![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
ফেসবুকে বসা মাত্রই আমার ঘনিষ্ট একজন সাংবাদিক বন্ধু'র পোষ্ট নিউজ ফিডে নানা মতামত ও ভিন্ন মত সহ চোখে পড়লো। প্রথমে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। এরপর যা বুঝলাম তার সারাংশ হলো , " বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালী জাতির জীবনে প্রত্যেকটি বড় আন্দোলন সংগ্রামে যিনি ছিলেন সবার আগে সেই মহান মানুষটিকে বাংলাদেশ সরকারের পক্ষ কোন ধরনের রাষ্ট্রীয় সম্মাননা জানানো যায়নি"। তার নেপথ্যে কারন হিসেবে সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, রাষ্ট্রীয় প্রটোকলে অপর্যাপ্ততার কথা।
আমরা যে আসলে গুণীদের সম্মান দিতে জানি না এবারও সেটা আবার প্রমান করলো বর্তমান সরকার। তার মতো একজন রাষ্ট্রীয় অভিভাবককে সম্মান জানাতে যদি এতই কুন্ঠা থাকে তাহলে এদের একটি দেশ চালানোর মতো এতবড় সম্মানিত কাজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।
আমরা আজ জাতি হিসেবে আজ লজ্জিত। ভীষন লজ্জিত। আমাদের কিছুই বলার নাই । আপনারা রাজা আপনারাই বলবেন আর আমরা নিরীহ প্রজা আমরা কেবল শুনে যাব। তবে, নিউটনের তৃতীয় সূত্রটি একবার মনে করিয়ে দিতে চাই লেখার শেষে। " প্রত্যেকটি কাজেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে" ।
আল্লাহ তায়ালা এই সাহসী এবং গুণী ব্যাক্তিটির বেহেশত নসীব করুন । আমীন
কেন সম্মাননা দেয়া হয়নি - খবরের লিংক
২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫২
এইচ আর খান বলেছেন: আজন্ম বাঙালীর জন্য লড়াই সংগ্রাম করা মানুষটা মৃতু্্যর পরও দেশকে কিছু দিয়ে যেতে চেয়েছেন। আর তার প্রতিদানে আমরা দিলাম এই....
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২১
মামুন রশিদ বলেছেন: আমাদের দৃষ্টিভঙ্গী অনুদার, ক্ষীণ । এজন্য জাতি হিসেবে আমাদের উন্নতি হয় না । এক বায়ান্নর ভাষা আন্দোলনে অবদানের জন্য বাংলাভাষীরা আজীবন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে ।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫১
সাহাদাত উদরাজী বলেছেন: নিজের চোখ ও দেহ দান করেও ব্যক্তি হিসাবে তিনি এই জাতির জন্য দৃষ্টান্ত হয়ে থাকলেন।