নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশর্ফুল ফ্যান

হোসাঈন সুমন

আশরাফুল ফ্যান

হোসাঈন সুমন › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে আশরাফুল।।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১১

আশরাফুলের ক্লাস সম্পর্কে সবচেয়ে
যথার্থ
কথাটা বোধহয় আরেক লিটল মাস্টার
সুনিল
গাভাস্কার বলেছিলেন " When Ashraful
Plays,
cricket becomes beautiful " . সে আশরাফুল
কখনোই প্রতিভার প্রতি সুবিচার করতে
পারেননি। হানিফ মোহাম্মদ ,সুনিল
গাভাস্কার , শচীন টেন্ডুলকারের পরে
ক্রিকেটের আরেক লিটল মাস্টার হতে
পারতেন। পা পিছলে ম্যাচ পাতানোর
কালো
জগতে গিয়েছিলেন। সে শাস্তিও
পেয়েছেন।
বেইমানিও হয়ত করেছেন। . . কিন্তু
আশরাফুলই
প্রথম ম্যাচ পাতাননি। ৯৫ তে শেন ওয়ার্ন
ফিক্সিং করে ধরা পরলেও কিছুই করেনি
অস্ট্রেলিয়ান বোর্ড। কারণ তারা জানত
একজন
শেন ওয়ার্ন ওয়ান পিসই হয়। ওয়াসিম
আকরাম
শারজাহ তে ফিক্সিং এ জড়িত থাকার
প্রমাণ
থাকলেও তাকেও আড়াল করে
পিসিবি। .
এবারের বিপিএলে পাকিস্তানের
ফিক্সার
মোহাম্মদ আমিরও খেলবে। কিন্তু
আশরাফুল
খেলবে না। জানি অপরাধ করেছে। কিন্তু
আমাদেরী তো ছেলে। শাস্তিটা
কমিয়ে
বিপিএলে আশরাফুল কে খেলার সুযোগ
টা কি
দেয়া যেতোনা? না হোক জাতীয় দল।
অন্তত
লোকাল লীগে খেলুক। এইটুকু আদর দেয়াই
যায়
ঘরের ছেলেকে। . সিদ্ধান্ত বোর্ডের্।
তারা
অবশ্যই ভালো বুঝেন। কিন্তু বাংলাদেশ
ক্রিকেটের জন্য আশরাফুল যা করেছেন
ফিক্সিং করেই সেটাকে মোছা
যাবেনা। .
আজকে বাংলাদেশ দলে এগারো জনই
চ্যাম্পিয়ন। ম্যাচ উইনারের অভাব নাই।
এখন
আছে পুরা ফুলের বাগান। কিন্তু একদিন
বাংলাদেশের আশারফুল এই আশরাফুলই
ছিল। .
আশরাফুল বিপিএলে না খেলুক , আর
কোনদিন
মাঠে না নামুক কিন্তু বাংলাদেশ
ক্রিকেটের
প্রথম চ্যাম্পিয়ন হিসেবে একজন
আশরাফুল
বাংলাদেশের হৃদয়ে চিরদিন রয়ে
যাবেন।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

নাবিক সিনবাদ বলেছেন: হুম তাকে একটা সুযোগ দেয়াই যেতো

২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

রক্তিম দিগন্ত বলেছেন: আশরাফুলকে বিসিবি চাইলে বাঁচাতে পারতো। কত দুর্নীতিই তো করে - দেশরত্নকে বাঁচানোর জন্য দুর্নীতি করলে কে ই বা আর খারাপ কথা বলতো? সব বোর্ডই এভাবে বাঁচায় তাদের সম্পদতুল্য খেলোয়াড়টিকে। উলটো ফাঁসালোই ঐ বোর্ড।

এত নীতিবান বোর্ড। ভেবেছিলাম, পাকিস্তানের ফিক্সারদের বিপিএলে নিবে। এখন দেখি ওদের নিয়ে কাড়াকাড়িই লেগে গেছে দলগুলোর মাঝে। বিসিবিও যেন দায়িত্ব নিচ্ছে ওদেরকে আবার বিশ্বমঞ্চে ফিরিয়ে আনার। আর, ঐদিকে আমাদের দেশের আশরাফুল কিন্তু নিষিদ্ধই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.