![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ্র রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের কাছে ফিরে আসলাম একটি গুরুত্বপূর্ণ টিউন নিয়ে আসা করি এই টিউনটি আপনাদের অনেকের কাজে লাগবে। এই টিউন এ ফ্রান্সে উচ্চ শিক্ষার বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং সবার শেষে ডেনমার্ক,জার্মান ইতালি সহ ইউরোপে অন্যান্য দেশ সম্পর্কে থাকবে সব তথ্য।
ফ্রান্সে বাংলাদেশিরা আসেন অনেকেই অনেক সমস্যা সম্মুখীন হয়ে । ফ্রান্সে বাংলাদেশ থেকে আসতে পারেন লেখাপড়া করেতে । ফ্রান্সে লেখাপড়া করতে আসার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয় নির্বাচন ও আপনার বাংলাদেশের স্টুডেন্ট কাগজপত্র লাগবে । সবার আগে বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখতে হবে।
ভর্তির আবেদনঃবিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করার পর প্রয়োজনীয় কাগজপত্র এবং ফিস সহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ভর্তির আবেদন করতে হবে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে । আবেদনপত্র পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় 'অফ্রা লেটার' ( OFPRA ) পাঠাবে।
ভিসা আবেদনঃ'অফ্রা লেটার' ( OFPRA ) হাতে পাওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হবে ঢাকাস্থ ফরাসি দূতাবাসে। ভিসা-প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে।ঠিকানা : রোড-১০৮, বাড়ি-১৮, গুলশান, ঢাকা, ফোন : ০২-৮৮১৩৮১২, ওয়েব : http://www.ambafrance-bd.org/
ফ্রান্সে পৌছার পরঃশিক্ষার্থীদের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসা পাসের মেয়াদ চার মাস। প্রয়োজনীয় ফি পরিশোধ করে মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করে নিতে হবে। ফ্রান্সের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় বছরে দুবার_গ্রীষ্ম ও শীতকালীন সেশনে। সেশন শুরু হওয়ার অন্তত দুই-তিন মাস আগে থেকেই ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দরকারি তথ্য জেনে আগেই প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখা ভালো।
ফরাসির পাশাপাশি ইংরেজিতে পড়াশোনাঃফ্রান্সের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই ফরাসি ভাষা পড়ানো হয়। তবে ইংরেজি ভাষায় পড়ানো হয় এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও কম নয়। তবে ফরাসি ভাষা জানা থাকলে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ পেতে সুবিধা হয়। দেশটিতে পড়তে আসার আগেই ফরাসি ভাষা শিখতে পারবেন ঢাকা ও চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ থেকে।বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন : আলিয়ঁস ফ্রঁসেজ, ২৬ মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা, ফোন : ০২-৮৬১১৫৫৭। অনলাইনেও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এ সাইট থেকে http://www.afdhaka.org/ ।
কেমন খরচ হবে?-প্যারিসে থাকতে গেলে সাধারণত রুম ভাড়া বাবদ প্রতি মাসে একজন শিক্ষার্থীর ৪০০ থেকে ৬০০ ইউরোর মতো লাগে। খাওয়া ও আনুষঙ্গিক খরচের জন্য লাগে আরো প্রায় ৩০০ ইউরো। ব্যাচেলর স্তরের পড়াশোনা করতে গেলে বিষয় ও বিশ্ববিদ্যালয়ভেদে প্রতিবছর ছয় থেকে ১৫ হাজার ইউরো গুনতে হয় শিক্ষার্থীকে। উল্লেখ্য, প্রতি ইউরো সমান ৯৮/১০০ টাকা।
পড়াশোনার পাশাপাশি কাজঃসপ্তাহে ২০ ঘণ্টা কাজের নিয়ম থাকলেও ছুটির দিনগুলোতে ফুলটাইম কাজের সুযোগ পান শিক্ষার্থীরা। প্যারিসসহ জনবহুল ও ব্যস্ত নগরীগুলোতে কাজের সুযোগ সবচেয়ে বেশি। ফ্রান্স ভাষা জানা থাকলে রেস্টুরেন্ট, দোকান, শপিং মলে কাজ করে ভালো আয় করা যায়।
