![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
শাহবাগ থেক আসলাম । এত মানুষ, বাপরে বাপ। লাখের উপর মানুষ । তবে মিডিয়া কর্মিদের উপর একটু রাগ লাগসে। বেটাদের কত করে বলে সরতে, বেটারা সরার নাম ই নেয় না। জানি এই জানাজা নিয়ে আজ লেখার ঝড় বইবে।
আচ্ছা ,রাজিব হায়দার তো নাস্তিক ; তাইলে উনার জানাজা হইলো ক্যান? সে নিজেই তো ইসলাম মানে নাই।নামাজের ধার ধারে নাই। তাইলে ?
আচ্ছা, হুজুর একজন ডক্টরেট হইয়াও, ধর্ম সম্পর্কে এত কিছু জাইনাও ক্যান জানাজা পরাইলো?
আচ্ছা,হুজুর জান্নাতুল ফেরদাউসে স্থান দেবার কথা কইলো ক্যান? এই বেটা তো নাস্তিক, সোজা জাহান্নামি।
আমি নিজেও এক ওয়াক্ত নামাজ পরি না । গত কুরবানির ঈদে লাস্ট মসজিদে গেছিলাম,এরপর আর যাই নাই। তাইলে রাজিবের মত নাস্তিকের জানাজায় যাওয়ার কারন কি? হালায়, ফরজের দেখা নাই, নফল নিয়া টানাটানি !!
আসল কারন হইলো , আমি শুধু উনাকে আমার সম্মান টা জানাইতে গেছি। উনি জান্নাতে গেলো, না জাহান্নামে গেল; সেইটা নিয়া আমার কোনো মাথাব্যথা নাই। উনি দেশের জন্য, আমাদের জন্য, পরবর্তি প্রজন্মকে রাজাকারমুক্ত দেশ দেওয়ার জন্য শহিদ হয়েছেন ;এই টুকু সম্মান তো উনার প্রাপ্য। এটা শুধু জানাজার নামাজ নয়, এটা উনার শহিদানের প্রতি আমাদের সবার শ্রদ্ধাজ্ঞাপন। যে কারনে আস্তিক,নাস্তিক, কম্যুনিস্ট নির্বিশেষে সবাই এই নামাজে অংশগ্রহন করেছেন।মঞ্চের কাছে একজন লম্বা পাঞ্জাবি পড়া, দারি-টুপিওয়ালা থুরথুরে বুড়া একজন মানুষ দেখলাম। উনি নিশ্চয় আমার থেকে বেশি ইসলাম জানেন। তারপর ও কেন উনি এখানে? রাজিব কে সম্মান দেখানো যদি নাফরমানি হয় , তাইলে নিশ্চয় উনি আসতেন না।
এখানেই শেষ নয় ,এই আন্দোলন চলবেই।
শাহবাগের স্লোগানের সাথে গলা মিলিয়ে বলতে চাইঃ
এক রাজিব লোকান্তরে, লক্ষ রাজিব ঘরে ঘরে।
( বিলাসীর কয়েকটা লাইন মনে পড়লো ঃ
......মরিয়াছে।অতএব শাস্ত্রমতে উহারা নিশ্চয় নরকে গিয়াছে। ........আমার বেলা যখন আসিবে, তখন ওইরূপ কোনো একটা নরক বাছিয়া লইবো ।)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
htusar বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
তুহিন মাজহার বলেছেন: পাপ কে ঘৃনা কর, পাপী কে নয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
htusar বলেছেন: সেটাই ভাই, উনি আস্তিক না নাস্তিক সেইটা পরে; সবার আগে উনি একজন দেশপ্রেমিক।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
একজন আরমান বলেছেন:
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
htusar বলেছেন: সহমত । অনেক ধন্যবাদ ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
দূরবী৩২১ বলেছেন: দেশ ও দশের প্রতি আপনার দায়িত্ব আপনি পালন করবেন । কে কী বলবে, তাতে যায় আসে না
জয় বাংলা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
htusar বলেছেন: অনেক ধন্যবাদ । জয় বাংলা ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
নিষ্কর্মা বলেছেন: দূরবী৩২১ বলেছেন: দেশ ও দশের প্রতি আপনার দায়িত্ব আপনি পালন করবেন । কে কী বলবে, তাতে যায় আসে না
