নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্নায়ক

নির্ণায়ক

এই ব্লগ হারাইয়া গেলে যদি কোন সহৃদয়বান/হৃদয়হীন ব্যক্তি পাইয়া থাখেন তবে কোন পুরষ্কারের আশা না করিয়া উহা [email protected] এ মেইল করিয়া জানাইয়া দিবার অনুরোধ থাখিল।

নির্ণায়ক › বিস্তারিত পোস্টঃ

একখানা রাজনীতিময় প্রেমপত্র..............

০১ লা মে, ২০১৩ রাত ১১:৫৭

প্রিয় ছলনাময়ী,



আমার স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের প্রেমের কোন মুল্য কি তোমার কাছে নেই?তুমি কি জান কি কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি আমি?আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি বিশেষ মহল।এমনি সময় তুমি দূরে সরে গিয়ে কেন আমার হৃদয় কে অস্থিতিশীল করছো...তবে কি তোমার আসল উদ্দেশ্য হীরার নেকলেসের দাবীর আড়ালে আমাকে ব্যর্থ মানুষে পরিণত করা......তুমি কি জানোনা আমার পণ্যগুলো বাজারে আর বিকোচ্ছে না।দেখো...দেখো,একদিন আবার ঠিকই বাজার চাঙ্গা হবে।একদিন আবার ঠিকই মানুষ আসবে চেতনা কিনতে,ধর্মের ফতোয়া কিনতে।



আমি জানি তোমার ভাইয়ের মৃত্যুতে কত কষ্ট তুমি পেয়েছো,স্বজন হারানোর বেদনা আমার চেয়ে আর কেউ বেশি বোঝে না।কিন্তু এই জালেম সরকারের আমলে আমি তোমার ভাইয়ের জন্য আর কিইবা করতে পারতাম বল।আমি বরং আরও দুদিন হরতাল দিয়ে দিই।প্রাণের বদলে প্রাণ এই তো নিয়ম......আচ্ছা তাও কি তুমি ফিরে আসবে না?তুমি কি চাও আমি ৪৮ ঘন্ঠার আল্টিমেটাম দিই?তখন তো তুমি না এসে পারবে না।



আমি জানি তুমি আসবেই,যদি না আসো তবে তোমার ভাইদের পাঠিয়ে দিয়ো আমার বাড়ির গেট ধরে টানাটানি করে বাড়িটা ধসিয়ে দিক।তুমি ছাড়া শূন্য এ বাড়ি আমার চাই না।আসলে ওরা তত্বাবধায়ক সরকার বাতিল না করলে তোমার সাথে আমার কোন সমস্যাই হত না।সব দোষ ঐ নষ্টদের।জানো পরশু আমি সাদা ধবধবে লুঙ্গি পরা লম্বা চুলের এক হুজুরকে তোমার জন্য দোয়া করতে বলে দিয়েছি।



সবশেষে,আমি জানি আমার তীব্র দাবীর মুখে তুমি আসবেই।তবে মনে রেখো তোমাকে অবশ্যই ফিরে এসে আমার সাথে নিঃশর্ত আলচনায় বসতে হবে।



ইতি

তোমার সাথে সংলাপে ব্যর্থ একজন

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ রাত ১২:২৯

মোস্তফা সোহেল বলেছেন: valo

২২ শে মে, ২০১৩ রাত ১০:২৭

নির্ণায়ক বলেছেন: ধন্যবাদ :)

২| ১৬ ই মে, ২০১৩ রাত ৮:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালোই লিখসেন।

১৬ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

নির্ণায়ক বলেছেন: ধন্যবাদ......... :)

৩| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর লিখেছেন

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩

নির্ণায়ক বলেছেন: ধইন্যা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.