নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবন নিয়ে বন অধিদপ্তরের না সূচক অভিমতের একটি কপি এবং তওফিক ই ইলাহীর প্রেসনোট

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৪

* মন্ত্রনালয়ে প্রেরন করা বন অধিদপ্তরের সুপারিশকৃত কপিটি অষ্পষ্ট থাকায় জুম করে দেখতে হবে।



তওফিক ই ইলাহী তার সরকারী প্রেসনোটে বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে ওই এলাকার অর্থনৈতিক অবস্থার আমূল উন্নতি হবে। ফলে দরিদ্র জনগোষ্ঠীর সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীলতা কমবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা পাবে। দেশের প্রথম ‘স্টেট-অব-দ্য-আর্ট’ প্রযুক্তিসমৃদ্ধ বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়নের জন্য দেশপ্রেমিক নাগরিকদের সহযোগিতা চান।

সত্যিই হাস্যকর কথা । কয়লাভিত্তিক বিদ্্যতকেন্দ্র স্থাপিত হলে 'সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা পাবে' একথা কোন পাগলেও বিশ্বাস করবে না।

তিনি আরো বলেছেন, উন্নতমানের আমদানিনির্ভর কয়লা ব্যবহার হবে রামপাল কেন্দ্রে একারনে নাকি কার্বন, সালফার ও অন্যান্য বায়ুদূষণের উপাদান খুব কম থাকবে।

ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে না।

এ কথার মাজেজা আমি ব্যাখা করবো না , বরং সবার উপরই ছেড়ে দিলাম।

তিনি আবার বলেছেন, প্রকল্পটি নাকি নিরাপদ দূরত্বে অবস্থিত।

নিচের ছবিটি ক্লিয়ার আইডিয়া দেবে এটি আসলেই কত্তো (!!!)দূরে



তবে, নিচের ছবিতে দেখানো আন্ত:মন্ত্রনালয় চিঠিটি স্বয়ং জ্বালানী উপদেষ্টারই বিশ্বাস করতে কষ্ট হবার কথা।

এ বিষয়টির বিরোধিতা করে সরকারের একটি অধিদপ্তরেরই পাঠানো না-সূচক মতামতপত্র ।





যেখানে সুন্দরবন রক্ষার দায়িত্বে সরকারের এই বিশেষ বিভাগটি স্পষ্টভাবে জানিয়ে দিলো, জীববৈচিত্র সংরক্ষনকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্তটি পুর্নবিবেচনা করার সেখানে সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এখনও তার সিদ্ধান্তে অটুট থাকেন!!!

সবশেষে, এ বিষয়ে অধ্যাপক আনু মুহম্মদের একটি বক্তব্য যোগ করে দিলাম,

“জ্বালানি উপদেষ্টা বলেছেন, লংমার্চে অংশগ্রহণকারীদের কোনো কাজ নাই। তাই তারা লংমার্চ করে বেড়াচ্ছে।

“লংমার্চকারীরা দেশের স্বার্থে কাজ করছে। কিন্তু তৌফিক-ই-ইলাহী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দেশের সর্বনাশ করে কমিশন খাওয়ার কাজে ব্যস্ত রয়েছেন।”





সম্পূর্ন বিষয় বহির্ভূত একটি ভিডিও লিংক:

https://www.youtube.com/watch?v=Ewvqw443JzY



লেখা পড়ে ভালো না লাগলে কিংবা বিরক্তবোধ করলে ভিডিওটি দেখতে পারেন।

ভিডিওটি স্কিপ করে যেতে পারেন(recommended)

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪২

আকাশদেখি বলেছেন: এই লোকটার জন্য আর কত মূল্য বাংলাদেশ দিবে?

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৭

আকাশদেখি বলেছেন: এই লোকটার জন্য বাংলাদেশ আর কত মূল্য দিবে?

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪

আম্মানসুরা বলেছেন: সরকারের অধিদপ্তরের পাঠানো না-সূচক মতামতপত্র টি পরা যাচ্ছে না। একটু বড় করে দিন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

ঢাকাবাসী বলেছেন: জাহান্নামে যান, কমিশনটা পেয়ে গেছে ব্যাস। দেশ প্রকৃতি নিয়ে ভাববার সময় দেশের কোন মন্ত্রী নেতার আছে কি?

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

ঢাকাবাসী বলেছেন: এইলোকটা থেকে ভাল মাল আসে সুতরাং তাকেই উপদেষ্টা রাখতে হবে।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

এইচ আর খান বলেছেন: @আকাশদেখি:কুইক রেন্টালের কারনে দেখছেন না দেশে কোন বিদ্যতঘাটতি নেই!!!আর এরজন্য বাড়তি বিল দিচ্ছেন, সেটাতো সবাই দিচ্ছে। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কৃষকের স্যালু মেশিন ঘর সবখানেই তো বাড়তি বিল।
আপনাকে ধণ্যবাদ কমেন্ট করবার জন্য

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

এইচ আর খান বলেছেন: @আম্মানসুরা : পরিবর্তন করে একটা স্ক্রীণশট থেকে দিলাম । আশাকরি, কিছুটা ভালো দেখাচ্ছে

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

এইচ আর খান বলেছেন: @দেশ জাহান্নামে গেলে কার কি? আমার আপনার হয়তো উন্নত বিশ্বের কোন দেশে সিটিজেনশীপ নাই তাই বলে তাদেরও থাকবেনা ?

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

অন্য কথা বলেছেন: জানিনা তওফিক ই ইলাহী কার স্বার্থে দেশ বিক্রি করছেন ? সামুর এক ভাই এর ব্লগে তওফিক ই ইলাহী সম্পর্কে বিস্তারিত আরো জেনেছি এখানে
Click This Link

(বন অধিদপ্তরের পাঠানো না-সূচক মতামতপত্র সঠিক ধরে - মানুষটাকে আর মানুষ মনে হচ্ছে না)

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আজিব এক দেশ রে ভাই!

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

এইচ আর খান বলেছেন: @অন্য কথা: হুমম পড়লাম। আপনার দেয়া লিংকটা। কথা হচ্ছে, একটা অধিদপ্তর কোন পর্যায়ে গেলে সেই প্রজেক্টটিকে পুর্ন:বিবেচনা করার অনুরোধ জানায়? যেখানে সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি রয়েছে...এটা বুঝতে কারো বাকি থাকে না...

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

এইচ আর খান বলেছেন: স্বপ্নবাজ অভি: আজিব দেশের আজিব নেতা। দেশের প্রতি দরদ কারো নাই

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

এইচ আর খান বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.