![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো জীবনেরকাছে কিছু চাইতে যাবেন না, জীবন আপনাকে দেওয়ার কে??? বরং ভাবুন কি দিলেন আপনি জীবনকে...
এক মিষ্টি সকালে হটাত পাশ ফিরে
যদি আমায় না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার গায়ে উপচে পরা মিষ্টি রোদে আমি আছি
তোমার ঘুম ভাঙ্গানো পাখির ডাকে আমি আছি
দুপুরের তপ্ত গরমে হটাত ফিরে দাঁড়িয়ে
যদি আমায় না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার দিকে ছুটে আসা এক ঝাঁপটা দখিনা হাওয়ায় আমি আছি
তোমার ঘেমে যাওয়া শরীরের বিন্দু বিন্দু লোম কূপের অবাধ শীতলতায় আমি আছি...
গোসল সেরে ভেজা শাড়ীতে দাঁড়িয়ে হটাত সামনে তাকিয়ে
যদি আমায় না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার ভেজা চুলে লুটিয়ে পড়া এক পলসা বাতাসে আমি আছি
তোমার ভেজা শাড়ীর আচল চুয়ে পড়া জলের মাঝে আমি আছি
কোন গোধুলী বিকেলে তোমার হাতে হটাত
যদি আমার হাতটি না খুঁজে পাও
ভেবো না আমি নেই,
তোমার নীল শাড়ীর নীলিমায় আমি আছি
তোমার নীল চুড়ির রিনিঝিনি শব্দে আমি আছি
তোমার নীল টিপে গড়িয়ে পড়া আবছা আধারে আমি আছি
তোমার গাল বেয়ে নেমে আসা ঐ লোনা জলে আমি আছি
হটাত ছুটে এসে জড়িয়ে ধরে তোমার কপালে চুমু এঁকে দেওয়ার বিভোর স্বপ্নে আমি আছি
তোমার হাজারো স্বপ্নের ভিরে তোমার হাতটি ধরে
দূর অজানার পথে আমি আছি,
তুমি তাকিয়ে দেখ নীলা
আমি ঠিক তোমার পাশেই বসে আছি............
আমার ব্লগ থেকেঃ ভালোবাসার খোঁজে
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২
হৃদয় ভারাবী বলেছেন: আপনার জন্যও রইলো ভালোলাগা আর শুভেচ্ছা....
বৃষ্টি ভেজার শুভেচ্ছা..
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৭
মেহেরুন বলেছেন: ভালোলাগা রইলো