| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতন্দ্র সাখাওয়াত
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
সে দাঁড়িয়ে আছে,
চোখের আড়াল থেকে আরো আড়ালে,
মনের আড়াল থেকে আরো আড়ালে;
স্মৃতির দেয়ালে শুনতে পাই
তার নিঃশব্দ ডাক—
যেখানে আজ ছড়ানো কত কুৎসিৎ কালো দাগ।
প্রতিদিন বাড়ছে ধার-দেনা,
সুদের সুদ,
আমি নই কারো মঙ্গল কিংবা বুধ,
আমার স্বপ্ন ছিল শুধু নিস্তব্ধ রাত্রের মত অসীম ঘুম—
আজ সেই স্বপ্নের আকাশ কুয়াশায় গুম।
একদিন আমি লিখেছি চিঠি, মেঘের খামে—
পাঠিয়ে দিয়েছি আমার প্রেমের প্রাণ।
আমি জানি, কেউ পড়েনি সে চিঠি,
অক্ষরগুলো কুয়াশায় মিলিয়ে গেছে।
কুয়াশার ভিতরে শোনা যায় নতুন সংলাপ,
যেন জীবন অসমাপ্ত এক নাটকের রিহার্সাল।
সে এখনও হাঁটে সেই ভাঙা সিঁড়ির আশেপাশে,
সেখানে আমার হৃদয়ের পদধ্বনি নিঃশব্দে হাসে।
ছায়া আসে, আবার হারিয়ে যায়—
সবাই দুঃসময়ের মতো দুঃসহ, নিরুপায়।
বিলুপ্ত সে আজ আমার স্মৃতি থেকে,
আমিও বিলুপ্ত তার স্মৃতি থেকে।
তবু একটুখানি আলো রেখে যাওয়াটাই মুখ্য—
রাত নামলে দেখুক সবাই,
ভালোবাসার দুঃখও কত সুন্দর হতে পারে।
#কবিতা #বাংলাকবিতা #জীবন #মৃত্যু
©somewhere in net ltd.