![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বঙ্গবন্ধু শেখ মুজিব এখন বেচে থাকত এবং তারেক রহমানের বক্তব্য শুনতেন হয়ত কষ্ট পেতেন, কিন্তু মুখে একটা হাসি দিয়ে হয়ত বলতেন " বলেছিস ভাল আমি রাজাকার ছিলাম তুই তো আমার সম্পর্কে নাতি, কারন তোর মা কে আমি ৭১ এর পর নিজের মেয়ের মর্যাদা দেয়েছিলাম"। বিপদের দিনে যে মানুষটা বটবৃক্ষ এর মত আপনার ঘর টা নিরাপদ রেখেছিল সেই বিশাল মানুষটা কে নিয়ে তারেক রহমান যে দৃষ্টতা দেখালেন। আর আপনি নিজে তারেক রহমানের বক্তব্য সমর্থন করলেন এতটা অকৃতজ্ঞ হয়ত মীর জাফর ও ছিল না। পৃথিবীর সবাই কিন্তু শেখ মুজিব এর বাংলাদেশ নামেই এই দেশটাকে চিনে, শেখ মুজিব হয়ত এমন দৃষ্টতা হাসিমুখে ক্ষমা করে দিতেন কিন্তু এই দেশের সকল মানুষ বঙ্গবন্ধুর মত এমন উদার না, জনগন জাতীর পিতা কে নিয়ে এমন বক্তব্য বরদাস্ত করবে না।আর তারেক সাহেব আল কায়েদার মত পলাতক অবস্থায় বক্তব্য না দিয়ে সামনাসামনি এমন বক্তব্য দিয়ে দেখান তাহলে আমরা বুঝব আপনি বাপকা ব্যাটা সিপাই ক্যা ঘোড়া।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭
বিব্রত০০৭ বলেছেন: যে মানুষের সৈনিক হবার যোগ্যতা নেই তিনি মহামানবের নিয়ে কুটুক্তি করেন , এর পরও তার পিছোনে কুকুরের মত কিছু মানুষ দেখা যায়
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৯
যোগী বলেছেন:
তারেক চোরা এখন পাগলা কুত্তা পাকিস্থানিদের শিখিয়ে দেয়া অনেক কথাই বলছে। তার না আছে শিক্ষা না আছে জ্ঞান।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
সাদী ফেরদৌস বলেছেন: একজন বাঙ্গালি হিসাবে পৃথিবীর মানুষ আমার কাছে দুই ভাগে বিভক্ত
১)যারা বঙ্গবন্ধু কে ভালবাসেন
২)যারা তাকে ভালবাসেন না
দ্বিতীয় শ্রেণির মানুষেরা যদি বাঙলা ভাষী বাঙ্গালি হন তাদের প্রতি আমি এক ধরণের করুণা অনুভব করি,প্রানপনে বমি আটকানোর চেষ্টা করি এবং মন কে এই বলে প্রবোধ দেই এরা পাকিস্তানি বংশোদ্ভূত বাঙলা ভাষী এবং আমি জানি এটাই সত্য
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের ভুল পদক্ষেপের জন্যই জিয়া ক্ষমতায় এসেছিল; তারেক ও উহার মা দেশ লুন্ঠন করেছে; লুন্ঠন করার পর, এখন শেখ সাহেবকেও গালি দিচ্ছে।
সবকিছু সঠিকভাবে চললে তারেক পড়ালেখার সুযোগ পেতো, হয়তো মিলিটারীতে চাকুরী করতো।