নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম.কে.এ. হৃদয় (আই-জিনিয়াস)

যেখানে কিছুই পাইনি সেখানে হারাবার কিছুই নেই.............

হৃদয় জিনিয়াস

খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy

হৃদয় জিনিয়াস › বিস্তারিত পোস্টঃ

ব্লগার "ঘুড্ডির পাইলট" এর সাথে আমার এক সন্ধ্যা। B-)B-)B-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

আজ সেলিব্রেটি ব্লগার ঘুড্ডির পাইলট ভাই এর জন্মদিন ছিলো। ঐদিকে একটা কাজ থাকাতে ভাইরে ফোনদিয়ে চলে গেলাম তার বাসার সামনে।



খুব এক্সাইটেড ছিলাম। না জানি সে লোকটা কেমন হয়। ভাব টাব নিবে হয়তো। :|:|:|:| নিলেও বা কি করার? চেয়ারম্যান০০৭ (নাদিম ভাই), শিপু ভাই, পা্‌ইলট ভাই এদের দেখেই তো ব্লগিং শুরু করলাম। তাদের এক জনের সাথে দেখা হবে!!! :D:D:D



তবে দেখা হওয়ার পরে আমি মোটামুটি টাস্কি!!! একে তো ভাই আমার বরিশাইল্লা তার উপর অনেক ফ্রি। আমাদের (আমি, পাইলট ভাই সহ আরো ২জন ছিলো) চিকেন, ফ্রেন্চ ফ্রাই, আর কফি খাওয়াইলো। :P:P:P



খাওয়ার পরে বসুন্ধরা এরিয়াটা ঘুরে দেখলাম ভাইরে নিয়া। অনেক টা সময় দিলো ভাই। খুব এনজয় করছি। তবে যে জিনিসটা নিয়া বেশি ভাল্লাগছে তা হলো, ভাই আমার পুরো বরিশাইল্লা ভাষায় কথা কয়। ;)



একটা কথা বলতেই হবে, "মনে মনে আমি "ঘুড্ডির পাইলট" নিক এর পিছনের মানুষটারে যা ভাবছিলাম সে মোটেও তেমন না। ;) অনেক দিন পর আজ রিলাক্স মুডে অনেকক্ষন কারো সাথে গল্প করলাম। ভাইকে অনেক থাংকস এই সময় টুকু দেয়ার জন্য। :)





গরীব মানুষ আমি। ভাইরে তেমন দামি কিছু দেয়ার মতো সামর্থ নাই। তবে সাধ্যের মধ্যে এই ককটেল টা গিফট করলাম। :P:P:P







(ভেতরে কি আছে তা নাহয় আমরা আমরাই জানলাম।)

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

পাঠক১৯৭১ বলেছেন: ব্লগার তো ব্লগার, উনি কি কারণে সেলেব্রিটি হলেন?

চিকেন, ফ্রেন্চ ফ্রাই, আর কফি আমিও খাওয়াতে চাই!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

হৃদয় জিনিয়াস বলেছেন: ভাই, প্রত্যেকটা কাজেরই একজন না একজন আইডল থাকে। আমি যখন বছর তিনেক আগে ব্লগে ঢুকে শুধু লেখা পরতাম তখন এদেরই আইডল মনেহতো। অনেক ভালোলাগে এদের এবং এদের লেখা।

সেলিব্রেটি তো আর বলে কয়ে হয় না। :) আমার কাছে মনে হয় উনি একজন সেলিব্রেটি। দ্যাটস ইট।

আর খাওয়াবেন কবে তার তারিখ টা শীঘ্রই জানতে চাই। :P

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

তামিম ইবনে আমান বলেছেন:
উনি আমারে কইসে উনি সন্ধ্যায় বিজি থাকবেন /:)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

হৃদয় জিনিয়াস বলেছেন: দেখা হওয়ার ১০ মিনিট আগেও আমি শিওর ছিলাম না যে দেখা হবে। আমি আসলে বাড্ডা গেছিলাম একটা কাজে কাজটা দেরিতে হওয়ার ভাইয়ের সাথে আড্ডা দিয়ে এলাম।

আপনার ব্যপারেও আনেক গল্প হলো। আপনাদের সবার সাথে একদিন দেখা করবো। :)

