নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর আকাশের নীল তারা

লেখালেখির অভ্যাসটা আগে ছিল, এখন আর লেখা হয় না। এককালে কবিতাও লিখতাম। পড়াশোনা করেছি ঢাবি-র প্রাণরসায়নে। ৪বছরে প্রাণরসায়ন প্রাণটুকু রেখে রসটুকু কেড়ে নিয়েছে। তাই এখন আর কবিতা লিখাও হয় না। আমি রাজনীতি করি না, কিন্তু আমার দেশকে নিয়ে কেউ বাজে কিছু বললে মাথা ঠিক রাখতে পারি না। আসলে দেশের বাইরে থাকি বলেই বোধ হয় দেশ এত ফীল করি।

দূর আকাশের নীল তারা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কোভিড-১৯ সনাক্তকরণ ব্যবস্থার অব্যবস্থা

২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৬

করোনা সম্পূর্ণ নতুন একটি ভাইরাস। এটিকে মোকাবিলা করতে হলে হাসপাতালে যেমন ডাক্তার, নার্সদের দরকার, তেমনি ভাইরাসটি কেমন, কিভাবে আমাদের দেহে ঢুকে আমাদের অসুস্থ করে ফেলে, এটিকে কিভাবে ডায়গনোসিস (সনাক্তকরণ) করা যেতে পারে, কিভাবে এটির ভ্যাক্সিন তৈরী করা যেতে পারে, ভ্যাক্সিনের কার্যকারিতা কতটুকু এই কাজগুলোর জন্য ইমিউনোলজি, মলিকিউলার বায়োলজি, ভাইরোলজি, ডিজিজ মডেলিং এক্সপার্ট, ভ্যাক্সিন সাইন্টিষ্টদের দরকার। ডাক্তারদের মধ্যে অনেকে ভাইরোলজিষ্ট আছেন, বাস্তবিক অর্থে তারা মেডিক্যাল ভাইরোলজিষ্ট। মেডিক্যাল ভাইরোলজি আর হার্ডকোর ল্যাবরেটরী ভাইরোলজি এক জিনিষ না। করোনা ভাইরাসের প্রকৃতি বোঝার জন্য দরকার হার্ডকোর ল্যাবরেটরী ভাইরোলজিষ্ট, করোনা কিভাবে আমাদের ফুসফুস সহ অন্যান্য টিস্যুর ক্ষতিসাধন করে, তা বোঝার জন্য দরকার ইমিউনোলজিষ্ট, মলিকিউলার বায়োলজিষ্ট ডায়াগনোসিসে সাহায্য করতে পারেন, ভ্যাক্সিন সাইন্টিষ্ট ভ্যাক্সিন তৈরী করবেন এবং এর কার্যকারিতা দেখবেন। এভাবে সবাইকে নিয়ে একটি সম্বন্বিত পরিকল্পনা তৈরী করা দরকার।

কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। চীন, ইটালী, স্পেনে কি হইছে, এটা আমরা দেখছি। প্রস্তুতি নেয়ার মত যথেষ্ট সময় আমাদের হাতে ছিল, Mass screening করতে হবে, জানা ছিল। তখন থেকেই ডাক্তারদের PPE সংগ্রহ করে রাখা দরকার ছিল, Ventilator-গুলা কাজ করছে কিনা দেখে রাখা দরকার ছিল। ডায়গনোসিসের জন্য RT-PCR টেকনোলজী ব্যবহার করতে হবে, তাও জানা ছিল। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে ল্যাবে আগে থেকেই RT-PCR মেশিন আছে, প্রশিক্ষিত জনবল আছে, তাদের তৈরী রাখা দরকার ছিল। এসবের কিছুই হয় নি। দুদিন পর পর সংবাদ সম্মেলন করা ছাড়া IEDCR/ মীরজাদী সেব্রিনা এসবের কিছু করে নাই। এমনকি, IEDCR থেকে একশ কদম হাটলে ICDDRB আছে, যেখানে আর্ন্তজাতিক মানের ল্যাব সেটআপ আছে, সেখানে World Leading ভাইরোলজিষ্ট, ইমিউনোলজিষ্ট, মলিকিউলার বায়োলজিষ্ট, ডিজিজ মডেলিং এক্সপার্টরা কাজ করে। IEDCR/ মীরজাদী ICDDRB-এর সাথে কোন কোলাবোরেশন করা তো দূরের কথা, শুরু দিকে ICDDRB-কে করোনা ডায়গনোসিসের অনুমতিও দিতে চায় নাই। যখন রোগীর ঠেলা সামলাতে পারে নাই, তখন বিভিন্ন জায়গায় ল্যাব সেটআপ করতে বাধ্য হইছে।

