নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি লেখার মাঝেই থাকে\nকোন না কোন বাস্তবতা বা \nবাস্তবতার মিশ্রন\n

হাবিব রহমান খুলনা

হাবিব রহমান খুলনা › বিস্তারিত পোস্টঃ

প্রবাস জীবন

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

মাগো
হাবিবুর রহমান

মাগো তোমার ছেলে তোমায় ফেলে
আছি পড়ে আজ দুরে ,
তোমার আসন পাতা মাগো
আমার হৃদয় পুরে ।

মাগো প্রবাস জীবন ভাল লাগেনা
মন চাই ফিরে আসি ,
মাগো কেমন করে বোঝাব তোকে
কত খানি ভালবাসি ।

মাগো বুকটা চিরে কান্না আসে-
তোমার কথা ভেবে,
অসুক হলে তোর মত কে-
আমার খবর নেবে ।

মাগো ইট পাথরের চার দেয়ালে-
বন্ধী জীবন আজ ,
সকাল থেকে শুরু করে -
রাত অবধি কাজ ।

মাগো দুরে থেকে কষ্ট কত-
বোঝানো যে দায়,
সবাই শুধু আমার কাছে -
এটা ওটা চাই ।

তুই মা শুধু বলিস আমায়-
আসবি কবে খোকা ,
তোকে ছাড়া হৃদয় আমার-
লাগে ফাঁকা ফাঁকা।

মাগো দুরে থেকে বুঝেছি আমি
তুই ছাড়া সব পর ,
তোর টানে মা আসবো ফিরে -
একটু সবুর কর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.