![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যতবার কাজী নজরুল এর কান্ডারী হুশিয়ার কবিতাটি পড়েছি ততবার ই কেন জানি মনে মনে কান্ডারীর ভূমিকায় শেখ মুজিবর রহমান এর মুখটা দেখতে পেয়েছি। তিনি তো আসলেই কান্ডারী। যার কন্ঠস্বর ছিল বাঙ্গালির কাছে আশার আলোর মত, যার কন্ঠ শুনলে ঝিমিয়ে পরা রক্ত ও দাবানল এর মত জ্বলে উঠত সেই তো আসল কান্ডারী আসল নেতা। দূর্ভাগ্য আমার যে তোমার ঝাঝাল কন্ঠটা কখনো সামনাসামনি শুনতে পাই নি। দূর্ভাগ্য শুধু আমার না দূর্ভাগ্য গোটা বাঙ্গালির যে তোমার মত একজন নেতার কাছ থেকে আরও কিছু পাওয়ার আগেই তোমাকে হারিয়ে ফেলা। তবে একটা কথা মনে রাখা উচিত কির্তিমানের মৃত্যু কখনো হয় না। শত্রুর মেশিনগান এর বুলেট পারেনি তোমার নাম মুছে দিতে। বরং ঐ বুলেট দিয়েই আমাদের হৃদয়ে খোদাই করে লিখে দিয়ে গেছে একটি নাম আর তা হল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। জন্মদিনে স্যালুট জানাই হে মহান কবি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙ্গালির শ্রেষ্ঠ সন্তান, বাঙ্গালির কান্ডারী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১:১৩
পুরান লোক নতুন ভাবে বলেছেন: দাদা মাসে কতো পান!! হাতটা খুব টান যাচ্ছে দেখুন না আমার কোনো একটা ব্যাবস্থা করতে পারেন নাকি!!