নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

রকষ্টারদের ২৭ বছরে মৃত্য: এটি কি শুধুই মিথ নাকি অন্যকিছু

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১০

"২৭ ক্লাব" নামে যে ক্লাবটির নাম শুনলে এখনও গা শিওরে উঠে সেটি নিয়ে অনেকের অনেক ধরনের গুজব রয়েছে। কেউ এটি বিশ্বাস করেন আবার কেউ এটিকে তুড়ি দিয়ে উড়িয়ে দেন। তবে ঘটনা তো একের পর এক রকষ্টারদের এই ক্লাবে যোগ দেয়াকে তো অবিশ্বাস করার উপায় নেই। মৃত্য তো অনেক বড় সত্য। যাকে কেউ অবিশ্বাস করতে পারেনা। তবে প্রশ্ন আছে এটি কি মিডিয়ার তৈরী নাকি রকষ্টাররাই একে একে এ বয়সে তাদের মৃত্যফাদ তৈরী করেছেন নিজেকে তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য?







১৯৬৯ খেকে ১৯৭১ এই তিন বছরে ব্রায়ান জোনস, এলান উইলসন, জিমি হেনড্রিক্স, জেনিস জেপলিন এবং জিম মরিসনের মতো বিখ্যাত তারকারা মৃত্যবরন করেন। এ সময়টাতেই ২৭ বছরে মৃত্য নিয়ে পত্রপত্রিকাতে কিছু কথা আসে। কিন্তু ব্যাপারটি নিয়ে খুব বেশী মাথা ঘামাননি তখনকার সংগীত তারকা বা মিউজিক ম্যাগাজিনগুলোও। এটি মূলত মাথা চাড়া দিয়ে উঠে দুই যুগেরও বেশী সময় পরে যখন নিরভানার জনপ্রিয় ভোকাল কার্ট কোবেইন ঠিক এই বয়সেই এসে মারা যান। এবং এ সময়টাতেই এ ব্যাপারটা সাধারন থেকে মিডিয়া সবার মাঝে হৈ চৈ পড়ে যায়। কো্বেইনের মা আরেকটু ঘি ঢালেন এমন ধারনাতে। যাতে সবাই ধারনা করতে থাকে খ্যাতির চূড়ায় থাকা কোবেইন সেসময় অনেকটা ইচ্ছে করেই মাদকাসক্ত জীবন বেছে নেন ২৭ বছরে গিয়ে মৃত্যকে নিশ্চিত করার জন্য। তিনি ওয়াশিংটনের জাতীয় দৈনিক দ্য ডেইলি ওয়ার্ল্ড পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে জানান, কোবেইনকে বারংবার নিষেধ করা সত্বেও সে এই ষ্টুপিড ক্লাবে যোগ দিয়েছে।তাকে আমি আগেই সতর্ক করেছিলাম এ ব্যাপারে। The 27s: The Greatest Myth of Rock & Roll নামে একটি বইতেও তার কিছু সাক্ষাৎকার উঠে এসেছে। যেখানে তিনি আরও জানিয়েছেন, কোবেইনের এক চাচা এবং এক দাদাও আত্নহত্যা করে মৃত্যকে বেছে নিয়েছেন স্বেচ্ছায়।

২০১১ সালে কার্ট কোবেইনের মৃত্যর ১৭ বছর পর মার্কিন জনপ্রিয় পপতারকা এমি ওয়াইনহাউজ মাদকাসক্ত হয়ে মৃত্যবরন করে এ ক্নাবটিকে চূড়ান্ত জনপ্রিয় দিয়ে যান। এমিও ঠিক যখন খ্যাতির চূড়ায় তখনই মাদকের কালো থাবা তাকে গ্রাস করে এবং তিনি ২৭ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ক্লাব ২৭ র তালিকাটাকে আরো বড় করলেন এবং জনপ্রিয় করে গেলেন।



এবার আসি গোড়ার দিকে। যখন বিশ্বের অন্যতম সেরা গিটারিষ্ট জিমি হেনড্রিক্স কিংবা জিম মরিসনের মতো বিখ্যাত লিজেন্ডরা অত্যধিক মাদকাসক্তিতে পড়ে মাত্র ২৭ বছরে মারা যান। জিম মরিসনের যেদিন মারা যান, তখন তিনি ছিলেন প্যারিসে। তার মৃত্যর কারন হিসে্বে বলা হয় অতিরিক্ত হেরোইন এবং কোকেইনের ওভারডোজেই তার ব্লিডিং হয়ে তিনি বাথটাবে মারা যান। যদিও তার কোন পোষ্টমর্টেম করা হয়নি। তবে তার ভাড়া করা এ্যপার্টমেন্টে বেশ কিছু ধরনের ড্রাগস পাওয়া যায়।



