![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাসটা আগে ছিল, এখন আর লেখা হয় না। এককালে কবিতাও লিখতাম। পড়াশোনা করেছি ঢাবি-র প্রাণরসায়নে। ৪বছরে প্রাণরসায়ন প্রাণটুকু রেখে রসটুকু কেড়ে নিয়েছে। তাই এখন আর কবিতা লিখাও হয় না। আমি রাজনীতি করি না, কিন্তু আমার দেশকে নিয়ে কেউ বাজে কিছু বললে মাথা ঠিক রাখতে পারি না। আসলে দেশের বাইরে থাকি বলেই বোধ হয় দেশ এত ফীল করি।
একজন নাগরিক নিজের দেশকে কতটা ভালবাসে, তার প্রতিফলন হয় দেশের প্রতি আনুগত্যে, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদশর্নের মাধ্যমে। এই সহজ কথাটি আমরা বাঙালীরা বুঝতে বড়ই অপারগ। জাতীয় পতাকা কোথায় উড্ডয়ন করা যাবে, সংবিধানে তার সুস্পষ্ট নির্দেশনা থাকলেও ছবিতে দেখুন আমরা কিভাবে জাতীয় পতাকাকে অসম্মান জানাচ্ছি। রিকশার সিটের উপরে আরোহী আর সিটের নিচে জাতীয় পতাকা রেখে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? তর্কের খাতিরে যদি ধরেও নেই, এই রিকশাটি তৈরী করেছে কোন এক অশিক্ষিত রিকশা মেকানিক, সে জাতীয় পতাকার মর্যাদা উপলব্ধি করতে ব্যর্থ, কিন্তু প্রথম আলোর ফটোসাংবাদিক কিভাবে এই ছবিটি তুলতে পারল? এবং প্রথম আলো কিভাবে তাদের অনলাইন সংষ্করণে এই ছবিটি ছাপতে পারল? প্রথম আলোর ফটোসাংবাদিক এবং প্রথম আলোর নিউজ এডিটর কোনভাবেই দায়িত্ব এড়াতে পারেন না। জাতীয় পতাকার অবমাননার জন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া উচিৎ।
সূত্র: প্রথম আলো>খেলা>ফটো অ্যালবাম>বিশ্বকাপ জয়
Click This Link
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬
দূর আকাশের নীল তারা বলেছেন: আমেরিকার সংবিধানে কি আছে জানি না, বাংলাদেশের সংবিধানে এটা পতাকার অবমাননা ও দন্ডনীয় অপরাধ
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০১
মনে নাই বলেছেন: আমেরিকা নিয়ে নাচানাচি করে সময় নষ্ট করে লাভ নাই, আমরা বাংলাদেশী, বাংলাদেশ নিয়েই আমাদের থাকতে হবে। আমেরিকানরা জাতীয় পতাকা দিয়ে জুতা, ব্রা, আন্ডারওয়্যার যা কিছুই বানাক না কেন, আমরা কেয়ার করিনা।
পান থেকে চুন খসতেই আমাদের জাত চলে যায়, আর জাতীয় পতাকার অবমাননা- এইটাতো বিরাট ব্যাপার। বুঝলামনা সংবিধানে কারা এমন একটা ইস্যু ঢুকাইছে যার ফলে আমরা আমাদের নিজেদের পতাকা ইচ্ছামত ব্যবহার করতে পারিনা।
৩| ১৩ ই জুন, ২০১৪ রাত ২:২৯
রিফাত হোসেন বলেছেন: পোষ্টের বিষয়ের সাথে একমত না, ব্যাপারটা ফালতু জিনিস । পতাকা নিয়ে এহেন চিন্তা নাই ।
অফটপিক, দেখত চাইছেন অনলাইনে ফুটবল খেলা ,, তাই বলছি ace stream media or sopcast software ডাউনলোড করে ইনস্টল করে এই সাইট থেকে লিংক নিয়ে Click This Link দেখতে পারবেন বা http://www.wiziwig.tv/
আমি পেরেছি , তাই বল্লাম যদিও জাতীয় টিভিতে সরাসরি দেখাচ্ছে তাই দেখছি ।
২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:২২
দূর আকাশের নীল তারা বলেছেন: সহমত না কেন যদি বুঝিয়ে বলতেন।
৪| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৮:০৩
রাগিব নিযাম বলেছেন: আসলেই ভাববার বিষয়। লেখাটি পড়ে অনুধাবন করলাম। ভালো লেগেছে। ++
৫| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৮
রাজিব বলেছেন: +++ পোস্টের মূল ভাবের সঙ্গে একমত।
তবে আমার মনে হয় যে উদ্দেশ্য বা ইচ্ছা তলিয়ে দেখা উচিত। আপনি যেই ছবিটি তা কিন্তু অশ্রদ্ধা করার জন্য করা হয়নি। পতাকা পোরানো বা জুতা দিয়ে পিষে ফেলা আর রিকশায় পতাকার নকশা করা সম্পূর্ণ আলাদা বিষয় বলেই মনে হয়।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:১৫
