![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
কাহিনীর প্রয়োজনে কিছু অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। নিজ দায়িত্বে পরবেন।
তারিখ:- ২৫শে অক্টোবর ২০১৩।
সময় :- সন্ধ্যা ০৬.১২ মিনিট।
স্থান:- ফার্মগেট ওভার ব্রিজের একটু পশ্চিম দিকে।
চরিত্র -
১. ফার্মগেট ওভার ব্রিজের পাশে মধ্য বয়স্ক ডা্ব বিক্রেতা "সলেমান মোল্লা" বয়স:- ৫৭ বছর
২. অফিস ছুটির পর বাড়ি ফেরার পথে "আনিস সাহেব" বয়স:- ৫২ বছর
২. ফার্মগেট এলাকার বিরোধী দলের একজন পাতি নেতা "মোকলেচ" বয়স:- ৩৫ বছর
৩. পাতি নেতার সাথে ৮-১০ জন চ্যালা সবার বয়স:- ১৫ - ২৫ বছর এর মধ্যে
দৃশ্য:- ১. অফিস ছুটির পর বাড়ির পথে আনিস সাহেব। তিন দিন হরতালেব খবর শুনে সে ভাবছে..... দেশটা কোথায় যাচ্ছে? মেয়েটা জে এস সি পরীক্ষা দেবে, ছেলেটা ভার্সিটিতে। তাদের ভবিষত কি? এদিকে রোড ফাকা থাকলেও বাস আসছে না এমনি অবস্থায় সামনে তাকিয়ে দেখলেন একজন মধ্য বয়স্ক মানুষ ডাব বিক্রি করছে।
আনিস সাহেব:- ডাব কতো করে?
সলেমান মোল্লা:- ২০ টাকা।
আনিস সাহেব:- একটা ডাব দেন।
সলেমান মোল্লা আনিস সাহেব কে বড় দেখে একটা ডাব কেটে দিলেন।
সলেমান মোল্লা:- ছার, হুনলাম সামনে আরও তিন দিন নাকি হরতাল?
আনিস সাহেব:- হুম। (ডাবের মধ্যের পাইপ টা তার মুথে)
সলেমান মোল্লা:- ছার কিছু মনে কইরেন না। "বিম্পির নেত্রী আসলেইএকটা বাইনচুত!" ক্ষ্যামতার ভাগ কেমতে করবে হেডি তো হেতে পোরধানমন্ত্রীর লগে আলুচুনা করবার পারে, হরতাল দিয়া আমাগো ক্যান কষ্ট দেয়?
আনিস সাহেবের ডাব খাওয়া শেষ। তিনি কিছু বলতে পারেন না। একটা দীর্ঘশাস ফেলেন
দৃশ্য:- ২. জঙ্গিমাতা বিরোধী দলীয় ন্যতা বেগম খা "ল্যাদা" জিয়ার সভা থেকে ফিরছেন ফার্মগেট এলাকার বিরোধী দলের একজন একজন পাতি নেতা, সাথে ৮-১০ জন চ্যালা. পথেই সলেমান মোল্লার কথা শুনে সে দাড়িয়ে যায়। সলেমান মোল্লার কাছে গিয়ে তার জামার কলার টা ধরেই
মোকলেচ:- "তোর এতো বড় সাহস, তুই আমাগো নেত্রীরে গালি দেস!!!!!!!!"
ইতি মধ্যে মোকলেচের চ্যালা প্যালা রা সলেমান মোল্লার ভ্যানের চারপাশ ঘিরে রেখেছে।
অশিক্ষিত হইলেও সলেমান মোল্লা তখন বুদ্ধি করে বললো
সলেমান মোল্লা:- "আমিতো আম্রিকার বিরোধীদলীয় নেতা রে গালি দিছি!!!!!!
মোকলেচ:- "বেটা চালাকি করো? "আমি জানি কোন দেশের বিরোধীদলীয় নেতা বাইনচুত!!!!!!"
এই বলেই মোকলেচ চ্যালা প্যালা সহ দা কুড়াল নিয়ে সলেমান মোল্লার উপর ঝাপিয়ে পরলেন
ডাবের দাম দেয়া হয়নি তাই আনিস সাহেব পাশে দাড়িয়ে ঘটনা দেখছিলেন। আর ভাবছিলেন " প্রধানমন্ত্রী কিংবা বিরোধীদলীয় নেত্রী কেউই বাইনচুত না, আমরা পাবলিকরাই বাইনচুত"
বি.দ্র -
# পুরা কাহিনী বাস্তবিতক...... কিছুই কাল্পনিক নয়।
# এই নাটক পড়ে/ শুনে (কল্পনা করে) কেউ আমার মতো বাইনচুত ফেলিং করলে আমি দায়ি না।
# মডুর মেজাজ গরম থাকলে ব্যান মুবারক, আই মিন জেনারেল মুবারক
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯
হৃদয় জিনিয়াস বলেছেন: ভাল্লাগার লাইগা থাংকু
২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২১
রাতুল রেজা বলেছেন: বেটা চালাকি করো? "আমি জানি কোন দেশের বিরোধীদলীয় নেতা বাইনচুত!!!!!!
