| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতন্দ্র সাখাওয়াত
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
নিরব আঁধারে পড়ে মনে
মহান মৃত্যু—একাকীত্ব।
প্যারাডক্সের শিকল ভেঙে
একটি সামাজিক শরীর
নির্মোহ এগিয়ে চলে।
দিঘল চুলে বেহুলা নেচে যায়,
গলায় ঝুলন্ত ক্রুশ,
হঠাৎ ডুবে যায় সালাতে,
ভাসমান ত্রিপিটকের সুর,
আবার অন্য মত—
সমন্বিত শরীর চলছে
গন্তব্য একটাই;
হাহাকার জাগানো পথ!
সে পারবেই-
ডিঙোতে সাগর, পাহাড়, বন,
আগুন, বাতাস, মাটি, পানি—
ইন্দ্রিয় আর বোধের ঘূর্ণায়মান চক্র
সরল ঝলকানো আলোয়;
যেখানে সাফল্য
রাজনীতির শেষ দৃশ্যে—
সবাই তাকে হাততালি দেয়,
কিন্তু সে ঘরে ফেরে না!
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই
২|
০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১১
আহমেদ রুহুল আমিন বলেছেন: খুব সুন্দর অনবদ্য উপমার কবিতা।
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।