উদদিন বলেছেন: ৭১ র মার্চে শেখ মজিব স্বইচ্ছায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তান গমন করে ভুট্রোর দাওয়াতে ভুট্রোর অতিথি শালায় , এ কথাটি-ও যেমন সত্য , তেমনি সত্য -শেখ মজিব বাংলাদেশের শ্বাধীনতা চায়-নাই , শেখ মজিব চেয়েছিলো যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে , তাই শেখ মজিব যখন বুঝতে পারলো বাংলাদেশ শ্বাধীন হয়ে যাচ্ছে যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ , কিন্তু "বুদ্ধী-জীবিদের যন্ত্রনায় তো বাংলাদেশের প্রধান মন্ত্রী হওয়ার কোন সুযোগ থাকবে-না তাই সে ভুট্রোকে আদেশ করে বাকি কাজটুকো সেরে দিতে অর্থাৎ ঢাকার বুকে বসবাস রত বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা করে দাও এবং একটা লিষ্ট ভুট্রোর হাতে তুলে দেয় , শেখ মজিবের আদেশে , শেখ মজিবের স্বইচ্ছায়"ই শেখ মজিবের লিষ্ট অনুযায়ী"ই ঢাকার বুকে "বুদ্ধী-জীবিদের হত্যা করার আদেশ দেয় নর খাদক ভুট্রো তার সেনাদের , সহযোগিতা করে গনজাগরন মঞ্চের হোতা ডঃ ইমরান এইচ সরকারের বাপ-দাদা ! বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র ।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
নাগরিককে অশিক্ষিত করে রাখলে যা হয়।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
পতাকা কখন, কিভাবে ব্যবহার করতে হয়, তা মানুষ জানার কথা নয়।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৪
বাংলার ফেসবুক বলেছেন: জাতীয় পতাকার অবমাননার জন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া উচিৎ।
১০| ২২ শে জুন, ২০১৬ রাত ৯:৪১
BIPIL Khan বলেছেন: বড় ভাই আমার একটি সমস্যা আছে। আপনি আমার সমস্যার সমাধান করতে পারেন। তো প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করুন। [email protected] এছাড়াও Facebook. #Power_House_Roman_Reings অথবা ফোন করুন 01626806323
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
১২| ২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪
বিজন রয় বলেছেন: নতুন বছর এলো তাই নতুন পোস্ট দিয়ে নিয়মিত ব্লগিং শুরু করুন।
শুভকামনা।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
নতুন প্রত্যাশায় নতুন সূর্যর উদয় ঘটুক।
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
রিকতা মুখাজীর্র্ বলেছেন: একদম সঠিক,যদিও আমি ভারতীয় তবুও কোনো দেশের জাতীয় পতাকার অবমাননা দেখতে রাজী নই কারন আমার দেশ আমায় সেই শিক্ষা দেইনি।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮
নাগরিক কবি বলেছেন: এইটা কি?
১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: জাতীয় পতাকার ব্যবহার সম্পর্কে সকলের ধারণা থাকা উচিৎ।
১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২৪
অলিউর রহমান খান বলেছেন: একদম সঠিক কথা তুলে ধরেছেন। এসবের মাধ্যমে তাঁরা জাতীয় পতাকা অবমাননাই করছে আর কিছু নয়।
জাতি কবে একটু বুঝবে?
আমি আপনার সাথে একমত।
১৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: কেমন আছেন?
অনেক দিন লেখেন না যে?
২০| ০১ লা মে, ২০১৮ সকাল ৭:৪৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: কারণ, আমরা নামে দেশপ্রেমিক। কামে নয়।
২১| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:১৩
প্রামানিক বলেছেন: পাতাকা নিয়ে লোকজন যা ইচ্ছা তাই করে এটা ঠিক না।
২২| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩
বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দেন।
২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৫
নজসু বলেছেন: হতে পারে অনেক সময় আমরা ভালোবাসা দেখাতে গিয়ে অতিরঞ্জিত করে ফেলি। যার ফলে উল্টো কিছু ঘটে যায়। আমার মনে হয় ইচ্ছে করে কেউ জাতীয় পতাকার অবমাননা করবে না।
২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:১০
স্রাঞ্জি সে বলেছেন:
নতুন পোস্ট দেন। ব্লগ টা এমনি পড়ে আছে ।
২৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছবিটি দেখে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে যা কিনা আমি বর্ণনা দিয়ে বলতে পারবো না। ওদের জুতা পিটা করা উচিৎ।
২৬| ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: নতুন একটা পোস্ট নিয়ে আসুন।
২৭| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: হুম।
২৮| ২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কথা তো ঠিকই।
২৯| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি আর লিখেন না কেনো?
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪
নষ্ট ছেলে বলেছেন: আমেরিকানরা জাতীয় পতাকা দিয়ে জুতাও বানায়।