![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
কত দিন পরে আমি সেই গানটি শুনতে গিয়েও
শুনলাম না—কারণ তুমি এটা পছন্দ করতে!
তবু গানটার সুর মাথায় ঘুরপাক খায়,
আমি বারবার তা ভুলে যেতে চাই,
হয়তো ভুলে যাওয়া কঠিন,
কিন্তু আমি যেহেতু তোমাকে ঘৃণা করি—
তাই তোমার প্রিয় গানটি আমি ভুলে যাই।
ফুলের বাগানে ঘুরতে যাই বিকেল বেলা—
মনে পড়ে যায়, তুমি ফুল ভালবাসতে।
তুমিই ছিলে তোমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল,
কিন্তু গালের লাল রঙে একটি দূরত্ব তৈরি করেছিল
তুমি ধীরে ধীরে ফুলের মত ফুটেছিলে আমার হৃদয়ে,
ফুল ছিঁড়ে নেওয়া ছিল সম্পূর্ণ নিষিদ্ধ,
একদিন আমি ছিঁড়তে চেয়েছি সেই সেই ফুল,
আজ আমি তোমাকে ঘৃণা করি-
তাই ফুলের বাগান থেকে বের হয়ে আসি।
তোমার হৃদয়ে ছিল কত কবিতা!
যখন আমি একটি কবিতা পড়ি,
মনে পড়ে—তুমি কবিতা ভালোবাসতে।
সে জন্যই আমি কবিতার বই পুড়িয়ে
শীতের কুয়াশার মত হারিয়ে যাই।
যখন আমি মরতে যাই, তখন মনে পড়ে—
তুমি মৃত্যুকে ভালোবাসতে;
ফাঁসির মালা গলায় দিয়ে
তুমি মৃত্যুকে আলিঙ্গন করেছিলে
আমি তোমাকে ঘৃণা করি,
তাই আমি মৃত্যুকেও ঘৃণা করি।
তুমি ফিরিয়ে দিয়েছ আমার ভালোবাসা
কিংবা হয়তো আমাকে তাড়িয়ে দিয়েছো বলে
তোমার সমস্ত দুঃখও ফুরিয়ে গেছে!
২| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
সামুতে গার্বেজ রাখতে ফি দিতে হয় না।
৩| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
বিজন রয় বলেছেন: ইচ্ছা করলেও ভুলে থাকা যায় না।
আরো একটি ভালো কবিতা পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার যখন খুব কষ্ট হয়, তখন গান শুনি।
এই গান সেগুলোর একটা -