নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজগবি কথার সমাহার

কিছুই নেই বলার মত.।.।।

বিব্রত০০৭

গুরি ফিরি আর দেশটা কে নিয়ে একটু ভাবি :)

বিব্রত০০৭ › বিস্তারিত পোস্টঃ

এটাই কি তবে ২১ ???? X(X(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

আজকে ছিল একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক ভাষা দিবস। আমাদের এলাকা "ইয়ং স্টার" নামে একটা ক্লাব আছে আমি জানতাম না। আজকে দেখি ইয়ং স্টার ক্লাবের উদ্যোগ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়ছে। অনুষ্ঠান দেখে আমি হতাশ :| , সেখানে সকল সানি লিউন রা যে ভাবে পিংক লিপস নামক গানের সাথে কোমড় নাচাইল মুখ থেকে একটা শব্দ বের হলো "উফফ কিয়া মাল থা" । আমাদের ভাষা শহীদ রা প্রান দিছে আজকের পিংক লিপস গানের জন্য, রফিক এর মাথার খুলি উড়ে গেছে এই হিন্দি গানের স্পিকার এর শব্দে। অবশ্য খাওয়ার সুব্যবস্থা ছিল, পাশেই ছিল একটা হিন্দুদের রাশ উৎসব। নাচতে নাচতে যাদের ক্ষিদে লাগবে তাদের জন্য ডালভাত। আজকের অনুষ্ঠান এর আয়োজক স্টারদের প্রশ্ন আমাদের মুসলমান দের কোন মাহফিল এর সময় যদি কাছেই কোথাও সানি লিউন নৃত্য পরিবেশন করত তাহলে যে কি হত?? আজকেও হতে পারত যদি দেশটা বাংলাদেশ না হয়ে ভারত হত। বাংলাদেশ এ আমরা মুসলিম বেশি, তাই জোর যার মুল্লুক তার। শেষে যখন বিরক্ত হয়ে ইয়ং স্টার এর পালের গোদারে বলতে গেলাম বন্ধ করেন এই বালছাল। গোদাটা উত্তর দিল পারলে কির্তন বন্ধ কর। উফফ একসময় এলাকার যখন প্রথম শ্রেনীর বেয়াদব ছিলাম ঐ সময়টারে খুব মিস করলাম কারন ঐ পালের বড় বলদ টা যখন দেখি আমারই রক্তের কেউ। যদি ভাষা সৈনিকরাা জানত একসময় তাদের আত্মত্যাগ সংখ্যাগুরু আর সংখ্যালঘুদেের মাঝে বিভেদ তৈরি করবে, যে ভাষার জন্য প্রান বিসর্জন সেই ভাষা দিবসে হিন্দি গান এর অনুষ্ঠান তাহলে হয়ত তারা বলত এই বালছাল ভাষা দিয়া কি বাল ছিরব। আজকের অনুষ্ঠান করে আমরা এলাকার মুসলিম রা বুঝায়া দিছি আমরা মানসিক ভাবে কতটা ------????

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

আজকের বাকের ভাই বলেছেন: ভাষার বারোটা অনেক আগেই বেজে গেছে, এখন শুধু শবদাহ

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

দিশেহারা আমি বলেছেন: আফসোস!!
আপনি নিজেও ভাষা শহীদদের কাছ থেকে কিছু শিখতে পারেননি।
গতকাল ওদের ২/১ জনকে ধরে থাপড়ানো উচিৎ ছিল আপনার।
সেই সাহস হয়নি আপনার অথচ ধর্মের বাহানা দিচ্ছেন।

একটা ঘটনা মনে পরে গেল- কয়েক বছর আগে , এক বন্ধুর বিয়েতে কুমিল্লার আখাউরা তে যাই আমরা ।ব্যান্ড পার্টি সহ সব আয়োজন আমরা ঢাকা থেকেই করি। ওরা ওখানকার খুব প্রভাবশালী। অথচ গ্রামটার অর্ধেক ভারতের সীমানায়। বি ডি আর এর অনুমতি নিয়ে গ্রামে যেতে হয়। ব্যান্ড পার্টি চলছে আর আমরা শহুরে লোকজন দূরে কোথাও সস্তায় ভারতীয় নেশায় মশগুল। ভাড়া করা ব্যান্ড পার্টির গায়িকা যখন "শিলা কি জওানি" গাইতে শুরু করলো ৭০ ঊর্ধ্ব একজন স্টেজে উঠে এসে তার লাঠি দিয়ে এমন পেটানো শুরু করলো তখন স্টেজ পুরো খালি হয়ে গিয়েছিল। সেই রাতে আর গান হয়নি।আয়োজক, উপস্থিত দর্শক কেউই টু শব্দটিও করলো না। বরং নীরব থেকে সম্মতি জানিয়েছেন।
আমিও দূর থেকে স্যালুট দিয়ে চিৎকার করে বলেছিলাম,
আসলেই আমাদের লাঠি পিটা করার জন্য কাউকে দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.