![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ হারাইয়া গেলে যদি কোন সহৃদয়বান/হৃদয়হীন ব্যক্তি পাইয়া থাখেন তবে কোন পুরষ্কারের আশা না করিয়া উহা [email protected] এ মেইল করিয়া জানাইয়া দিবার অনুরোধ থাখিল।
বাংলা সিনেমার কিছু অতি পরিচিত ডায়ালগ যেভাবে ব্যবহার হতে পারে ফেসবুকেঃ
১.চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না।
ফেসবুক ভার্সনঃচৌধুরী সাহেব!!!টাকা দিয়ে আপনি হিট বাড়াতে পারবেন কিন্তু আমার লাইক কিনতে পারবেন না।
২. বাঁচাও। বাঁচাও।। ছেড়ে দে শয়তান।। তোদের কি মা-বোন নেই??
ফেসবুক ভার্সনঃহেল্প,হেল্প,হেল্প।।গেট আউট ফ্রম মাই স্ট্যাটাস।।শয়তান।তোর কি গার্লফ্রেণ্ড নেই?
৩. এই ছাড়োনা, কেউ দেখে ফেলবে তো
ফেসবুক ভার্সনঃএই দুষ্টু এসব ইনবক্সে বল, কেউ দেখে ফেলবে তো,ফ্রেন্ডলিস্টে ভাইয়া আছে।
৪. চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মানুষ, আমাদেরও ইজ্জত আছে
ফেসবুক ভার্সনঃচৌধুরি সাহেব আমাদের কম্পিউটার না থাকতে পারে,কিন্তু আমরাও নেট চালাই,ফেসবুকিং করি ।
৫. তোর এত্ত বড় স্পর্ধা, সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আমার মেয়ের দিকে চোখ দিস
ফেসবুক ভার্সনঃতোর এত্ত বড় স্পর্ধা, সামান্য ফলোয়ার হয়ে আমার মেয়েকে পোক দিস?
৬. হাহাহা,এই নির্জন বনে তোকে কেউ বাঁচাতে আসবেনা সুন্দরী।
ফেসবুক ভার্সনঃহাহাহা,তোকে আজ চিপায় পেয়েছি,এই গভীর রাতে কেউ তোমাকে কেউ বাচাতে আসবে না ছাগু।
৭. তুমি এইখানে, আর ওইদিকে তোমার মাইয়া নদীর ঘাটে গফুরের লগে ফস্টি-নস্টি করতাছ
ফেসবুক ভার্সনঃতুমি সানি লিওনের পেজে বইয়া আছ!!!আর ঐদিকে তোমার জিএফ গ্রুপে বইয়া গফুরের লগে কমেন্ট-কমেণ্ট খেলতাছে।
৮. মানিক ওই তোর হারিয়ে যাওয়া ছোট ভাই রতন।।
ফেসবুক ভার্সনঃম্যানিক ইটা তুমার লস্টেড জিএফ সখিনা।
৯. ডাক্তার সাহেব আমি সব দেখতে পাচ্ছি। আমি সব দেখতে পাচ্ছি।।
ফেসবুক ভার্সনঃ(ফেসবুক ফ্রেন্ডরিকু পাঠানোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর)জুকারবার্গ সাহেব আমি অ্যাড করতে পারছি।আমি সবাইকে অ্যাড করতে পারছি।
১০. আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো, সময় মতো আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত।
ফেসবুক ভার্সনঃ(হারতে হারতে জিতে যাওয়া সুশীল)আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো,সময় মত আপনি ছাগুটাকে গদাম না দিলে আজকে পুরা চিপায় পড়ে যেতাম।
১১ তোর সাহসতো কমনা, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস।। জানিস তোর ঐ হাত আমি কেটে ফেলতে পারি?
ফেসবুক ভার্সনঃতোর সাহসতো কমনা, ফলোয়ার হয়ে সেলিব্রেটির দিকে হাত বাড়াস।। জানিস তোকে আমি ব্লক করতে পারি।।
১২. ঐ চৌধুরীই তোর বাবাকে খুন করেছে। যাহ্ পিতৃহত্যার প্রতিশোধ নে।। এইটা তোর মায়ের আদেশ
ফেসবুক ভার্সনঃঐ চৌধুরীই তোর বাবার আইডি হ্যাক করেছে। যাহ্ প্রতিশোধ নে।।এইটা তোর মায়ের মেসেজ।
১৩. শয়তান তুই আমার দেহ পাবি তবু মন পাবিনা।
ফেসবুক ভার্সনঃশয়তান তুই আমার দেহ পাবি তবু পাসওয়ার্ড পাবিনা।
রস+আলো
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫
নির্ণায়ক বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
বইয়ের পোকা বলেছেন: খুবই ভালো হয়েছে
আরো কিছু লিখেন।
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭
নির্ণায়ক বলেছেন: চেষ্টা করবো।ধন্যবাদ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
আশিক মাসুম বলেছেন:
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
নির্ণায়ক বলেছেন: ভাইজান হাসেন ক্যান??
৪| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, খুব মজা পাইসি ||
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
নির্ণায়ক বলেছেন:
৫| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
বোকামানুষ বলেছেন:
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
নির্ণায়ক বলেছেন:
)
৬| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: অসাম
১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
নির্ণায়ক বলেছেন:
৭| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
রানা িসরাজুল বলেছেন: ব্যাপুক বিনুদুনঃ)
১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
নির্ণায়ক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৮| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মিলন হোসেন১৫৮ বলেছেন: valo laglo
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৫
নির্ণায়ক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:৩৬
কালোপরী বলেছেন:
১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৬
নির্ণায়ক বলেছেন:
১০| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:৪৬
লিন্কিন পার্ক বলেছেন:
সেই রকম
১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৮
নির্ণায়ক বলেছেন: ধন্যবাদ
১১| ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:০৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হা হা হা চরম বিনুদন
১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৫০
নির্ণায়ক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪
hridoy41 বলেছেন: হাহা..+++ব্যাপুক বিনুদুন
