নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

ঘোষনা এলো নতুন আইওএসের (এ্যাপলের নতুন ওএস iOS-8)

০৩ রা জুন, ২০১৪ ভোর ৫:৩৩

আইফোনের পরবর্তী পণ্যটি বাজারে আসবার আগেই অ্যাপল জানিয়ে দিল তাদের নতুন অপারেটিং সিষ্টেমের অাগমনী বার্তা। টিম কুকের নেতৃত্বে এই সংবাদ সম্মেলনে নতুন এই ওএস সম্পর্কে ধারনা দেন সফটওয়্যার উন্নয়ন টিমের প্রধান ক্রেইগ ফ্রেডারিক। নতুন আটটি বিশেষ ফিচার নিয়ে আবির্ভূত হবে এই ওএস টি। যা একেবারেই স্মার্টফোন জগতে নতুন এবং আনকোরা। তবে এই বিশেষ বিশেষ ফিচার গুলোর সবই জানানো হয়নি বরং ধারনা দেয়া হয়েছে। তবে কয়েকটি সম্পর্কে একেবারেই নিশ্চিত করে বলা যায়, যেমন

- ওয়াই-ফাই কলিং

- ফেইসটাইম কল ওয়েটিং

- কোন এ্যাপস কতটুকু ব্যাটারির ব্যাবহার করলো

- টিপস এ্যাপস

- ট্রাভেল টাইমস নটিফিকেশন

- ক্যামেরায় আলাদা আলাদা ফোকাস এবং এক্সপোজার কন্ট্রোলের বিশেষ সুবিধা,







- ব্রাউজার সাফারিকে আরো বেশি শক্তিশালী এবং ব্যাক্তিগত গোপনীয়তা রক্ষায় নতুন একটি সার্চ ইনজিনের আবির্ভাব ঘটবে এ্যাপলের এই নতুন অধ্যায়ে(সম্ভবত তারা গুগল সার্চ ইনিজনের চেয়েও বেশী সতর্ক এবং সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত হবে আপনার কি-ওয়ার্ডের সাথে মিল রেখে) এই নতুন সার্চ জায়ান্টের নাম DuckDuckGo.



আরেকটি নতুনত্ব বা চমক থাকছে কিবোর্ডে- এটিকে এখন ডাকা হচ্ছে ব্রেইলি কিবোর্ড বলে। তবে এটি সবধরনের ব্যবহারকারীদের জন্যই সুবিধাজনক হবে। যদিও নতুন এই কিবোর্ড সর্ম্পকে নিশ্চিত কিছু জানানো হয়নি কিছুক্ষন আগে অনুষ্ঠিত হওয়া এই আয়োজনটিতে।

এছাড়াও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্ট সাহায্যকারী সিরি আগের চেয়েও আরো বেশী বুদ্ধিমতী(ক্ষেত্রবিশেষে বুদ্ধিমান) হবে,

স্বাস্থ্যবিষয়ক কিটস এবং এ স্বম্বন্ধিয় এ্যাপস আসবে,

নটিফিকেশন গুলো হবে আরো বেশী ইন্ট্যারএ্যকটিভ,

হোয়াটসএ্যাপের মতো এ্যাপসকে টেক্কা দেবার জন্য অাইম্যাসেজকে আরো বেশী প্রানবন্ত করা হয়েছে এখানে। যেখান থেকে খুব সহজেই পাঠানো যাবে অডিও/ভিডিও বার্তা।



*লেখাটি একইসঙ্গে প্রকাশিত আমার অনলাইন গ্যাজেট ষ্টোর স্মার্টবাই এর ব্লগ বিভাগে

পুরনো এ্যপল পণ্য ব্যবহারকারীদের জন্য সুখবর হলো, বরাবরের মতো এবারও আইও্এসের নতুন এ ভার্সনটি প্রায় সবার জন্যই উন্মুক্ত হবে। অর্থ্যাৎ আইফোন ৪এস/আইপ্যাড ২/আইপড টাচ(পন্জম প্রজন্ম) থেকে সবাই নতুন টিতে আপগ্রেড করতে পারবেন



[চিত্র: আরো সহজ এবং সুবিধাজনক হয়ে এলো মেসেজিং বা মেইলিং]





পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জাজাকাল্লাহ খাইরান



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.