আছে বৃত্তির সুযোগঃসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার বিভিন্ন বৃত্তি পান বিদেশি শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে ভিজিট করুন এই সাইটে http://ec.europa.eu/ /erasmus-mundusআরো তথ্য পেতে ভিজিট করুন এ ওয়েব লিংকে http://www.campusfrance.org/en
ফ্রান্সের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানা
http://www.paris-sorbonne.fr/
http://www.univ-lyon1.fr/
http://www.college-de-france.fr/
http://www.u-bordeaux1.fr/
http://www.univ-montp2.fr/
http://www.ujf-grenoble.fr/
http://www.univ-toulouse.fr/
এবার আপনাদের কিছু গুরুত্ব পূর্ণ কথা বলবো , আমরা প্রবাসে থেকে ইউরোপের প্রায় সব কইটি দেশের কিছু স্টুডেন্ট মিলে আমারা যারা প্রবাসী তাদের জন্য ও আমাদের দেশের মানুষের জন্য একটি ব্লগ পরিচালনা করে যাচ্ছি যেখানে আমরা ইউরোপেরঃ যেমন ফ্রান্স,জার্মান,ডেনমার্ক,স্পেন,ইতালি সহ আরো অন্যান্য দেশের কিছু স্টুডেন্ট মিলে একসাথে কাজ করছি। যার মাধ্যমে ইউরোপের যেকোনো তথ্য বা ইনফর্মেশন আমরা খুব সহজে জানতে পারব। আর এর জন্য আমরা একটি টিম তৈরি করেছি যার মধ্যে ইউরোপের সব দেশের অভিজ্ঞ ও অনেকদিন যাবত ইউরোপে বসবাব করছে এরকম ছেলেরা মিলে। আমরা আসা করি একসময় আপনারা ঘরে বসে সম্পূর্ণ ইউরোপের যেকোনো তথ্য পাবেন এখান থেকে। আমাদের প্রধান প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে ,যেমনঃ ইউরোপে উচ্চ শিক্ষার জন্য সকল তথ্য দেওয়া, ইউরোপের দূতাবাসের কন্সুলার জাতিও সব তথ্য, ঘরে বসে বাংলায় ফরাসী,জার্মানি,ইতালিয়ান ভাষা শেখা ভিডিও টিউতোরিয়ালের মাধ্যমে, কিভাবে ইউরোপের দেশ গুলোতে কাজ খুজে পাওয়া, ইউরোপের সাথে ব্যবসায় করতে হলে কিভাবে কি করতে হয়, এবং ইউরোপের প্রতিটি দেশে আমাদের বাঙ্গালিদের প্রতিষ্ঠান সহ সাংস্কৃতিক,রাজনৈতিক,সামাজিক এসোসিয়েসন গুলো কোথায় এবং কোন এলাকায় রয়েছে, ইউরোপের প্রতিটি দেশে আমাদের যারা পরিচালিত মসজিদ গুলোর ঠিকানা ইত্যাদি ইত্যাদি অ্যারো অনেক কিছু থাকবে এখানে।আসা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, আর আমাদের সাইট এর ঠিকানা হোল http://www.amiopari.com
এবার জার্মানিতে উচ্চ শিক্ষার সব তথ্য পেতে এখানে ক্লিক করুন।
ডেনমার্কে উচ্চ শিক্ষার সব তথ্য পেতে এখানে ক্লিক করুন।
ইতালিতে উচ্চ শিক্ষার সব তথ্য পেতে এখানে ক্লিক করুন।
এবং সবশেষে ইতালি ও ইউরোপের সব তথ্য পেতে এখানে ক্লিক করুন।
আপনাদের যারা ইতালি,ফ্রান্স বা ইউরোপে থাকে তাদের সবাইকে জানিয়ে সাহায্য করুন ধন্যবাদ।
২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:২৪
টানিম বলেছেন: কাজের পোষ্ট। সোজা প্রিয়তে...............
ধন্যবাদ।
৩| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:২২
তামিম ইবনে আমান বলেছেন: কাজের পোস্ট। মাস্টার্স বাহিরে করার চিন্তা আছে।
৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রিয়তে.....যেকোন সময় কাজে লাগতে পারে।
অনেক ধন্যবাদ।
৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৮
আলফা-কণা বলেছেন: schoalrship na paile othoba, nijer bap-maar taka na thakle, keo ayshen na,,,,kamla kumlam diya pora hoybo na, porte ayle, kamer dhanday thakben tu, lastly, kichu taka chra a ar kono kichu e luv er luv hoybo na,,,,study is very hard here, specially, in northern Europe. Jai houk, undergrad a jodi porar ovvash thake, then come dor MS , otherwise, laf jap amira, pass korbar parben na,,,,,think 100 times before taking any steps to do MS in EU. best of luck
৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০০
ডক্টর ওসমান বলেছেন: ইতালির লিংক টা তো পাচ্ছিনা জনাব। হেল্প প্লিজ
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪০
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
কাজের পোষ্ট। সোজা প্রিয়তে...............
ধন্যবাদ।