নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্নায়ক

নির্ণায়ক

এই ব্লগ হারাইয়া গেলে যদি কোন সহৃদয়বান/হৃদয়হীন ব্যক্তি পাইয়া থাখেন তবে কোন পুরষ্কারের আশা না করিয়া উহা [email protected] এ মেইল করিয়া জানাইয়া দিবার অনুরোধ থাখিল।

নির্ণায়ক › বিস্তারিত পোস্টঃ

নীরা,আজ তোমায় চমকে দেব

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

নীরা আজ আমি তোমায় চমকে দেব।তুমি যখন

চোখ ভরা বিস্ময় নিয়ে চেয়ে থাকবে তখন আমি মিটিমিটি হাসবো।

বিশ্বাস কর হাসতে হাসতে আমরা নিচের পাটির উঁচু দাঁতদুটো আজ আর বেরিয়ে পড়বে না,

আমি অনেক যত্ন করে মিটিমিটি হাসতে শিখেছি।তুমিই তো বলছিলে হাসলে নাকি আমায় বড় বিচ্ছিরি লাগে।

জানি আমার দেয়া উপহার হাতে নিয়ে ঠিকই তোমার কণ্ঠে আজ কোন এক বেদনার সুর বেজে উঠবে,এতদিনের শীতল চোখ দুটো জেগে উঠবে নিদ্রা শেষে,আর

তাই দেখে আমি উল্লাসে ফেটে পড়বো।হয়ত অনেক দূর থেখে,সেটাই বা কম কি?



নীরা সত্যিই আজ আমি তোমায় চমকে দিবো।তোমার

স্নিগ্ধ পেলব হাত যখন আলতো করে স্পর্শ করে যাবে

আমার দেয়া উপহারের উপর দিয়ে

তখন আমি আনন্দে চিৎকার করে কাঁদবো।



নীরা তুমি অপেক্ষায় থেখো,ঠিক ভোর পাঁচটায়।আমি বিদায় নেব

সন্ধ্যায়,লাশকাটা ঘর থেখে বেরুতে বেরুতে সকাল হয়ে যাবে বোধয়,

তুমি অপেক্ষা কর,কেমন?ছহাত লম্বা কফিনে চেপে আমি আসবো।তোমার জন্য উপহার হয়ে,

ধবধবে সাদা তিন টুকরো কাপড় পড়ে।

শুধুই তোমাকে চমকে দেবার জন্য,তোমাকে চমকে দেবার লালসা যে

আমার আজন্ম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬

প্রিয়তমেষূ বলেছেন:
তোমাকে চমকে দেবার লালসা যে
আমার আজন্ম।

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

নির্ণায়ক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.