নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

এ জীবন চিরজীবন

১২ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪




রাস্তায় পড়ে থাকা প্রতিটি উদাস ধুলি কণা জানে
প্রতিটি গাছের ফুল-ফল-মূল, বীজ-পাতা জানে
প্রতিটি রঙ, প্রতিটি হাসি-কান্নার অনুভূতি জানে
এই চিরন্তন জীবনের অদ্ভুত প্রবাহের শেষ মানে।

জীবন মানে সদা নিশ্চিত অনিশ্চয়তার চাষবাস
জীবন মানে পথে হাঁটুজলে বর্ষার নীল হাসফাঁস
জীবন মানে হাসিমুখে মৃত্যুর সাথে আমৃত্যু বসবাস
জীবন মানে সাদা মেঘে ঢাকা সাদা-কালো ইতিহাস।

চোখের নিষিদ্ধ আকাঙ্খ্যার প্রতিটি পলক জীবন
হৃদয়স্থিত লাল রক্তের প্রতিটি কণার স্পন্দন জীবন
ব্যর্থ মানুষের প্রতিটি এলোমেলো পদক্ষেপে জীবন
বিপুল বিক্ষোভে ফেটে পড়া জনতার কণ্ঠে জীবন।

ছোট্ট শিশু যখন দোকানে পছন্দের খাবার খোঁজে
বয়োঃজেষ্ঠ্য বৃদ্ধ যখন কাশতে কাশতে চোখ বোজে
কথা সাহত্যিক যখন লিখতে লিখতে লেখায় মজে
জীবন তখন সহজ মানুষ হয়ে মানুষকেই ভজে।

কিন্তু সাধের জীবনকে পুরোপুরি বোঝা যায় না
জীবনের ছন্দে ছন্দ মিলিয়ে সবার হাসতে মানা
জীবনের খেয়া নৌকায় মৃত্যুর দূত দিবারাত্রি দেয় হানা
তখন জীবন যেন শধু শুধু হৃদয়ের বাড়িয়ে তোলা যাতনা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৭

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।

২| ১২ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৬

বিজন রয় বলেছেন: কবিতার মাধ্যমে জীবনের অনেক মানে জেনে নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.