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
htusar বলেছেন: অনেক ধন্যবাদ ।
একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
পারভেজ হোসেন বলেছেন: আমি একমত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
htusar বলেছেন: অনেক ধন্যবাদ ।
জামাত শিবির রাজাকার,
এই মুহুর্তে বাংলা ছার ।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
রিজভি মাহমুদ বলেছেন: এক রাজিব লোকান্তরে, লক্ষ রাজিব ঘরে ঘরে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
htusar বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
রাজিব ভাইয়ের রক্ত,
বৃথা যেতে দেবো না ।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
সংকেত মাহমুদ বলেছেন: উনি জান্নাতে গেলো, না জাহান্নামে গেল; সেইটা নিয়া আমার কোনো মাথাব্যথা নাই। উনি দেশের জন্য, আমাদের জন্য, পরবর্তি প্রজন্মকে রাজাকারমুক্ত দেশ দেওয়ার জন্য শহিদ হয়েছেন ;এই টুকু সম্মান তো উনার প্রাপ্য। এটা শুধু জানাজার নামাজ নয়, এটা উনার শহিদানের প্রতি আমাদের সবার শ্রদ্ধাজ্ঞাপন। যে কারনে আস্তিক,নাস্তিক, কম্যুনিস্ট নির্বিশেষে সবাই এই নামাজে অংশগ্রহন করেছেন
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
htusar বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
"আমাদের ধমনিতে শহীদের রক্ত। "
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
জাহিদ গাছবাড়ী বলেছেন: তার জানাজা পড়ার তীব্র প্রতিবাদ জানাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
htusar বলেছেন: ক্যান রে ভাই? আগে পোস্ট টা ভাল করে পড়েন , তারপর বলেন।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
ইকবাল১৫০২ বলেছেন: “আসল কারন হইলো , আমি শুধু উনাকে আমার সম্মান টা জানাইতে গেছি। উনি জান্নাতে গেলো, না জাহান্নামে গেল; সেইটা নিয়া আমার কোনো মাথাব্যথা নাই। উনি দেশের জন্য, আমাদের জন্য, পরবর্তি প্রজন্মকে রাজাকারমুক্ত দেশ দেওয়ার জন্য শহিদ হয়েছেন ;এই টুকু সম্মান তো উনার প্রাপ্য। এটা শুধু জানাজার নামাজ নয়, এটা উনার শহিদানের প্রতি আমাদের সবার শ্রদ্ধাজ্ঞাপন। যে কারনে আস্তিক,নাস্তিক, কম্যুনিস্ট নির্বিশেষে সবাই এই নামাজে অংশগ্রহন করেছেন।মঞ্চের কাছে একজন লম্বা পাঞ্জাবি পড়া, দারি-টুপিওয়ালা থুরথুরে বুড়া একজন মানুষ দেখলাম। উনি নিশ্চয় আমার থেকে বেশি ইসলাম জানে ”
দেশ ও দশের প্রতি আপনার দায়িত্ব আপনি পালন করবেন । কে কী বলবে, তাতে যায় আসে না
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
htusar বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
" জ্বালোরে জ্বালো , আগুন জ্বালো ।"
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
পেস মেকার বলেছেন: শেখ হাসিনার ডাকে শাহবাগ আন্দোলনে তরুণেরা ঐক্যবদ্ধ হয়েছে: নাসিম
মাইরালা......... মাইরালা............ আমারে কেউ থাব্রাইয়া থাব্রাইয়া মাইরালা!!!!!!!!!!
