নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্নায়ক

নির্ণায়ক

এই ব্লগ হারাইয়া গেলে যদি কোন সহৃদয়বান/হৃদয়হীন ব্যক্তি পাইয়া থাখেন তবে কোন পুরষ্কারের আশা না করিয়া উহা [email protected] এ মেইল করিয়া জানাইয়া দিবার অনুরোধ থাখিল।

নির্ণায়ক › বিস্তারিত পোস্টঃ

কেউ কথা রাখে নি ২০১৩

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:২৬

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি

ছেলেবেলায় এক সেলিব্রেটি ব্লগার তার কিবোর্ড থামিয়ে বলেছিল

শুক্লা দ্বাদশীর দিনে এসে ব্লগিং শিখিয়ে যাবে

তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই ব্লগার

আর এলনা

পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।







মামা বাড়ির ল্যাপিম্যান নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর

তোমাকে আমি ফেবু অ্যাকাউন্ট খুলে দেব

সেখানে লাইক আর কমেন্টস দিয়ে সেলিব্রেটি

হওয়া যায়!

নাদের আলী, আমি আর কত বড় হবো?

যেদিন আমার ছেলে মেয়েরা ফেবু চালাবে

সেদিন তুমি আমায় অ্যাকাউন্ট খুলে দিবে?







একটাও লাইক পাইনি কখনো

কবিতা লিখে লিখে সেলিব্রেটি হয়েছে লস্করবাড়ির ছেলেরা

ভিখারীর মতন ফলোয়ার হয়ে পড়েছি

সেলিব্রেটিদের নোট আর স্ট্যাটাস

ফর্সা সুন্দর রমণীরা তাদের ইনবক্সে

কত রকম আমোদে হেসেছে

আমার দিকে তারা ফিরেও চায়নি কখনও!

বন্ধু আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস,

দেখিস একদিন, আমরাও সেলিব্রেটি হব।।







কোন এক সেলিব্রেটির লেখা পড়তে পড়তে বরুণা বলেছিল,

যেদিন এদের মত সেলিব্রেটি হবে

সেদিন তুমি আমার ভালবাসা পাবে!

ভালোবাসার জন্য হাতে তুলে নিয়েছি কিবোর্ড

কবিতা লিখে লিখে ভরিয়ে ফেলেছি নিউজফিড

আর লাইক বাড়ানোর জন্য খুলেছি ১০১ টা ফেক আইডি

তবু কথা রাখেনি বরুণা,শুনেছি এক সেলিব্রেটির ঘরনী হয়ে

এখন সে নিজেই সেলিব্রেটি।





কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না! :(









আরও পড়তে পারেন

বাংলা সিনেমার ডায়ালগ যদি ফেসবুকে ব্যবহার হত। :) :)



একখানা রাজনীতিময় প্রেমপত্র..............

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৭

নক্ষত্রের আমি বলেছেন: জটিল.

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

নির্ণায়ক বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৫

এহসান সাবির বলেছেন: :)

০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:১৫

নির্ণায়ক বলেছেন: খালিই ইমো দিলে চলবু?কথা কইবেন না......? :)

৩| ১০ ই জুন, ২০১৩ রাত ২:১৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: বরুনারা আতরের কথা বলেও কথা রাখেনা. ব্রাদার লেখাটা অনেক ভালো হইছে. মৌলিক লিখলে ভালো হবে. আবার আসবো.

১০ ই জুন, ২০১৩ রাত ৮:৩৮

নির্ণায়ক বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ..।আপনি কবিতা বেশ ভাল লিখছেন।আবার আসবেন।শুভকামনা রইল। :)

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:১২

ত্রিনিত্রি বলেছেন: দ্বিতীয় ভালো লাগা!

ভাই প্যারোডি ভালো হয়েছে, শুধু ভালো না, বেশ ভালো!

তবে নাদেরের নামটা চেঞ্জ করলে আরো ভালো হতো! হাহাহা।

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

নির্ণায়ক বলেছেন: ধইন্যা... :)

৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৩

স্বাধীনচেতা মানবী বলেছেন: কবিতা টা রে কি কইরা দিলেন ভাই ? =p~ =p~ ;) ;) :P :P

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

নির্ণায়ক বলেছেন: এত হাসুইন কেরে??যত হাসি তত কান্না বলে গেছেন রামসন্না ;)

৬| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৪

মাক্স বলেছেন: মজার!

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

নির্ণায়ক বলেছেন: ধন্যবাদ।শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.