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

হম উনার ব্লগ পোস্ট পড়ে বোঝা যায় যে উনি ফ্রি মাইন্ডের লোক ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

হৃদয় জিনিয়াস বলেছেন: আমার ও তাই মনে হয়। :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখক অইটা কফি ছিলো । আমার প্রিয় জিনিস :)
আপ্নাকে অনেক ধন্যবাদ এতো দুর হতে এসেছিলেন ।




( পোষ্টে সেলিব্রিটি শব্দটা মুছে দেন , নাহলে কারও কারও চক্ষুশুল হতে পারেন , আর ওনাদের চক্ষুশুল হলে সামুতে আপ্নি টিকতে পারবেন না আমার মতো :) )

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

হৃদয় জিনিয়াস বলেছেন: ধন্যবাদ দিয়া ছোটো করলেন :(

আর এটা যারযার ব্যাপার। আমি এমনিতি সামুতে রেগুলার না। যাও আসি তা হাতে গোনা কয়েকজনের লেখা পরি। আমর টেকা না টেকায় কি আসেযায়?

আমি ভাই ব্লগ পলিটিক্স বুঝি না। আমজনতা মানুষ। আমজনতা হিসেবেই থাকি :)

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

তামিম ইবনে আমান বলেছেন: এইডার ভিত্রে কফি /:)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

হৃদয় জিনিয়াস বলেছেন: গরীব মানুষ আমি। ভাইরে তেমন দামি কিছু দেয়ার মতো সামর্থ নাই। তবে সাধ্যের মধ্যে এই ককটেল টা গিফট করলাম। :P :P :P

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬

মেহেদী হাসান মানিক বলেছেন: B-) B-) B-) B-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

হৃদয় জিনিয়াস বলেছেন: :) :) :)

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ কামনা রইলো ঘুড্ডির পাইলট ভাইর জন্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

হৃদয় জিনিয়াস বলেছেন: সব সময় শুভ কামনা :)

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫

তারছেড়া লিমন বলেছেন: হু বু ডু ঘুপা ভাই........ !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P পিছু লোকে কিছু বলে তাই ভেবে কি আর জীবন চলে...........

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

হৃদয় জিনিয়াস বলেছেন: মনের কথটা বলছেন ভাই :)

"পিছু লোকে কিছু বলে তাই ভেবে কি আর জীবন চলে........... "

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শীট! আমি মিস করলাম!! পাইলট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। একদিন তিনিও আমাকে সেখানে ট্রিট করেছেন। আসলে তাকে যারা আমরা বাইরে থেকে চিনি তিনি আমাদের কাছে চিরকালই সেলিব্রেটি।

!:#P !:#P !:#P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

হৃদয় জিনিয়াস বলেছেন: ভাই, যাইত্তা ধইনরা তো আর সেলিব্রেটি হওয়া যায় না :P :P :P

তাকে যারা আমরা বাইরে থেকে চিনি তিনি আমাদের কাছে চিরকালই সেলিব্রেটি। :)

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৩

মামুন রশিদ বলেছেন: আমার খুব পছন্দের মানুষ রাফাত ভাই । শুভ কামনা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

হৃদয় জিনিয়াস বলেছেন: আমার ও খুব পছন্দের মানুষ

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

সুমন কর বলেছেন: ভাই, আপনি একটা দারুণ কাজ করেছেন। আমাদের পক্ষ থেকে উনাকে উইশ করে।
সুন্দর হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

হৃদয় জিনিয়াস বলেছেন: ওনার সাথে দেখা করতে পেরে আমার ও ভালো লেগেছিলো :)

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: পাইলট ভাইরে ককটেল দিসেন ক্যান? সে কি এখন আকাশে উইঠা ওইখান থিকা ককটেল ফালাইবো মাথার উপ্রে?! ড্রাইভারেরাই ককটেল ফাটাইয়া অস্থির, এখন পাইলটরা যদি উইড়া উইড়া ককটেল মারে, কী যে হইবো?! :-* |-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

হৃদয় জিনিয়াস বলেছেন: ককটেলের মতোই ছিলো তয় মাল মশলা একটু আলাদা। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.