নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভেবে লেখা - ৩

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

তুমি আমার ভালবাসাকে অগ্রাহ্য করছো তাতে আমার কোন আপত্তি নেই,

আপত্তি শুধু তুমি নিজে কষ্ট পাবে আমাকে ছেড়ে চলে গিয়ে

যখন মনে হবে তোমার জন্য একটা মানুষ

তার সবকিছু ছেড়ে দিতেও কোন দ্বিধা ছিল না।



তুমি আমার ভালবাসাকে অগ্রাহ্য করেছ তাতে আমার কোন আক্ষেপ নেই,

আক্ষেপ শুধু তুমি নিজেকেই নিজে অনেক কষ্ট দিচ্ছো

একদিন মনে পড়বে এই মানুষটা কতই যত্ন করে তোমার ছবিগুলো

বাধিয়ে রেখেছে তার মনের গহীন কোনে।



তুমি আমার সম্ভাবনাকে ছুড়ে ফেলে দিয়েছো তাতেও আমার কোন দুঃখ নেই,

দুঃখ শুধু আমার আকাশজোড়া ভালবাসা থেকে তুমি বন্ঞিত হলে

জীবনের একটা অংশে তোমার মনে পড়বে

কি ভালবাসাটাই না তুমি হারালে মিথ্যে অভিমানে।









মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

নাছির84 বলেছেন: তুমি আমার সম্ভাবনাকে ছুড়ে ফেলে দিয়েছো তাতেও আমার কোন দুঃখ নেই,
দুঃখ শুধু আমার আকাশজোড়া ভালবাসা থেকে তুমি বন্ঞিত হলে
জীবনের একটা অংশে তোমার মনে পড়বে
কি ভালবাসাটাই না তুমি হারালে মিথ্যে অভিমানে।

........অভিমান না থাকলেই বুঝি ভাল হতো ? হৃদয় নিংড়ানো শব্দগুলো তাহলে জানতাম কিভাবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.