![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
নববর্ষের কৃষ্টি কালচারের নামে রাস্তাঘাটে বেশ লুলামি দেখলাম।
# রাইতের বেলা রিকসার হুড নামাইয়া লুলামি
# হাটার সময় কপোতির কান্ধের উপর হাত দিয়ে হাটা
# আরো আউল ফাউল কাজ কর্ম।
এইটা কেমন নববর্ষ উদযাপন বুঝলাম না। ইসলামি দলগুলা নব বর্ষের বিরুদ্ধে বলে। আমি তাদের পক্ষে না। কিন্তু রাস্তাঘাটে যা দেখলাম তাতে মনেহয় অবশ্যই এই লুলামি বন্ধ হওয়া উচিত।
ব্যাপার টা ঠিক এমন অবস্থায় গিয়া দাড়াইছে যে এখন থেকে কোনো অকেশনে আপনি আপনার বাবা বোন কিংবা ছোটো ভাই কে নিয়ে বাইরে বের হতে পারবেন না। কারন বের হলেই আপনাকে এই ধরনের জিনিসের সামনা সামনি হতে হবে। একটু ভাবেন তো.... আপানি আর আপনার বাবা রিকশায় যাচ্ছেন সামনের পিছনের সব রিকশায় ই এমন কাহিনী।
আমি ভুক্তভোগী। তাই লিখলাম। আক বিকেল ভাগ্নী প্রভা আর আব্বু কে নিয়ে রবীন্দ্র সরোবর এ যাওয়ার প্লান করছিলাম। কিন্তু রাস্তার অবস্থা দেখে আর সামনে এগুনোর সাহস পাই নাই। সায়েন্স ল্যাব এ নেমে জাকির হোসেন রোড এর একটা প্রোগ্রাম এ দাড়াইয়া ছিলাম কতক্ষন। জ্যামের উছিলা দিয়ে আর রবীন্দ্রসরোবর এ যাইনাই।
জানি না লেখাটা দেখে কে কি ভাববেন। তবে অমাার মনেহয় আমরা একটু বেশি ই করে ফেলছি। রমনার বটমূলের মতো আরেকটা ঘটনা হইলে আমরাই দায়ি থাকবো।
২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
তাজুল_ইসলাম বলেছেন: 100% reality
১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
হৃদয় জিনিয়াস বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬
আব্দল্লাহ আল মুন্নাফ বলেছেন: প্রভু এদের জ্ঞান দাও
১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
হৃদয় জিনিয়াস বলেছেন: প্রভু এদের জ্ঞান দাও,
এদের ক্ষমা করো।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১১
মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই এটা শুনে চেতনাধারীরা আপনাকে আনস্যোসাল বললে অবাক হওয়ার কিছু নেই
১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০
হৃদয় জিনিয়াস বলেছেন: সহমত। তবে ভয় পাই না। আমি তো মিথ্যা কিছু বলিনি। জিনিস টা চোখে পড়লো তাই লিখলাম।
ব্লগ পড়ার জন্য ধন্যবাদ।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪
অবিবাহিত ছেলে বলেছেন: কাল নববর্ষের লুলামি করতে একটা টিমের সাথে ছিলাম...সকাল থেকে আমরা (ছেলে ও মেয়েরা) খামাখা এদিক সেদিক ঘুরলাম ঠাডাভাঙ্গা রোদ্রের মধ্যে..চারিদিকে ভুজুবেলার বিরক্তিকর পে পে...সব জিনিসের তিন গুন দাম..নোংরামি..ঘষাঘষি..বেহায়াপনা ছাড়া আমি তেমন কিছু দেখলাম না.... ঘষাঘষির সুযোগ থাকা স্বত্তেও সবকিছু উস্টা দিয়া বাসায় এসে তরমুজ আর ঠান্ডা পানি খাইছি আর আরাম পাইছি....
১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০১
হৃদয় জিনিয়াস বলেছেন: ঘষাঘষির সুযোগ থাকা স্বত্তেও সবকিছু উস্টা দিয়া বাসায় এসে তরমুজ আর ঠান্ডা পানি খাইছি আর আরাম পাইছি....
বেশ কাজের কাজ করেছেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
এইচ. আর. হাবিব বলেছেন: মঙ্গল শোভাযাত্রার পশু পাখির মূর্তী মুসলিমদের কোন মঙ্গল বয়ে আনেনা।