নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

সার্চ জায়ান্ট গুগলের এবারের প্রজেক্ট ১০০ ডলারে স্মার্টফোন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৬

প্রজেক্ট লুন দিয়ে ইন্টারনেট ব্যবহারের সহজলভ্যতা আনার সাথে সাথে এবারে গুগল হাতে নিয়েছে ১০০ ডলারের মধ্যে স্মার্টফোন বাজারজাত করার। সেলক্ষ্যেই গুগলের এন্ড্রোয়েড প্রধান সুন্দর পিশাই আজ তার কর্মপরিকল্পনা তুলে ধরলেন বিশ্বের সামনে। লক্ষ্য এন্ড্রোয়েড দিয়ে স্মার্টফোন বাজারকে নিজেদের হাতে নেবার। তাদের এ প্রকল্পের প্রথম দেশ ভারত। ভারতের বাজারের পর তারা ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বছরের শেষান্তে দক্ষিন এশিয়ার অন্যান্য দেশেও আসবার পরিকল্পনা। ভারতে তারা এ জন্য মোবাইল অপারেটর কোম্পানী ভারতী এয়ারটেলের সঙ্গে জুটি বেধেছে। সহায়ক হিসেবে থাকবে মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোমেক্স, কার্বন এবংস্পাইস। ভারতের বিশাল বাজারকে লক্ষ্য করেই তাদের এ মহাপরিকল্পনা। এ পরিকল্পনার মূলে রয়েছে আরো বেশী ব্যবহারকারী জনগোষ্ঠীকে গুগলের বিভিন্ন সার্ভিসের আওতায় আনা। যাতে করে ভবিষ্যৎ ইন্টারনেট ব্যবহারকারীরাও গুগলের এসব সার্ভিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে।







এন্ড্রোয়েড ওয়ান



এখন অপেক্ষা গুগলের নতুন এসব এন্ড্রোয়েড ডিভাইস কতটুকু সফলতা পায় এবং তা নির্ভর করছে এসব উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুনগত মান ও টেকসই ব্যবহারের উপর। তারা যদি ব্যবহারকারীর চাহিদা পূরণে সফল হতে পারে তাহলেই গুগলের এ প্রকল্পটি সফলতার মুখ দেখবে। তবে এর ব্যতিক্রম হলে গুগল গ্লাস প্রকল্পটির মতোই ফলাফল দেখতে হবে হয়তোবা।





গুগলের এন্ড্রোয়েড বিভাগের প্রধান সুন্দর পিচাই



* আমার পরবর্তী লেখা মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ,কে খন্দকারের বিতর্কিত বইটির অংশবিশেষ নিয়ে। বইয়ে লেখা ঘটনার ভেতরের ও বাইরের কিছু ঘটনা নিয়ে(প্রমান সহ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.