@ জাতির নানা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
htusar বলেছেন: অনেকক্ষণ পর একটা কিছু দেখে হাসলাম
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
মো কবির বলেছেন: আসলে আমার মনে হয় শাহবাগ আন্দোলন একটু ভিন্ন পথে চলছে,
স্বাধীনতার যুদ্ধে জামায়াত বলে কিছু ছিল না,ছিল রাজাকার,আলবদর,আল সামস ইত্যাদি।
শাহবাগ আন্দোলনের প্রধান ইস্যু হওয়া উচিত রাজাকার,আলবদর,আল সামস এদের বিচার চাওয়া। আলাদা ভাবে কাউকে নির্দেশ না করা।
তাহলে সবার থেকে সমর্থন পাওয়া যাবে, নিঃসন্দেহে, তবে তখন আবার আমাগো হারামীর সরকার আবার বাঁধা দিতে পারে কারন তাতে আবার তার দলের কয়েকজন মন্ত্রীর নাম আসতে পারে। ।।
সেই যাইহোক, ইস্যু হবে এটাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
htusar বলেছেন: ভাই , ৭১ এর সেই রাজাকার,আলবদর,আল সামস রাই এখন জামাত নামে ঐক্যবদ্ধ । আ.লীগ , বি.এন.পিতে রাজাকার যেমন আছে, মুক্তিযোদ্ধাও তেমন আছে। কিন্তু পুরোপুরি রাজাকার নিয়েই জামাত দলটা গঠিত । সবারই বিচার হবে, তবে আগে এদেরটা হওয়া জরুরি।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
পুংটা বলেছেন: .....মরিয়াছে।অতএব শাস্ত্রমতে উহারা নিশ্চয় নরকে গিয়াছে। ........আমার বেলা যখন আসিবে, তখন ওইরূপ কোনো একটা নরক বাছিয়া লইবো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
htusar বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
ফ্রিঞ্জ বলেছেন: সুন্দর করে লিখসেন। যারা শুধু 'ইসলামিক' দিকে থেকে এই ঘটনার (নাস্তিক এর জানাজা) ব্যাখ্যা খোজার চেষ্টা করতেসে তারা হয়তো এই লেখা পড়ে কিছুটা হলেও বুঝবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
htusar বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
ফ্রিঞ্জ বলেছেন: @মো কবিরঃ আপনি কি গো আজম এর ইন্টারভিউ (বাংলাভিশন এর সাথে) দেখসিলেন? ফেইসবুকে অনেকেই শেয়ার করসে... একটু দেখে আসেন।
জামাতের এই দেশে রাজনীতি করার কোন অধিকারই নাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
htusar বলেছেন: জামাতের এই দেশে রাজনীতি করার কোন অধিকারই নাই।
সহমত
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
যেড ফ্রম এ বলেছেন: এর নামই চেতনা, মনুষত্য, বোধ।
জয় বাঙলা
জয় মানবতা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
htusar বলেছেন: জয় বাঙলা
জয় মানবতা।
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তুহিন মাজহার বলেছেন: পাপ কে ঘৃনা কর, পাপী কে নয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
htusar বলেছেন:
১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
স্তব্ধতা' বলেছেন: সাববাশ।দিস ইজ স্পিরিট।এইটারেই ছড়ায় দিতে হবে।জামাত-শিবির সর্বত্র প্রতিরোধ করা হোক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
htusar বলেছেন: জামাত-শিবির সর্বত্র প্রতিরোধ করা হোক।
একমত ।
১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
চনদ্র্রমানব বলেছেন: নাস্তিকরা মরে যাওয়ার আগে ওদের ডেডবডির কি হবে তা আগেই বলে যাওয়া উচিৎ, বা সব নাসতিক মিলে ঠিক করা উচিৎ ওরা মরলে ওদের ডেড বডি মানুষ কি করবে? সাগরে ভাসাবে, নদীতে ফেলে দিবে, নাকি মাটিতে ফুতে ফেলবে, নাকি বনে জংগলে ফেলে দিবে?
