![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয়
বিজয় মানে স্বাধীন স্বদেশ
স্বাধীনতার আভাস ,
বিজয় মানে মুক্ত জীবন
মন্ত্র মুগ্ধ সুভাস ।
বিজয় মানে আমার ভাইয়ের
তাজা ,
বিজয় মানে স্বাধীন দেশে
বাংলাতে গাও গান ।
বিজয় মানে স্বাধীনতার
সুখে মাত সব ,
বিজয় মানে আমি বাংলার
এটাই হোক রব।
ওরে রক্ত দান বিজয় আনন্দে ,
ভাসিতেছে দেখ সুভাস ,
হৃদয় থেকে সবাইকে তাই
জানাই বিজয় দিবস
©somewhere in net ltd.