![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ-কৃত্তিম ভালোবাসায় জর্জরিত হয়ে, কৃত্তিম অভিব্যাক্তি প্রকাশ করে আলো আধারির জীবনের নিত্যনৈতিক বাসনাগ্রস্থ মনের চাতকের মতো সমুদ্রের পাড়ে বসে বৃস্টির অপেক্ষা করা আর অজানা কোনো ফলাফলের আকাঙ্ক্ষায় নিজের স্বপ্নে ডুবে থেকে সঠিক সময়ের অপেক্ষা করা দুটোই বৈরাগীপণাকে চরমমাত্রা দান করে।
অস্তমিত হয় আগুনের গোলা, নীল আকাশ কমলা আগুণে জ্বালিয়ে দিয়ে। তবুও চাতকের প্রতীক্ষার শেষ হয় না।অবশেষে আগুনে পূড়ে ছাই হয়ে সেই ছাইরঙে তৈরি হয় ধূসর মেঘ। তারপর নেমে আসে হাহাকারের কান্না। না!সে কান্না তৃপ্তির স্বাদ নিয়ে আসে।নিয়ে আসে বহু আকাঙ্ক্ষিত সফলতা।
যাক না জীবন যেদিকে খুশি, সামনের ফলাফল নাই বা জানি, আশা রাখতে দোষ কি?
০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:২৪
অসমাপ্ত গল্পের লেখক বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: Exactly. U make a real judgment
৩| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮
ফেনা বলেছেন: হুম বেশ বলেছেন।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন:
ঃ ভাল হয়েছে 