আর মার্কিন লিজেন্ডারী গীটারিষ্ট জিমি হেনড্রিক্স লন্ডনে মারা যাওয়ার পর তার গার্লফ্রেন্ড মনিকা জানান, তিনি ডাক্তারের প্রেসক্রিপশন করা একটি ঘুমের ট্যাবলেট নেন যা তার প্রয়োজনের তুলনায় ১৮ গুন বেশী। এবং একইসাথে সে রাতে তিনি সারারাত এ্যালকোহল গ্রহন করেন। যার পরিনতিতেই তাকে সকালে অবচেতন অবস্থায় পাওয়া যায়। এবং হাসপাতালে নেয়া হলেও তাকে আর বাচানো যায়নি।



২৭ বছরে মৃত্যবরন করা জনপ্রিয় কয়েকজনের তালিকা:



Alexandre Levy 27 years, 98 days



Louis Chauvin 27 years, 13 days



Robert Johnson 27 years, 100 days



Nat Jaffe 27 years, 216 days



Jesse Belvin 27 years, 53 days



Rudy Lewis 27 years, 271 days



Malcolm Hale 27 years, 166 days



Dickie Pride 27 years, 156 days



Brian Jones 27 years, 125 days



Jimi Hendrix 27 years, 295 days



Janis Joplin 27 years, 258 days



Jim Morrison 27 years, 207 days



Chris Bell 27 years, 349 days



Kurt Cobain 27 years, 44 days



Jeremy Michael Ward 27 years, 20 days



Bryan Ottoson 27 years, 32 days



Amy Winehouse 27 years, 312 days



Sean Patrick McCabe 27 years, 289 days



এ তালিকার কেউই স্বাভাবিক মৃত্যর স্বাদ গ্রহন করেননি। কেউবা অতিরিক্ত ড্রাগস নেয়ার কারনে, কেউ দুবৃত্তদের গুলিতে, কেউ দূর্ঘটনায় নিহত হন।









* পোষ্টটি তথ্যভিত্তিক। আমার নিজস্ব কোন বক্তব্য এখানে নেই।



যে কথা বলা প্রয়োজন: জীবন মৃত্যর মালিক আল্লাহ তায়ালা। এখানে কারো ইচ্ছা অনিচ্ছায় কিছু নির্ভর করে না। এখানে উল্লেখ্য মন্তব্য কেবলই তাদের। যা কোনদিনই সম্ভব না। আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন তিনি ততটুকুই বাচবেন। মনে রাখতে হবে, এটাও আল্লাহ তায়ালার ইচ্ছাতেই হয়েছে। আর তাই আমরাও এটি নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি।



আল্লাহ সবাইকে হেদায়াত করুন।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:২২

জর্জিস বলেছেন: ২৭ বছর অনেক আগেই পার হয়ে আসছি...:)

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: হুম । চিন্তার বিষয় .... |-)

৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ৩:০০

এইচ আর খান বলেছেন: চিন্তার কিছু নাই ভাই। নবী রাসুলগনের দেখানো পথে চলেন ইনশাল্লাহ কোন চিন্তা থাকবে না। আর মৃত্য সেদিনই হবে যেদিন তার হুকুম হবে। সুতরাং ভয় বা চিন্তার কোন কারন নাই

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

এইচ আর খান বলেছেন: হুমম । অবিশ্বাস্য শোনালেও সত্যি । এ বিষয়ে অনেক সাইট এবং উইকিতেও আছে

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬

এইচ আর খান বলেছেন: ক্লাব ২৭" দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন অদ্ভুত সব তথ্য । বিশেষ করে nirvana র অসম্ভব জনপ্রিয় সেই ভোকাল kurt cobain কিভাবে নিজেকে এই ক্লাবের সদস্য হতে নিজেকে মৃতু্যর দিকে ঠেলে দিয়েছেন সেটি বিস্তারিত জানতে পারবেন। আমার পোষ্টে আমি ব্রিফলি লিখেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.