| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের স্পন্দন
লেখা টা আমার মনের খাদ্য, আপনার নিকট আমার লেখা মানেই অখাদ্য, আমন্ত্রণ অখাদ্য ব্লগে, ধন্যবাদ অখাদ্য পড়ার জন্য
বলার মত কিছু নাই, বলার মত কিছু নাই, বলার মত কিছু নাই
একদল ভারতীয় বন্ধ করে দিয়েছে আমার মুখ, আরে ভারত তো ভালো পুরা এশিয়া তে আমাকে একজন গিটারিস্ট দেখান যে আইয়ুব বাচ্চু ভাই এর সমকক্ষ, অথবা কাছাকাছি, তাদের সাথে নাচুন, তাদের সাথে হাত তালি দিন, যে দেশে পিতা তার ধর্ষিত মেয়েকে পুনরায় ধর্ষণ করে, তাদের সাথে থাকুন যে দেশের মেয়েরা বিকিনি পড়ে ঘুরলে বাবা সস্তি বোধ করে, থাকুন না
আরে ভাই এতোই যখন ভালো লাগে
জন্ম নিবার আগে আল্লাহর কাছে দরখাস্ত করতেন আল্লাহ আমায় ভারতীয় করে জন্ম দিও
©somewhere in net ltd.