নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পিটিশন - প্রজন্ম চত্ত্বরের আন্দোলন নিয়ে ওবামার বিবৃতি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

সব বাংলাদেশী ভাইবোনদের অনুরোধ জানাচ্ছি এক্ষুনি আপনারা হোয়াইট হাউসের অফিসিয়াল সাইটে ভোট করে শাহবাগ আন্দোলনকে বিশ্ব দরবারে জানিয়ে দেয়ার ব্যবস্থা করুন। এ সাইটে বিশ্বের বিভিন্ন সমস্যা এবং প্রতিকার নিয়ে বিভিন্ন পিটিশন দাখিল করতে পারবেন। এ পিটিশনে যদি ১লক্ষ ভোট পড়ে সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিষয়টি নিয়ে বিবৃতি দেবেন। বাংলাদেশের চলমান এ আন্দোলন নিয়েও একটি পিটিসন দেয়া হয়েছে। এখন চলছে ভোট গ্রহন পর্ব। সুতরাং, দেরি না করে এক্ষুনি ভোট করুন এবং সব বাংলাদেশীকে জানান দিয়ে দেন।

ভোট করতে আপনাকে যেতে হবে হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটটিতে।





হোয়াইট হাউসের পিটিসন দাখিলে ভোট দিতে এখানে ক্লিক করুন



উপরের লিংকটিতে ক্লিক করলে আপনি নিচের ছবিটির মতো একটি উইন্ডো দেখবেন







এবারে আপনি ফরমটি পূরন করে এক্ষুনি সাইন করে নিন। একটি মেইল এড্রেস দিয়ে কেবলমাত্র একটি একাউন্টই খুলতে পারবেন। নিচের ছবিটির মতো করে একটি উইন্ডো পাবেন যেটি পূরন করতে হবে একাউন্ট খোলার জন্য।





সুতরাং আপনার একের অধিক একাউন্ট থাকলে অবশ্যই আরো একাউন্ট খুলে পিটিশনের পক্ষে ভোট দিতে পারবেন। তবে ওরা আপনার মেইল এড্রেসটি একবার ভেরিফাই করবে। একবার ভেরিফাই হলেই আপনি ভোট দেয়ার জন্য ইলিজিবল



সাইন আপ হয়ে গেলে আপনাকে নিচের ছবির মতো একটি বার্তা দেখাবে।









ভোটটি দেয়ার পর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। কারন এখনও আমাদের আরো ৮৮,৬৩১টি ভোট। আর হাতে সময় আছে মাত্র এক মাসেরও কম। আগামী ১৫ মার্চের মধ্যেই এই ভোটগুলি কাষ্ট হতে হবে।



জয় বাংলা, জয় তারুন্যের



ব্লগটি গতকাল মধ্যরাতে পোষ্ট করেছিলাম তাই আবারও রিপোষ্ট দিলাম

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

মশামামা বলেছেন:


ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

দ্য েস্লভ বলেছেন: বারাক ওবামার বক্তৃতা এত দরকার কেন ? এই লোক তো বোমবিদ। এ তো পকেটে বোমা নিয়ে কথা কয়...... মেরুদন্ড না থাকলে মানুষ বাশের খুটি খোজে......... একে বলে আস্থার সঙ্কট....... যারা নিজেদেরকে নিয়ে গর্ব করে,এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী হয় তারা কখনও চিন্তার দিক দিয়ে পরজীবি হতে পারে না।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

সোনালী প্রান্তর বলেছেন: ওবামা কে ? যারা রাজাকারদের পক্ষ নেয় তাদের কাছে কি ?
এদেশের জনগন ই যথেষ্ঠ ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---

আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় দাবা-পাশা খেলার গুটির চাল। আমরা বিচার চাই আর অরা নানা দিকে দৃষ্টি ঘোরায়- গাঁজা, গান বাজনা, নাস্তিকতা, সাগর রুনী, ছাত্রলীগ, ধর্মীয় অবমাননা, 'আর সব'যুদ্ধাপরাধী... এখনো আজো একাত্তুরেও।

রাজীব থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ, এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয়, গৃহযুদ্ধের ঘোষণা দেয় আর একাত্তরের খুনীদের রক্ষা করতে প্রতিদিন আটশো কোটি টাকা গচ্চা দেয় হরতাল দিয়ে সেই জামাতির বিচার চাইতে গিয়ে।

রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।

বাংলার মানুষ, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল। বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তুরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী-শাহবাগী

কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ঠিকই তো করসে, ওই পোলা সিগারেট খায় জিন্সের পেন্ট পড়ে।
এক পলকে একাত্তর---এভাবে দেখাও---এবং এভাবে---পাকিস্তানে উল্লাস---চাই সতর্কতা,---ইনডাইরেক্টলি,---ভিন্নখাত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.