কারন, সব ধর্মেই একটা ডেডবডির জন্য আলাদা আলাদা আচার আছে, নাস্তিকেরটার নাই, ওরা ওদেরটা ঠিক করুক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
htusar বলেছেন: আমি মনে করি এক্ষেত্রে তারা যেই ধর্মের অনুসারি হিসেবে জন্ম নিয়েছিলেন , সেই ধর্মের রীতি পালন করা যেতে পারে।
২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মরিয়াছে।অতএব শাস্ত্রমতে উহারা নিশ্চয় নরকে গিয়াছে। ........আমার বেলা যখন আসিবে, তখন ওইরূপ কোনো একটা নরক বাছিয়া লইবো ।)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
htusar বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: আসল কারন হইলো , আমি শুধু উনাকে আমার সম্মান টা জানাইতে গেছি , +++++ মনুষত্য , মানবিকতা সবার উপরে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
htusar বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
মোঃ মন্জুরুল কাওছার সম্রাট বলেছেন: Everything depends on my mind or may be my mind depend on everything.
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
htusar বলেছেন: কিছু বুঝলাম না। যাউকগা , মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: এখন তো ধর্মীয় বিধানের কাছে কউ যাবেন না । যে হুজুর জানাজার নামাজ পড়াইছে তা শরীয়ত সম্মত কি না তা জানার দরকার আছে । ঈমাম সাহেব ঠেলায় পইড়া নামাজ পড়াইছে । এখন সবাই আবেগেতাড়িত হয়ে কথা বলছেন । ধর্মীয় বিধান আমরা কউই মানি নাই । এটাই চরম সত্য । সবাইকে অনুরোধ করবো, পরে কোন এক সময় ভাল একজন মুফতীর কাছ থেকে রাজীবের জানাজার মছলা মাছায়েল জেনে নিতে । রাজীবের জানাজা হবে কি হবে না, দোয়া হবে কি হবে না, তাও জেনে নিবেন একজন ভাল মুফতীর কাছ থেকে । তবে এমুহূর্তে বিতর্কে না যাওয়াই ভাল ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
htusar বলেছেন: হুজুর ঠেলায় পইরা পরাইসে, জানলেন ক্যামনে ???
২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
জ্ঞাতিবৈর বলেছেন: মরতেই যদি হয়, তবে মরার আগেই কেনো নয়!!
বুড়ো হয়েই যদি মরি তবে সে মরার দরকার কি!!
ভাই রাজিব হায়দার, দোয়া কর যাতে এমন মরাই হয় আমার, যে মরায় থাকবে লক্ষ-কোটি জনতার ভালোবাসা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
htusar বলেছেন: খুব ভাল বলসেন ।
২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
নাহিদ তানভীর বলেছেন: তুষার অভিনন্দন, কোন ইয়ারে পরছেন আপনি ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
htusar বলেছেন: ধন্যবাদ । ভাই ও কি পরিসংখ্যান নাকি?
২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
ঢাকাবাসী বলেছেন: চমৎকার স্টাইলে লেখেন তো আপনি, ভাল লাগল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
htusar বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো ।
২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
চন্দনকন্যা বলেছেন: দেশ পে্্রমের জন্য উনি শহীদ হয়েছেন তাই সন্মান পাওয়ার অধিকার রাখেন।
জয় বাংলা !!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
htusar বলেছেন: জয় বাংলা ।। ।। ।।
২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
htusar বলেছেন: আপনার কবিতাটা আগেও পড়েছি । ভাল হয়েছে ।
২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
দ্য েস্লভ বলেছেন: আমি সাধারন মানুষ। ক্ষুদ্র বিবেচনায় মনে হয়েছে যদি উনি নাস্তিকই হন তাহলে জানাজা পড়ে তাকে বরং অপমান করা হয়েছে। তাকে বরং তার রীতি অনুযায়ী এক মিনিট নিরবতা পালন করে সম্মান জানানো উচিৎ ছিল। আর সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এই সিদ্ধান্ত আমাদের না। সন্ত্রাসমুক্ত সমাজ চাই। সমস্যা হল,কার কাছে চাইব !!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
htusar বলেছেন: তাকে বরং তার রীতি অনুযায়ী এক মিনিট নিরবতা পালন করে সম্মান জানানো উচিৎ ছিল।
এইটা যে তার রীতি এইটা জানলেন ক্যামনে ??
৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
আমি ও মানুষ বলেছেন: tnx 4 ur important respons..
Bt u've a faulT.
