![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুজা ভাই
শেখ হাবিবুর রহমান
সুজা ভাইয়ের মত মহান নেতা
খুলনাতে আর নাই ,
বারে বারে একাধারে -
সুজারই হোক জয় ।
সুজা রাখুক ধরে জীবন ভরে -
খুলনার সম্মান ,
সম্মান করে সারা বাংলা -
ডাকে তাকে ভাইজান ।
ন্যায় আদর্শের সৈনিক সুজা
জানে খুলনাবাসী ,
রুপসা-তেরখাদা-দিঘলিয়ায় যার
অবদান রাশি রাশি ।
উন্নয়নের বেলায় সুজা -
যেন নিবেদিত প্রান,
সারা বাংলার আওয়ামীলীগর
সুজা যে মহান নাম ।
আলোর প্রদীপ সুজা ভাইজান-
খুলনাবাসীর তরে ,
অবদানে তার আলো ঝলমল-
খুলনার ঘরে ঘরে ।
অতল জলে ভাইজান যেন
আমাদের প্রান ভিয়া,
ভাইজানের সুস্থতা শুধু-
খোদার কাছে চাওয়া ।
সুজা ভাই যেন শীত সকালে-
এক ফালি রোদ্দুর ,
সুজা ভাই যেন তীব্র্র রোদে ,
ছায়াঘেরা বটমূূল ।
তারই ছায়ায় তারই মায়ায় -
আমরা সবাই সেনা ,
সুজা ভাইয়ের গুনের কথা -
জানে বল কেনা ?
সুজা ভাইয়ের প্রসংসার -
নেইযে অন্ত নাই,
আমি হাবিব বলব কত?
এর সীমানা নাই ।
ভাইয়ের মত যোগ্য নেতা-
খুলনাতে আর নাই,
সবাই মিলে সান্নিধ্যে তার
আশ্রয়সস্থল চাই -
তাকে পেয়ে ধন্য আমরা -
ধন্য খুুলনাবাসী ,
শভেচ্ছা ও ভালবাসা -
রইল রাশি রাশি
©somewhere in net ltd.