![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
ঢাকায় আসার আগে বাসায় বসে ভাবতাম, কি করে তারে ছাড়া থাকবো? পটুয়াখালী থাকতে দিনের অধিকাংশ সময় ই আমার তার সাথে কাটতো। সকাল বিকেল দুপুর সন্ধা মাঝরাত আবার সকাল।
চলতেই থাকতো...........
আম্মু যে কতো বকা দিছে। আব্বু সরাসরি না বললেও তার চোখ রাঙানী টা বুঝতাম। এত কিছুর পরও সে ছিলো আমার সব। আমার গার্লফ্রেন্ড, বেষ্টফ্রেন্ড, বন্ধু সবই ছিলো সে।
যদিও খারাপ লাগছিলো, তবুও বাস্তবতা মেনে সময়ের প্রয়োজনে তাকে রেখেই ঢাকা চলে আসলাম। ঢাকায় এসে মন আরও খারাপ হলো। তার মত অনেকের সাথেই মিশেছি। কিন্তু তার মত কারও সাথেই আমার মেলেনা। আই ক্যান যেনো এডজাষ্ট করতে পারি না। হঠাত কাল বিকলে শুনলাম সে ও ঢাকা আসছে...... এবং তা আজ সকালে! আব্বুর সাথে!!!
আমি তো আবাক.....
রাতে ঘুম আসলো না। ভোর ৪টার পরে ঘুমালাম। ওদিকে আব্বু লঞ্চ থেকে নেমে ৬টার দিকে আমাকে ফোন দিলো, আমি যেনো তাকে রিসিভ করে নিয়ে যাই। কিন্তু ফোন সাইলেস্ট ছিলো তার উপর দেরিতে ঘুমাইছি। ঐ দিকে আব্বুর ও জরুরী কাজ ছিলো অগ্যত আব্বুই ওকে নিয়ে বাসায় আসে। তখন সকাল সাড় ৮টা বাজে। আপুর বাসার কাজের মেয়েটা আমার ঘুম ভাঙিংয়ে দিয় বললো “ভাইয়া, মামা আসছে। চাবি নিয়ে গেট খুলে দেন”। চোখে ঘুম নিয়েই দে দৌড়.......
৪তলা থেকে নেমে গেট খুলেই তাকে দেখলাম তখনকার ফেলিংসটা বলে বোঝাতে পারবো না। প্রায় ১৫ দিন পর আমাদের দেখা.......
পোষা বিড়াল “মুন্না” টার পরে ওই আমার বেষ্ট ফ্রেন্ড। হ্যা... আমি আমার ডেক্সটপ কম্পিউটার এর কথাই বলছি। খুব ভালো লাগছে। মনে হতেই পারে যে বাড়িয়ে বলছি। তবে, নিজের পিসি চালাতে যে কি মজা তা ১৫দিন নিজের কম্পিউটার ছাড়া থাকলেই হাড়ে হাড়ে টের পাবেন।
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯
হৃদয় জিনিয়াস বলেছেন:
২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২১
শাকিল ১৭০৫ বলেছেন:
০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০
হৃদয় জিনিয়াস বলেছেন:
৩| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৯
আহমেদ নিশো বলেছেন:
০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১
হৃদয় জিনিয়াস বলেছেন: কান্দেন ক্যালা ভাই???
৪| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭
আর.হক বলেছেন:
০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
হৃদয় জিনিয়াস বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: