![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
সনি DCR-SR20E মডেলের হ্যান্ডিক্যমটার সাটার ওপেন করলেই লেখা আসে HDD FORMAT ERROR!!! কোনো ভিডিও রেকর্ড হয় না। টাইম এর যায়গায় লেখা আসে ০.০০।
আমি পিসিতে কানেক্ট করে ফরম্যাট দিতে চেয়েছি কিন্তু ফরম্যাট ও নেয় না। আর ক্যামেরার কোনো সেটিংস ই কাজ করে না।
ক্যামেরটা টা একেবারেই নতুন। তাই কিছু বুঝতেও পারতেছিনা।
কেউ কি এ বিষয় অভিজ্ঞ আছেন?? বা ব্যাপার টা নিয় ভাল জানেন???
জানা থাকলে দয়া করে হেল্প করুন!
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
হৃদয় জিনিয়াস বলেছেন: ভাই, এটা ডি এস এল আর না। হ্যান্ডিক্যাম।
আর এটা হার্ডডিস্ক সিস্টেম। :/
২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
aniruddho007 বলেছেন: ভাই ক্যামেরাটা কি পিসিতে হার্ডডিস্ক হিসেবে আসে? তাইলে হয়তো ফরম্যাট করতে পারবেন. আমার একটা আছে এই জিনিস DCR-SR20E মডেলের। এই টাইপের ক্যামেরার হার্ডডিস্ক কানেক্টর হয় রিবন টাইপের। অনেক সময় কানেক্টর লুজ হয়ে গেলেও এরর মেসেজ দেয়। আপনি সনির সার্ভিস সেন্টারে নিয়ে দেখতে পারেন।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
হৃদয় জিনিয়াস বলেছেন: হ্যা, পিসিতে হার্ডডিস্ক হিসেবে আসে। কিন্তু ফরম্যাটআমি পটুয়াখালী তে থাকি এখানে সার্ভিস সেন্টার নাই। ঢাকাতে নিতে হবে মেবি...
ঢাকাতে সনির সার্ভিস সেন্টার কোথায় বলতে পারবেন????
কমেন্টের জন্য ধন্যবাদ ।
৩| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
অনির্বাণ রায়। বলেছেন: ওপস । খেয়াল করি নাই
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
হৃদয় জিনিয়াস বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
অনির্বাণ রায়। বলেছেন: ইয়েব মানে , আমি এক্সপার্ট তো দুরের কথা মার ডি এস এল আর ই নাই ।
তবে একটা পরামর্শ দিতে পারি , আপনি অন্য একটা মেমরিকার্ড আপনার ক্যামেরায় ঢুকায়ে দেখেন , কাজ হয় কিনা , বা আপনার মেমরিকার্ড অন্য কোন ক্যামেরায় ঢুকায়ে দেখন , কাজ হয় কিনা ।
মানে মেমরিকার্ড এ প্রব হলে এই রকম প্রব হওয়ার কথা ।