নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা বিষয়ক আলাপ

১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৪



ভালবাসাহীন মানুষ শুধু দীর্ঘশ্বাস
সে কেবল এক টুকরো ঘাস
সে কেবল একটি বালুর কণা।

যদি কারো ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা থাকে
সে সমস্ত রহস্য এবং জ্ঞান বুঝতে পারে,
যদি তার এমন বিশ্বাস থাকে-
যা পাহাড়কে সরাতে পারে,
কিন্তু তার মধ্যে ভালোবাসা না থাকে,
তাহলে সে মানুষ কিছুই না।

যদি সে সর্বস্ব দরিদ্রদের জন্য দান করে,
দেহকে কষ্টকর কাজের জন্য উৎসর্গ করে,
যাতে সবাই গর্বিত হয়;
কিন্তু তার ভালোবাসা না থাকে,
তাহলে তার কোন লাভ হবে না।

ভালবাসা মানে পাগলামী না,
ভালোবাসা হল ধৈর্যশীলতা,
ভালোবাসা হলো দয়া
ভালোবাসা সুন্দর।

প্রেমিক কখনো হিংসা করে না,
গর্ব করে না, অভিনয় করে না,
অন্যদের অসম্মান করে না,
স্বার্থপর হয় না, কুনজর দেয় না,
সহজেই রাগ করে না,
কারো অন্যায়ের হিসাব রাখে না,
অন্যের দুঃখে আনন্দ করে না;
সত্য শুনলে সে আনন্দিত হয়,
সত্যকে সর্বদা রক্ষা করে,
সত্যকে সর্বদা বিশ্বাস করে।

সে সবসময় আশাবাদী হয়,
সর্বদা অধ্যবসায়ী হয়।

প্রেমিকের সুখ শেষ হয় না,
কিন্তু যেখানে ভবিষ্যদ্বাণী আছে,
সেখানে সুখ তুলবে প্রাচীর;
যেখানে শুধুই ভাষার কারুকাজ,
সেখানেই তা পরিণত হবে ছাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.