![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলরাউন্ডার Ravindra Jadeja যে ‘বিশ্বসেরা
অলরাউন্ডার’ Shakib Al Hasan এর চেয়ে ভাল নন,
সেটা বুঝতে আপনাকে বিরাট ক্রিকেট
পন্ডিত হতে
হবে না। কিন্তু ভারতীয়রা যে জাদেজাকে
'সাকিবের চেয়েও দামী’ ক্রিকেটার বলে
মনে
করেন, সেটাতে অন্তত আপত্তি করা কষ্টকর! হ্যা,
এটা তারা শুধু মুখেই বলেন না, কাজেও প্রমাণ
করেন। তাইতো ২০১২ এর আইপিএল নিলামে
সারা
পৃথিবীর সব ক্রিকেটারকে টেক্কা দিয়ে ঐ
আসরের সবচেয়ে বেশি(বাংলাদেশি টাকায়
প্রায়
১৫কোটি) টাকা খরচ করে তাকে কিনে নেয়
চেন্নাই সুপার কিংস! এর আগের আসরেই ২০১১
এর
আইপিএল নিলামে সাকিব বিক্রি
হয়েছিলেন মাত্র ৩
কোটি টাকায়। সেই আসরেও জাদেজার মূল্য (৭
কোটি) উঠেছিল সাকিবের চেয়ে ৪কোটি
টাকা
বেশি! অথচ বিপিএল এর প্রথম ও দ্বিতীয়, দুই
আসরেই 'আমাদের' যে ছেলেটি টুর্নামেন্ট
সেরা হয়েছিল, সেই ছেলেটির জন্যেই
এবারের আসরে আমরা সর্বোচ্চ ক্রয়মূল্য
বেঁধে দিয়েছি ৩৫ লাখ টাকা! ভারতীয়রা
যেখানে
তাদের দেশি ক্রিকেটারদেরকেই সব কিছুর
উপরে রাখে, সেখানে আমরা আমাদের
'বিশ্বসেরা' রত্নটিকেও তার প্রাপ্য 'সম্মান'
দিতে
কুণ্ঠাবোধ করি। এক সাকিবকে বাদ দিন, এইসব
বিদেশী খেলোয়াড়দের চেয়ে তামিম,
মুশফিক,
নাসির, রিয়াদ এবং মাশরাফির মূল্যটা কোন
বিবেচনায় মাত্র
৩৫ লাখ টাকা হয়? হ্যা, এখানে 'টাকা'টাই বড়
কথা নয়, বড়
কথা হচ্ছে 'আত্মসম্মানবোধ'টা। গেইল,
আফ্রিদির
পাশাপাশি শেহজাদ, দিলশানদেরও
যেখানে ৫৫ লাখ
টাকা, এমনকি কাউকে কাউকে এর চেয়ে
বেশি
দামেও কেনা যাবে(কি জানি এক অদ্ভুৎ
উপায়ে),
সেখানে বিশ্বের সেরা অলরাউন্ডারটিকে
আমরা
নিজেরাই ৩৫ লাখ টাকার বেশি মূল্যে
কিনতে রাজি
নই! আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারেন না যে,
হঠাৎ একদিন আইপিএলে ধোনির চেয়ে
পিটারসেনের দাম বেড়ে গেছে! ওরা
সবকিছুতে
ভারতের কপি করি আমরা। ওরা নিজেদের
ব্যাপারে
যেটুকু সচেতন, আমরা তো তার এক শতাংশও নই।
নিজেদের মান নিজেরা না রাখলে বাইরের
কেউ
এসে মান বাড়াবে না। দয়া করে, নিজেদের
মান দিন।
অহং বোধটা জাগিয়ে তুলুন। মনে রাখবেন,
ব্যাপারটার
নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আমরা
আমাদের তারকাদের
ছোট করে আর যাই হোক এমন প্রিমিয়ার লিগ
দেখতে চাই না।
শেষ কথা হলো ভদ্রতা দেখিয়ে তারা কেওই হয়তো কিছু বলবেন না, তবে আমাদের কী চিন্তা করা উচিত নয়??
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫
ফজলুভাই বলেছেন: ভারতীয়রা সবকিছু নিয়ে ব্যবসা করে। ওদের সাথে আমাদের নিজদের তুলনা করতে যাবেন না।
আমাদের খেলোয়ারের আমাদের ভাই, তারা খেলে দেশের জন্য! টাকার জন্য না!
তাই
বিপিএল এর টাকার ব্যাপার টা এনে সাকিব-মাশরাফিদের নিচ করবেন না।