নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্নায়ক

নির্ণায়ক

এই ব্লগ হারাইয়া গেলে যদি কোন সহৃদয়বান/হৃদয়হীন ব্যক্তি পাইয়া থাখেন তবে কোন পুরষ্কারের আশা না করিয়া উহা [email protected] এ মেইল করিয়া জানাইয়া দিবার অনুরোধ থাখিল।

নির্ণায়ক › বিস্তারিত পোস্টঃ

ফ্রি থাকলে এই সাইডে আসেন,পুঁথি পাঠ শুনে যান--------

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

শুনেন শুনেন ভাই বোনেরা

শুনেন দিয়া মন

ফেসবুকের প্রেমের কিচ্ছা করিগো বর্নন।



আ.....................রে

এক সকালে বালক লগইন করিল

অচেনা পরী তার ফ্রেন্ড হ..ইতে চাহিল

চেহারা দেখিয়া বালক পটিয়া গেল

একসেপ্ট বাটন টিপিয়া সে

ফ্রেন্ড তারে করিয়া নিল।



আ..................রে

কীবোর্ডে চাপিয়া বালক একদিন স্ট্যাটাসও দিল

স্ট্যাটাসের বাহারে কন্যা লুতুপুতু খেল

গড়ইয়া গড়াইয়া কন্যা কমেন্টও দিল

রিপ্লাইয়ের বন্যায় স্ট্যাটাস ভাসিয়া গেল।



ক্ষণকাল পরে তারা আড়ালেতে গেল

ইন...বক্সে গুঁতাগুতি শুরু হয়ে গেল।

তাই দেখিয়া বালকের বন্ধু-বান্ধব যত

হিংসাতে জ্বলিয়া রণে-ভঙ্গে দিল।



আ..................রে

হাই...হ্যালো শুরু হইল প্রতিদিন চ্যাটে

'কিবা খবর,কেমন আছ' বালকে জিজ্ঞাসে

ও......রে...কন্যা বলে,ভাল নাই,ভাল নাই,

মন বড় খারাপ,মাম্মি মোরে বকা দিছে

কিছুতো করি নাই।

এমনো করে কথা তারা বলিতে লাগিল

হটাৎ করে একদিন কি জানি হ...ইল,

বালক বলে,পাগল আমি,পাগল হইছি..তোমারো লাগি,

তোমারে না ছাড়ি আমি এক দণ্ড বাচিবার পারি।

শুনিয়া কন্যার অশ্রু আবেগেতে ঝরিয়া পড়িল

লাজ-লজ্জার মাথা খাইয়া 'লাভ ইউ' বলিয়া ফেলিল।



এই পাশে বালক কান্দে ঐ পাশে কন্যা,

দুজনেরে ভাসাইয়া নিল আনন্দেরও বন্যা।



হীন মোয়াজ্জেমে কহেরে শুন সর্বজন

ফেসবুকে প্রেমের কিচ্ছা হ..ইল সমাপন।।

ভুল চুক হইলে মোরে লইবেন ক্ষেমিয়া

দোয়া করিবেন মোরে অধীন জানিয়া।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

মেঘের পালক বলেছেন: ++

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৫১

নির্ণায়ক বলেছেন: ধন্যবাদ।।

২| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

ঘুমন্ত আমি বলেছেন: ধুর পাগলা !দারুন হয়েছে পুথি ।

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৫১

নির্ণায়ক বলেছেন: :)

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

স্বপ্নসমুদ্র বলেছেন: চরম পুঁথিতো। কই পাইলেন? পয়দা করলেন?

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৫৬

নির্ণায়ক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.