![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
আজ ঈদের দিন। আমাকে যেসব ভাই ব্রাদার,রা টেক্সট করে, ফোন দিয়ে, আর ফেসবুকে সালাম শুভেচ্ছা জানাইছো তাদের সেলামী দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করিলাম।
আগামীকাল সকালের মধ্যেই তারা মুপাইল ফ্লেক্সি মারফত ১০টাকা করে সেলামী পেয়ে যাবা।
শর্তসমূহ:--
* অফারটি শুধুমাত্র ছুডুবাইব্রাদার দের লাইগা প্রযোজ্য। বড় ভাইব্রাদার গন এই অফারের অন্তর্ভুক্ত হবেন না।
*আর ছুডুবাইদের মধ্যে যারা গনহারে এসএসএস (গ্রুপ এসএমএস) পাঠাইতে গিয়া ভুলে চক্করে । আমার নম্বরে এসএমএস দিছো তারাও এই অফারের অন্তর্ভুক্ত হবেন না।
* রাত ১০.০০ টায় এই পোষ্ট দেওয়ার পরে আরা কেউ এই অফারের মধ্যে আসবে না।
(শর্ত প্রযোজ্য)
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৯
হৃদয় জিনিয়াস বলেছেন: আফনে অবশ্য কাল আমারে শুভেচ্ছা জানাইছেন. সে হিসেবে আপনিও এই অফারের আওতাভুক্ত....
কিন্তু আপনি আবার বড় ভাই ক্যাটাগরিতে পইড়া গেলেন নাতো?
২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭
পেন্সিল চোর বলেছেন: মিস করলাম।দামের দিনে ১০ টাকাও কম না!!
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৩
হৃদয় জিনিয়াস বলেছেন: পরদিনই সবাইরে দিয়া দিচি
৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৭
হৃদয় জিনিয়াস বলেছেন: বর্ষন ভাই এর ফোন নম্বর নাই। তাই দিতে পারলাম না।
অতি সত্বর ফোন নম্বর সহ যোগাযোগ করুন
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাই আমারেও দিয়েন।