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
হৃদয় জিনিয়াস বলেছেন: "আমি জানি কোন দেশের বিরোধীদলীয় নেতা বাইনচুত!!!!!!
৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
বেকার যুবক বলেছেন: কি বলবো?
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
হৃদয় জিনিয়াস বলেছেন: বলা লাগপে না....... খালি দেখেন
৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
অবাধ্য সৈনিক বলেছেন: বেটা চালাকি করো? "আমি জানি কোন দেশের বিরোধীদলীয় নেতা বাইনচুত
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
হৃদয় জিনিয়াস বলেছেন: "আমি জানি কোন দেশের বিরোধীদলীয় নেতা বাইনচুত!!!!!!
৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১
আমি তুমি আমরা বলেছেন: প্রচলিত কৌতুকের এমপ্লিফিকেশন। খারাপ না।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২
হৃদয় জিনিয়াস বলেছেন: ভাই.. এটা পুরনো বোতলে নতুন মদ
৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮
ননদালীনাজ বলেছেন: আরেকজনের ফেবু স্টাটাস থেকে আইডিয়াটা মেরে দিলেন দাদা !!!
শেম শেম !!!!
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪
হৃদয় জিনিয়াস বলেছেন: আইডিয়া মেরে দেয়ার কিছু নাইরে ভাই.....
এটা একটা বহুল প্রচলিত জোকস।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
হৃদয় জিনিয়াস বলেছেন: বাই দা ওয়ে, দাদা না বলে ভাই বললে খুশি হই
৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯
এম আর ইকবাল বলেছেন:
আমি জানি ..........................
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬
হৃদয় জিনিয়াস বলেছেন: আমি জানি এবং বুঝি
৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
ইউনুস খান বলেছেন: শেখ হাসিনা দলীয় বিচারক দিয়ে সংবিধান পরিবর্তন করে দলীয় সরকারের অধিনে নির্বাচন করতে চাইছে, তালগাছ আকরে ধরে বসে আছে।
আর আপনে বাইনচুত বিরোধীদলীয় নেত্রীর নাম বিকৃত করে সুখ নিচ্ছেন। এটাই বড় কৌতুক।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৭
হৃদয় জিনিয়াস বলেছেন: দয়া করে ত্যানা প্যাচাইবেন না....... আপনের নেত্রী রে নিয়া আপনে ঘুমান কারো কোনো মাথা ব্যাথা নাই....
দলীয় আর বিরোধী সব ই সমান...
৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮
হেনরি রাইডার হেগার্ড বলেছেন: আনিস সাহেব:- ডাব কতো করে?
সলেমান মোল্লা:- ২০ টাকা।
ভাই একটাই কথা , আপনে শেষ কবে ডাব কিনা খাইছেন!!
ডাব এর দাক আজ কাল আকাশ ছোয়া।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১০
হৃদয় জিনিয়াস বলেছেন: আসলেই...... ডাব কিনিনা অনেক দিন। তবে ভাইয়ের ডাব খাওয়ার ইচ্ছে থাকলে আমার দেশের বাড়ি আসতে পারেন।
ওখানে গোটা পঞ্চাশেক নারিকেল গাছ আছে...
আমন্ত্রন রইলো....
১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: চখাম পোষ্ট
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১১
হৃদয় জিনিয়াস বলেছেন: আবার জিগায়
১১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫২
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ঘটনা টা তো প্রধানমন্ত্রী রে নিয়া সুন ছিলাম.।.।।। কাহিনী বদল করলেন মনে হয়।।?
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৫
হৃদয় জিনিয়াস বলেছেন: আমি নতুন করে শোনাইলাম
ভাই, মানেন আর না মানেন..... আমরা আস জনতা এভাবেই বাইন** হই।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২০
রসায়ন বলেছেন: দাদা না বলে ভাই বললে খুশী হই
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৬
হৃদয় জিনিয়াস বলেছেন: এলার্জি আছে..... অহন বাকিটা বুইঝা লন
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:২২
মাহবু১৫৪ বলেছেন:
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯
হৃদয় জিনিয়াস বলেছেন: কোন দেশের বিরোধীদলীয় নেতা বাইনচুত জানেন তো
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০
হেডস্যার বলেছেন:
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮
হৃদয় জিনিয়াস বলেছেন: স্যার রে ডরাই
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২
রাফসান বড়ুয়া বলেছেন: বাইনচোদ কে সেটা বাদ দেন।
নিরপেক্ষ সরকারের অধীনে ভোটগ্রহন মোটেই অবিবেচক কথা নয়। বরং সেটাই বিবেচকের কথার মতো শুনাই।
আর নিরপেক্ষ সরকারের অধীনে ভোটগ্রহনে অস্বীকার বা গড়িমসী করাটা সরাসরি নিজস্ব নিরপেক্ষতা বা আত্বিক স্বচ্ছতার উপর সরাসরি আঙুল তোলে। তাই নয় কি?
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮
হৃদয় জিনিয়াস বলেছেন: সরকার নির্বচন চাই না..... শান্তি থাকপার দেন
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০
নিঃশব্দ শিশির! বলেছেন: পুরাই চু.**না হয়ে গেলাম...!!! নিজেকেও কেমন জানি বা.**দ মনে হচ্ছে..!!
ভালো লাগলো...!!!