| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইচ আর খান
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
পুরুত্ব ? মাত্র ৬.১৮ মিমি। কথাটা অবিশ্বাস্য শোনাচ্ছে? কিন্তু এই অবিশ্বাস্য পাতলা ধরনের স্মার্টফোন নিয়ে বাজারে আসছে চাইনিজ স্মার্টফোন এবং টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা হুয়াই। দীর্ঘদিন ধরেই স্মার্টফোন তৈরী করে আসলেও এ খাতটিতে তারা আশানুরুপ সাফল্য পাচ্ছিল না। স্মার্টফোনের বাজার দখল করতে তাদের ধারাবাহিক প্রচেষ্টার পর এবারে বেশ চমকপ্রদ একটি পণ্য তারা বাজারে নিয়ে আসছে। ইতিমধ্যে লন্ডনে অনুষ্ঠিত হয়ে যাওয়া একটি সংবাদ সম্মেলনে ঘোষনা দিয়েছে বর্তমান বাজারের সবচেয়ে পাতলা স্মার্টফোন এসেন্ড পি-৬ বাজারে নিয়ে আসার।
তাদের বেশীরভাগ ফোনই উইন্ডোজ ঘরানার হলেও এবারের ফোনটি গুগলের এন্ড্রোয়েড অপারেটিং সিষ্টেমের। এটিতে এন্ড্রোয়েডের সর্বশেষ আপডেট জেলি বিন থাকবে ওএস হিসেবে।
৪.৭ ইনচি পর্দাবিশিষ্ট ফোনটির ক্যামেরা হবে ৮মেগাপিক্সেলের যার ওজন হবে মাত্র ১২০ গ্রাম। তবে একইসাথে সামনের অংশেও একটি ক্যামেরা থাকবে ৫ মেগাপিক্সেলের। ফোনটিতে 'ম্যাজিক টাচ' নামে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হতে যাচ্ছে। যার মাধ্যমে ব্যবহারকারী কেবলমাত্র তার হাতের স্পর্শ দিয়েই নয় বরং হাতে গ্লোভস পরিহিত অবস্থায়ও টাচস্ত্রিনে কাজ করতে পারবে।
স্মার্টফোনের সবচেয়ে বড় অভিযোগ চার্জ থাকেনা এমন কথা মাথায় রেখে তারা নিয়ে এসেছে এডিআরএক্স এবং কুইক পাওয়ার কন্ট্রোল প্রযুক্তি যার কারনে অত্যন্ত ৩০ ভাগ ব্যাটারি সক্ষমতা বেড়ে যাবে অন্যান্য প্রতিদ্বন্দী স্মার্টফোনের তুলনায়। এছাড়াও বড় পর্দার জন্য তারা ২০০০ মিলিএ্যাম্পস পার আওয়ার(mAh) ব্যাটারি সংযুক্ত করেছে। সুতরাং আপনার ইন্টারনেট ব্যবহার কিংবা গেমস অথবা অতি প্রয়োজনীয় কথা যাই হোক না কেন ব্যাটারি আপনাকে 'লো ব্যাটারি' বলে সতর্কবার্তা অত সহজেই দিতে পারছে না।
সাদা, কালো এবং পিংক এই তিনটি আকর্ষনীয় রঙেই এ মাসে চীনের বাজারে পাওয়া যাবে এসেন্ড পি-৬ ফোনটি। তবে বিশ্বের অন্যান্য দেশে তারা এটি সরবরাহ করতে পারবে আগামী জুলাই মাস থেকে। সুতরাং কিনতে চাইলে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে এন্ড্রোয়েড ভক্তদের।
©somewhere in net ltd.