গত ১৮ই এপ্রিলে করোনা ভাইরাস মোকাবিলায় ১৭সদস্যের একটি জাতীয় টেকনিক্যাল কমিটি গঠন করা হয়, যার সবাই ডাক্তার। সেখানে কোন ল্যাবরেটরী ভাইরোলজিষ্ট, ইমিউনোলজিষ্ট, মলিকিউলার বায়োলজিষ্ট, ডিজিজ মডেলিং এক্সপার্ট ও ভ্যাক্সিন সাইন্টিষ্ট নাই। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দোষ দিয়ে লাভ কি? ডাক্তারদের ভাইরোলজি, মলিকিউলার বায়োলজি জ্ঞান যে নাই, সেটা ডাক্তাররা নিজেরাও ভাল করেই জানে। স্বাস্থ্য সচিবকে ডাক্তাররা নিজেরা কোনদিন বলেছে, করোনা মোকাবিলায় ভাইরোলজিষ্ট, ইমিউনোলজিষ্ট, মলিকিউলার বায়োলজিষ্ট, ডিজিজ মডেলিং এক্সপার্টদেরও দরকার?

করোনা ভাইরাস ডায়গনোসিসের জন্য ইতিমধ্যে অনেক জায়গায় RT-PCR মেশিন বসানো হয়েছে। কেবল RT-PCR মেশিন বসালেই হবে না, RT-PCR টেকনলজী কিভাবে কাজ করে, তাও জানা প্রয়োজন। RT-PCR-এর চারটি ধাপ: ১) রোগীর স্যাম্পল কালেকশন ২) RT-PCR-এর জন্য স্যাম্পল প্রিপারেশন, ৩) RT-PCR করা ৪) RT-PCR-এর ডাটা এনালাইসিস করে করোনার উপস্থিতি আছে কি-না তা নির্ণয় করা। কেউ করোনায় আক্রান্ত কি-না, তা জানার জন্য উক্ত ব্যক্তির গলার Swab ও রক্ত সংগ্রহ করে VTM (Viral transport media)-তে করে ল্যাবে পাঠানো হয়। VTM করোনা ভাইরাসের RNA-কে অক্ষত রাখে। ল্যাবে RT-PCR করলে করোনা ভাইরাসের উপস্থিতি আছে কি-না তা জানা যায়। যেসব ল্যাবে সম্প্রতি RT-PCR মেশিন বসানো হয়েছে, বায়োকেমিষ্ট্রি, মাইক্রোবায়েলজি, জেনেটিক ইঞ্জিনিয়ার থেকে পাশ করা গ্রাজুয়েটরা সেখানকার ডাক্তার ও ডিপ্লোমা ডিগ্রীধারী মেডিক্যাল টেকনোলজিস্টদের VTM-এর মাধ্যমে স্যাম্পল হ্যান্ডেলিং, RT-PCR ইত্যাদি ট্রেনিং করিয়ে এসেছে। ক'দিন পর এক মেডিক্যাল কলেজ হাসপাতালে (নামটা ইচ্ছা করেই বল্লাম না) গিয়ে দেখা গেল, সেখানে VTM ছাড়া নরমাল স্যালাইনে স্যাম্পল প্রসেসিং করছে! করোনা ভাইরাসের RNA নরমাল স্যালাইনে ডিফর্ম হয়ে যায়। নরমাল স্যালাইনে প্রসেসকৃত কোন স্যাম্পলই টেস্টে পজেটিভ আসবে না, এমনকি রোগী করোনাতে আক্রান্ত হলেও না।

