![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওগো,
নাগরদোলাতে আর উঠতে যেও না কোনদিন । অন্য কারো সাথে তো প্রশ্নই আসে না। আবার ভয় পাবে তুমি, ভয় পেয়ে তুমি হয়তো অন্য কারো বুকে মুখ লুকাতে চাইবে । অন্যকোন বুকে তুমি ভুল করে হলেও মাথা রাখো সেটা সহ্য হবে না যে বাবুটার। আকাশ ছুই ছুই নাগরদোলাটা ঠিক যখন উপরে উঠবে, দেখবে একদিকে সবুজে ঘেরা ছোট্ট শহর আর অন্য দিকে সাদা কাশফুলের পাশ কেটে বয়ে চলেছে নদী । এমন মনোরম প্রকৃতির মাঝে পৃথিবীর সব থেকে সুন্দর রমণী যদি বুকে মাথা রাখে তবে কতটা স্বর্গসুখ অনুভব হয় মনে তুমি ভাবতে পারো ??? এমন সুখকে পূজো দিতে মন চায় বার বার!!! স্বর্গে কতটুকন সুখ আছে আমি দেখিনি, তবে এর থেকেও আরো কোন সুখ থাকতে পারে সেটা আমি মানি না । ওহে রমনী, এমন সুখের ছোঁয়া অন্য কেউ স্বপ্নেও পাক তোমার থেকে সেটা বাবুর সহ্য হবে না কোন দিন । ভালোবাসা না দিতে পারি তোমাকে, কাঁদাতে তো পারি । ওই কান্নার কসম লাগে তোমাকে এমনটা করো না কোনদিন । দেখবে তোমার ওই কান্না একদিন ঠিকই আলো হয়ে ফুটে উঠবে । জাগাবে সাড়া দুনিয়া কে, আলকিত করবে আমাকে।
©somewhere in net ltd.