নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

অবশেষে জীবনের কাছে হার মানলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলা

০৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৭

জীবনের বিশেষত বলা যায় যৌবনের দীর্ঘ ২৭ টি বছর কারাগারে অন্তরীন থেকেছেন যে বর্নবাদ বিরোধী আন্দোলনের জন্য সে আন্দোলনে জয়ী হবার পরও তার আজীবন মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঠিকই ছিলেন। এবং নিরীহ নিষ্সেষিত এবং দূর্বলদের অধিকার আদায়ের আন্দোলনে তিনি ভবিষ্যতেও থাকবেন। গনতন্ত্রের জন্য ধুকতে থাকা আমরা কিংবা উন্নত বিশ্বের দেশ সবাইকে আজ অভিভাবকহীন করে চলে গেলেন না ফেরার দেশে। শান্তিতে নোবেল জয়ী এই মানুষটি থাকবেন আমাদের অন্তরে। কিছুক্ষন আগে দক্ষিন আফ্রিকার প্র্রেসিডেন্ট জ্যাকব জুমা বিশ্ববাসীকে এই দু:সংবাদটি দেন।

ম্যান্ডেলার আত্না শান্তি পাক....





* একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি কোনো দেবতা হিসেবে উপস্থাপিত হতে চাই না। একজন সাধারণ মানুষ হিসেবেই স্মরণীয় হয়ে থাকতে চাই, যার ভালো-মন্দ দুই-ই আছে।

তবে তিনি বিশ্ববাসীর কাছে শান্তির দেবতা হিসেবেই থেকে যাবেন শতাব্দীর পর শতাব্দী ধরে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

ম্যান্ডেলার আত্নার শান্তি কামনা করছি।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: গনমানুষের এই কিংবদন্তী নেতার প্রতি রইলো শ্রদ্ধা

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

সোজা কথা বলেছেন: বর্ণবাদ বিরোধি আন্দোলনে নেতৃত্ব দানকারী শান্তির এই দেবতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

বোধহীন স্বপ্ন বলেছেন:
বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক নেলসন মেন্ডেলা'র মৃত্যুতে শোকাহত হবে গোটা বিশ্ব।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪

সীমাহীন ভালবাসা বলেছেন: সে থাকবেই অমর হয়ে

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

এইচ আর খান বলেছেন: তার মতো নেতা আজ খুব প্রয়োজন । যিনি শান্তির পক্ষে অবিরাম লড়ে যাবেন ।
ভালো খেকো মাদিবা...সারা বিশ্বের শান্তিকামী মানুষ আপনাকে শ্রদ্ধাভরে মনে রাখবে । মনে রাখবে আপনার সাহসীকতার কথা, মনে রাখবে আপনার ত্যাগের কথা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.