RT-PCR-এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, RT-PCR-এর পরে ডাটা এনালাইসিসের সময় ডাটার ইর্ন্টানাল কোয়ালিটি কন্ট্রোল (QC) ঠিক আছে কি-না, এটা ভীষণভাবে মেনে চলতে হয়। এর হেরফের হলে RT-PCR-এর ফলাফলও বদলে যেতে পারে। অন্য একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (নামটা ইচ্ছা করেই বল্লাম না) RT-PCR মেশিন বসানোর পরে সেখানকার ডাক্তার ও মেডিক্যাল টেকনোলজিস্টদের ট্রেনিং দেয়ার একসপ্তাহ পর সেখানে গিয়ে দেখা গেল, RT-PCR-এর QC না দেখেই করোনা পজেটিভ-নেগেটিভ বলে দেয়া হচ্ছে। কি ভয়ংকর বিষয়? ভাসা ভাসা জ্ঞান নিয়ে নিজের বাহাদুরী জাহির করার কোন দরকার আদৌ আছে কি-না, আমি জানি না।

ঢাবি থেকে একটি এক্সপার্ট প্যানেল তৈরী করে স্বাস্থ্য সচিবের কাছে পাঠানো হয়েছিল। প্রস্তাবনা স্বাস্থ্য সচিবের কাছে পৌছানোর আগেই ডাক্তাররা আটকে দেয়। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে ডাক্তাররা মেডিক্যাল সাইন্সকে নিজেদের সম্পত্তি মনে করে। নন-মেডিক্যাল কারোর সেখানে কথা বলার অধিকার সেখানে নেই। অথচ এই ডাক্তারগুলাই যখন বিদেশে ট্রেনিংয়ে যায়, তারা দেখে, সেখানে ডাক্তার, রিসার্চার সবাই একসাথে কাজ করছে। দেশে ফিরে তারা সব ভুলে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও ডাক্তারদের বলছি, এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় দয়া করে এক্সপার্টদের সঙ্গে নিন। এটা মাতবরী করার সময় না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০১

নেওয়াজ আলি বলেছেন: হে আল্লাহ দয়া করো।

২| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ভিতরের খবরগুলি পত্র পত্রিকায় আসা উচিত ছিল। আমাদের সাংবাদিকের অনুসন্ধিৎসা কম। একটা পেপার পড়া আর ১০ টা পড়া সমান কারণ নতুন তেমন কিছু থাকে না।

২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৯

দূর আকাশের নীল তারা বলেছেন: এই ভিতরের খবরগুলি পত্র পত্রিকায় আসে না, কারণ এই টেকনিক্যাল বিষয়গুলো টেকনিক্যাল লোকজন ছাড়া আর কেউ বোঝে না। ডাক্তাররা নিজেরাও বোঝে না বলে তাদের অনিচ্ছাকৃত ভুল হচ্ছে। কিন্তু যারা জানে, তারা নন-মেডিক্যাল প্রফেশনের বলে ডাক্তাররা তাদের কথা বলার কোন জায়গা দেয় না। বাংলাদেশের ডাক্তাররা মনে করে, মেডিক্যাল সাইন্স ডাক্তারদের নিজস্ব সম্পত্তি। তারা ছাড়া মেডিক্যাল সাইন্স নিয়ে কথা বলতে পারবে না।

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: ঠান্ডার মাথায় আপনার পোষ্ট পড়লাম।
পত্রিকা কি আর পত্রিকা আছে।
ব্যবসা। ওদের কাছে ব্যবসাটাই বড় কথা।

৪| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: কিছুই আর মাথায় ধরছে না! কোথায় যাচ্ছি!

৫| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: নুতন লেখা পাচ্ছি না। লিখুন।

৬| ০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছিলেন। + +

৭| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: একটি নতুন পোস্ট দিবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.