নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি লেখার মাঝেই থাকে\nকোন না কোন বাস্তবতা বা \nবাস্তবতার মিশ্রন\n

হাবিব রহমান খুলনা

হাবিব রহমান খুলনা › বিস্তারিত পোস্টঃ

শেখ মুজিব

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

শেখ মুজিব
শেখ হাবিবুর রহমান

মুজিব আমার শিরায় শিরায়-
মুজিব রক্ত ধারায় ,
মুজিব আমার অস্্রুসিক্ত -
দুটি নয়ন তাঁরায় ।

মুজিব আমার হৃৃদয় মাঝে-
বিশ্বসেরা নেতা ,
মুজিব মানে-
বর্জ্রকন্ঠে বাংলাদেশের কথা ।

মুজিব মানে অন্ন বস্ত্র --
বাসস্থানের দাবি ,
মুজিব মানে সুখ স্বর্গ-
বাংলাদেশের চাবি ।

মুজিব মানে জাতির পিতা-
উন্নত মম শির ,
মুজিব মানে সোনার দেশের -
শেষ্ঠ্রতম বীর ।

মুজিব মানে বাঙ্গালী মনে-
সাহসের সঞ্চার ,
মুজিব মানে অপরাধী সব -
ধুয়ে মুছে সৎকার ।

মুজিব মানে সৎ সাহস আর-
অসীম মনোবল ,
মুজিব মানে স্বাধীন স্বদেশ -
বাংলার মাটি জল ।

মুজিব মানে নয়নে আমার-
কান্নার ছড়াছড়ি,
আমাদেরকে স্বাধীনতা দিয়ে-
ওপারে দিয়েছে পাড়ি ।

মুজিব মানে ১৫ই আগস্ট -
অস্্রুসিক্ত আঁখি,
বিরহে তার -আমরা আজি-
ডানাকাটা কোন পাখি ।




কে বলেছে মুজিব মরেছে -
মৃৃত্যু যে তার নাই ,
সহস্র যুগ মুজিব রবে -
হৃদয় মাঝে ভাই ।

হাজার সালাম জানাই তোমায়-
বাঙ্গালী জাতির পিতা ,
তুমি শেষ্ট্র ,তুমি মহান-
বিশ্বসেরা নেতা ॥

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন: এমন কবিতা তাঁকে ছাড়া অন্য
কোন বাংগালীর জন্য লিখা সম্ভব হবেনা
ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.