট করি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৯
আরোগ্য বলেছেন: কিছু বিষয় স্বপ্নেই সুন্দর। বাস্তবতা আমাদের ভণিতা শিখায়।