![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ হারাইয়া গেলে যদি কোন সহৃদয়বান/হৃদয়হীন ব্যক্তি পাইয়া থাখেন তবে কোন পুরষ্কারের আশা না করিয়া উহা [email protected] এ মেইল করিয়া জানাইয়া দিবার অনুরোধ থাখিল।
(১)
তনিমা,
"আমি চির দুর্দম,দুর্বিনীত,নৃশংস,
মহা-প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন,আমি ধ্বংস।"
ফেসবুকে তোমার প্রিয় উক্তি তালিকায় নজরুলের এ তিনটে লাইন।তিনটে লাইনের কসম আমি তোমাকে ভালবাসি।ভালবাসি ভালবাসি ভালবাসি।ছেলেবেলায় ভাবতাম যে কোন সত্যিও তিনবার বললে,খুব সত্যি হয়ে যায়।তোমার প্রতি আমার অনুরাগ ও আজ খুব সত্যি হয়ে গেছে!
কৃষ্ণচূড়া আমার সবচাইতে পছন্দ্যের ফুল।ছেলেবেলার মতই ভাললাগার,ভালবাসার জিনিসটিকে একটা নাম দিতে ইচ্ছে হল।তাই আজ থেকে তোমার আমি দিলাম - কৃষ্ণচূড়া।কারন তুমি যে অঝর বৃষ্টিতে লালরঙা কৃষ্ণচূড়ার মতই সুন্দর,শ্বাশত!
আর সবশেষে...ভালবাসায় যদিও নাওবা পার,শুভকামনায় রেখ।
ইতি,
যারে তুমি নাম দিলে না
(২)
তনিমা,
বাতাসের গায়ে কান পেতে শোনা,তুমি অসুস্থ।বিশ্বাস যদি নাও বা কর,তবু সত্যি তোমার এ অসুস্থার কথা আমার বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না।কেমন করে হবে বল!আমার চোখে তো তুমি দেবী,দেবীদের কি কখন ও অসুখ করে?তারপরও বাস্তবতা নামের ছোট্ট কিন্তু নিষ্ঠুরতম শব্দটার অস্তিত্ব অস্বীকার করার সাধ্য কি আমার আছে,প্রার্থনা করি দ্রুত সেরে ওঠ।
আচ্ছা তুমি কি বিছানায় শুয়ে আকাশ দেখতে পার।যদি পার,তবে চোখ রেখ।আমি হয়ত মেঘ হয়ে আসবো কিংবা শঙ্খচিল।
তুমি জেগে থেকো প্রিয়,ঘুমিয়ে পড় না।
ইতি,
তোমার সাম্প্রতিক দেখা স্বার্থপর মানুষটি
২| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:০৩
নির্ণায়ক বলেছেন: হয়ত!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:৪৮
মহা সমন্বয় বলেছেন: একজনের কাছে যে স্বার্থপর অন্যজনের কাছে সে-ই ত্যাগী ।