নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

এইচটিসি ওয়ান - স্মার্টফোনে নিয়ে এলো প্রথম আল্ট্রা পিক্সেল ক্যামেরা

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৩





এ মাসের মাঝামাঝি এইচটিসি স্মার্টফোনের বাজারে নিয়ে আসছে তাদের নতুন পণ্য। গত ফেব্রুয়ারি মাসে এইচটিসির সিইও পিটার চো পণ্যটির বাজারে আসার ঘোষনা দেন। ২০১২ সালটি এইচটিসির জন্য খুব সুখকর ছিল না তাই এবারে তারা ঘুরে দাড়ানোর প্রত্যয় নিয়ে আবারও বাজারে নিয়ে আসছে তাদের দীর্ঘপ্রতিক্ষীত এইচটিসি ওয়ান। বর্তমানে স্মার্টফোনের বাজার ৫৩ শতাংশ দখলে এন্ড্রোয়েড অপারেটিং সিষ্টেমের। সেখানে গেল বছর এই তাইওয়ানিজ কোম্পানীর বিক্রি ছিল মাত্র ৩২.৩ মিলিয়ন ইউনিট। যেখানে এন্ড্রোয়েডে তাদের একমাত্র অগ্রবর্তী প্রতিষ্ঠান স্যামসাং বিক্রি করেছে ২১৫ মিলিয়ন ইউনিট। সুতরাং এ বছর তারা এন্ড্রোয়েড মার্কেটে হারানো অংশ ফিরে পেতে মরিয়া।



এইচটিসি ওয়ান সেটটিতে আপনি পাবেন কোয়ালকোর ১.৭ গিগা প্রসেসর, ২জিবি ডিডিআর-২ র্যাম, এইচটিসি আল্ট্রাপিক্সেল ক্যামেরা, ২৩০০ mAh ব্যাটারি ক্ষমতা, ১৬/৩২ গিগা ইন্টারনাল মেমোরি পাবেন। ফোনটিতে মাইক্রোআইএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে এছাড়া এতে আছে কর্নিং গরিলা গ্লাস-টু ।



মূল ফিচারসমূহ:

- ১০৮০ X ১৯২০ পিক্সেল ভিডিও

- বিটস অডিও সাউন্ড এনহান্সমেন্ট

- এইচটিসি আল্ট্রাপিক্সেল ক্যামেরা, এলএইডি ফ্ল্যাশ

- ১/৩" সেন্সর সাইজ, একইসাথে এইচডি ভিডিও এবং ইমেজ রেকর্ড করার সুবিধা

- ড্রপবক্সে ২৫ জিবি ষ্টোরেজ পাওয়া যাবে। (তবে ২ বছর পর্যন্ত এই সুবিধা ফ্রি থাকবে)

- স্নেস ভয়েস : কল ক্ল্যারিটি সুবিধা পাওয়া যাবে হাজার মানুষের ভীড়েও

- দেখতেও অসাধারন: (এটি অবশ্য আমার ব্যাক্তিগত মতামত)।

- অপারেটিং সিষ্টেম - জেলি বিন(৪.২.২)

- রঙ হবে কালো, রুপালী এবং লাল

- ডিসপ্লে ৪.৭ ইনচ এবং ১০৮০ ফুল এইচডি

- জো ( জীবন্ত মনে হবে ছবিগুলো)

- ব্লিংক ফিড ( লাইভ হোম স্ক্রীন )













উপরের ছবিটি এইচটিসি'র আল্ট্রা পিক্সেল ক্যামেরায় তোলা: ভালো করে লক্ষ করুন, ছবিতে চারজন অবজেক্টেরই চোখ স্পষ্ট দেখা যাচ্ছে







আর এ ছবিটি আইফোন ৫ দিয়ে তোলা যেখানে ৮ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা। পার্থক্যটা দেখুন উপরের ছবিদুটোর







এটির প্রিরেজিষ্ট্রেশন আজ থেকে শুরু হয়েছে। শুধুমাত্র ই-মেইল ঠিকানা দিয়েই যে কেউ প্রিরেজিষ্ট্রেশন করতে পারেন। এতে এইচটিসি আপনার পুরনো সেটটি ফেরত নিয়ে নতুন একটি এইচটিসি ওয়ান দেবে যা ১০০ ডলার সাশ্রয়ী* হবে।







ডিভাইসটি দিয়ে টিভিও দেখা যাবে







সূত্র: View this link





* তবে এটি স্বল্প সময়ের জন্য।



দু:খিত পাঠক/পাঠিকাবৃন্দ: পোষ্টটি রিপোষ্ট দিলাম। ভুলবশত: ড্রাফটে চলে গিয়েছিল। পুনরুদ্ধার হযেছে তবে এটি আবার রিপোষ্ট দেয়ার পর



মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

নগরবালক বলেছেন: 5000 টাকায় পাওয়া গেলে কিনতাম :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.