![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা আসলে কি?
চাই কি আমরা?
জীবনের পেছন পেছন ছুটতে চাই?
নাকি জীবনকে পেছনে ফেলে ছুটে চলে যেতে চাই?
নাকি জীবনের সাথে সাথে তাল মিলিয়ে চলতে চাই?
জীবনের প্রতিটি মুহূর্ত কে যদি চ্যালেঞ্জ না জানাতে পারি তাহলে কি বা হবে?
জীবনে কখনও যদি আটকে যাই আর সাহায্য না পাই তাহলে কি ই বা হবে?
জীবন থেমে থাকবে না। জীবনের মতই চলবে। জীবন,সে তো নিজেকে চালিয়ে নিয়ে যাবে। সবসময়।
তবে কেন এত জীবন নিয়ে চিন্তা? কেন এত জীবনের মায়া???
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩
কানিজ রিনা বলেছেন: জীননের চ্যলেন্জ ন্যায়ে পথে সত্যের পথে দাড়িয়ে।
থেকে বুঝতে হবে আমি কে কোথা থেকে এসেছি
কিআমার পরিচয়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২
কানিজ রিনা বলেছেন: জীননের চ্যলেন্জ ন্যায়ে পথে সত্যের পথে দাড়িয়ে।
থেকে বুঝতে হবে আমি কে কোথা থেকে এসেছি
কিআমার পরিচয়। ধন্যবাদ।