![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
একসময় মার্কিনীরা আদর করে ডাকত ক্র্যাকবেরি। শব্দটি আসে ক্র্যাক কোকেন থেকে। কোকেনের প্রতি তাদের যেমন আসক্তি তেমনি আসক্তি ছিল এই ক্র্যাকবেরির প্রতি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ছিল রিসার্চ ইন মোশনের তৈরী ব্ল্যাকবেরি। ধীরে ধীরে এতে ভাগ বসায় এ্যাপল এবং কিছু পরে এ্যন্ড্রোয়েড স্মার্টফোনগুলি। কিন্তু একসময় যে এদের দাপটে তাদেরকে প্রায় শুন্যের কোঠায় নিয়ে যাবে তা কে জানত। তবে ফিরে আসার চেষ্টা ছিল বরাবরই। কিন্তু আইওএস এবং এন্ড্রোয়েডের সাথে পেরে উঠা হয়নি। ফলাফল পিছনের দিকে যাওয়া। তবে এবারে রিম কতৃপক্ষ ঘোষনা দিয়েছে আবারও তাদের হারানো মার্কেট ফিরে পাওয়ার। এবং তাদের সেই আত্নবিশ্বাসের পেছনে তাদের নতুন সেটের ডিজাইন এবং নতুন অপারেটিং সিষ্টেমের সম্ভাবনা। গত ৩০শে জানুয়ারী তারা ঘোষনা করেন নতুন সেটের এবং নতুন অপারেটিং সিষ্টেমের। সেই সাথে সতর্কবার্তা এ্যপল এবং এন্ড্রোয়েড ফোন এর প্রতি
এবারে তাদের লক্ষ্য সাকুল্যে বিশ্ববাজারে ধরে রাখা ৭% মার্কেট ধরে রেখে এগিয়ে যাওয়া। এবারে আসা যাক নতুন ঘোষনা দেয়া সেটটির বিভিন্ন দিক নিয়ে, প্রথমেই বলে রাখি এ সেটটিই হতে যাচ্ছে তাদের টিকে থাকার শেষ অস্ত্র। সুতরাং তারা ডিজাইন করেছে তাদের সেরাটি দিয়েই। ৪.২ inch পর্দার তৈরী সেটটি দৈর্ঘ্য ৫.১২ inch হবে এবং পাতলা হবে প্রায় আইফোন ৫ এর মতোই। মাত্র .৩৫ inch. ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেল। যা দিয়ে এইচডি ভিডিও করা সম্ভব হবে। আর ভিডিও কলিং এর ক্ষেত্রেও এর টকটাইম হবে ১০ঘন্টা। যা হবে ৩জি ব্যবহারকারীদের জন্য একটি অনন্য সুবিধা।
বিশেষ সুবিধাসমূহ
-ব্ল্যাকবেরি ব্যালেন্স
-ডকুমেন্টস টু গো
-ইনটেলিজেন্ট ক্যালেন্ডার
-ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস
-ব্ল্যাকবেরি হাব
-ইউনিফাইড কমিউনিকেশন
-৭০ হাজারেরও বেশী এ্যপসসমৃদ্ধ ব্ল্যাকবেরি ওএস ১০
-বিবিএম ৬
-ষ্ট্যান্ডবাই -৩১২ ঘন্টা
ওজন: ১৩৭.৫ গ্রাম
মেমোরি: ১৬ জিবি
রম: ২ জিবি
ক্যামেরা: জিও-ট্যাগিং, একটানা এটো ফোকাস, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ফেস ডিটেকশন
৪জি এলটিই সমর্থিত সেটটির সিপিইউ হবে ডুয়ালকোর ১.৫গিগাহার্টজ । সেটটি সাদা এবং কালো দুটি রঙে পাওয়া যাবে। তবে বাংলাদেশে এটি এলটিই এখন সমর্থন না করলেও স্বাচ্ছন্দে ৩জি ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে সেটটির দাম পড়বে আনুমানিক ৫০ হাজার থেকে ৫৫ হাজার।
ব্ল্যাকবেরি কতৃপক্ষ সেটটির সাথে দিচ্ছে নিজেদেরই তৈরী কিছু এক্সেসরিজ। যা আপনার সেটটির সেন্দৈর্য আরো বাড়াবে। অল্পকিছু টাকা বেশী খরচ করলে এসব এক্সেসরিজ আপনার সেটটির দাম আরো বাড়িয়ে তুলবে। সেক্ষেত্রে নন ব্র্যান্ড কোন এক্সেসরিজ আপনাকে কিনতে হচ্ছে না।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
এইচ আর খান বলেছেন: দারুন জিনিস । কিনতে তো মন চাবেই। ইনশাল্লাহ কিনতে পারবেন শীঘ্রই
৩| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
রাজিব জাহান ফেরদৌস বলেছেন: কিনেছি। ওএস টা বেশ মজার। এন্ড্রয়েড এর চেয়ে আমি ব্ল্যাকবেরি ১০ ওএস কে এগিয়ে রাখব। ব্যাটারি পারফ্মেন্স বাদ দিলে এক কথায় অসাধারণ।
৪| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৩
এইচ আর খান বলেছেন: But apps market er obostha khub kharap dekhlam....android ba iOS er Moto eto rich na Oder apps market ta....
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
নেংটি ইদুর বলেছেন: কিনতে মঞ্ছায়