নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশর্ফুল ফ্যান

হোসাঈন সুমন

আশরাফুল ফ্যান

হোসাঈন সুমন › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন ম্যাশ ..

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৩

মাশরাফি বিন মর্তুজা।
১৯৮৩ সালের ০৫ অক্টোবর চিত্রানদীর তীরের
শহর নড়াইলে জন্মগ্রহন করেন।
-
আজ গুরুর ৩২ তম জন্মদিন।
তিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি একজন
যোদ্ধাও বটে।
তা না হলে কি আর ৭ বার অস্ত্রপচারের পর
দাপিয়ে বেড়াব ক্রিকেট মাঠে?-
-
তিনি একজন ভালো আর উধার মনের মানুষও।
ড্রেসিংরুমে ছোট বড় সব প্লেয়ারেরই
অনুপ্রেরণারর অন্য নাম মাশরাফি।
যেকোন পরিস্থিতি তে যে কাউকেই চাংগা
করে তুলতে পারেন।
-
টানা ৪ বছর ক্রিকেট মাঠের বাইরে
কাটিয়েছেন ইঞ্জুরির কারনে। আর স্বল্প
মেয়াদে মাঠ ছাড়ার হিসেব বোধহয় তার
নিজেরও জানা নাই।
এরপরেও ফিরে এসেছেন ক্রিকেট আর
দেশকে ভালোবেসে।
-
আসলে জন্মেছেনই উনি এমন পরিবারে
যেখানে ঘরের কোন আলমারি তে তালা
দেওয়া হয়না, দরজা থাকে সবার জন্য সবসময়
উন্মুক্ত তাইতো তিনি নিজেও এতটা সাহসী
আর খোলা মনের মানুষ।
-
তাকে নিয়ে লিখতে গেলে ক্রীড়া
বিশেষজ্ঞ কিংবা কোন ক্রীড়া
সাংবাদিকেরও বছরের পর বছর লেগে যাবে
তবুও লেখা শেষ হবেনা আর আমিতো সামান্য
নগন্য একজন ভক্ত তার।
-
আসলে তাকে নিয়ে লেখারও দরকার পড়েনা
কারন এ দেশে ক্রিকেটের 'ক' বোঝে এমন
লোকটাও ক্রিকেটের চাইতে গুরুকেই বেশী
চেনে, জানে আর বোঝে।
-
সবশেষে গুরুকে জানাই ৩২ তম জন্মদিনের
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিবার পরিজন কে নিয়ে ভালো থাকুন, সুস্থ
থাকুন আর জয় করে নিন কোটি ভক্তের
ভালোবাসা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.