তাদের মধ্য
থেকে কারো মৃত্যু
হলে তার উপর কখনও
নামায পড়বেন
না এবং তার
কবরে দাঁড়াবেন না।
তারা তো আল্লাহর
প্রতি অস্বীকৃতি জ্ঞাপন
করেছে এবং রসূলের
প্রতিও।
বস্তুতঃ তারা না ফরমানঅবস্থায়
মৃত্যু বরণ করেছে।
{সূরা তাওবা-৮৪}
নবী ও মুমিনের জন্য
এটি শোভনীয় নয়
যে মুশরেকদের
মাগফেরাত কামনা করে,
যদিও তারা আত্নীয় হোক
একথা সুস্পষ্ট হওয়ার পর
যে তারা দোযখী। [সুরাহ
তাওবাহঃ ১১
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
htusar বলেছেন: ভাই,আগেও বলেছি ; এখনো বলছি , নামাজটা মুক্য না, সম্মানটাই মুখ্য।
৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
েরদওয়ান রহমান বলেছেন: েরদওয়ান রহমান বলেছেন: আল্লাহ
বলেনঃ ' ওদের (নাস্তিক, মুরতাদ,
মুনাফিক) কেউ মারা গেলে তাদের
জানাযাও তুমি কখনও পড়বেনা,
তার কবরের পাশে কখনও দাঁড়াবেনা, কেননা তারা আল্লাহ
ও তাঁর
সাথে কুফরী করেছে' (সুরা তাওবাঃ ৮৪)
৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
এক রাজিব লোকান্তরে, লক্ষ রাজিব ঘরে ঘরে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
htusar বলেছেন: রাজিব ভাইয়ের রক্ত , বৃথা যেতে দিব না ।
৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
একজন অপদার্থ বলেছেন: এক রাজিব লোকান্তরে, লক্ষ রাজিব ঘরে ঘরে।
পুষ্টে ++
আমি ভেবে ছিলাম আপনি কিঞ্চিতে ঝুলেন আর শুধু গান গায়া সবাইকে কাঁদান এখন দেখি আপনি একজন মুক্তিযোদ্ধা। ভালো লাগ্লো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
htusar বলেছেন: + এর জন্য ধন্যবাদ। গান গাইয়া কাঁদাই ??? ভাইয়া আপনার লেখাও অনেক ভাল ।
৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
একজন অপদার্থ বলেছেন: শুধু কাদান না টায়ারো ফাটান, চুলে জুই তেল ও দেন,
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
htusar বলেছেন: জুঁই তেল আমি দেই না; আপনি নিজে দিয়ে আমার নামে প্রোপ্যাগান্ডা চালাচ্ছেন। শুনতে পাই ইদানিং নাকি গাব গাছের তলা দিয়া হাঁটাহাঁটি করেন ।
৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
কালো স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: সেটাই ভাই, উনি আস্তিক না নাস্তিক সেইটা পরে; সবার আগে উনি একজন দেশপ্রেমিক।
সহমত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
htusar বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
সমকালের গান বলেছেন: সহমত। এই হত্যার বদলা আমরা নেবই নেব, দেশকে রাজাকারমুক্ত করার মাধ্যমে। জয় বাংলা্।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
htusar বলেছেন: সহমত । জয় বাংলা ।
৩৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যেড ফ্রম এ বলেছেন: এর নামই চেতনা, মনুষত্য, বোধ।
জয় বাঙলা
জয় মানবতা।
৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
htusar বলেছেন: আপনার মত এত বড় মাপের আমার ব্লগে ; গরিবের ঘরে হাতির পা ।
জয় বাঙলা
জয় মানবতা।
৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
মোঃশাহআলী বলেছেন: শিবির ধর জবাই কর!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
htusar বলেছেন: সহমত।
৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
রাইসুল নয়ন বলেছেন: তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন ?
সব রাজাকারের ফাঁসি চাই ।
জয় বাংলা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
htusar বলেছেন:
সব রাজাকারের ফাঁসি চাই ।
জয় বাংলা ।
৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ++++++++++++++++++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
htusar বলেছেন: ধন্যবাদ।
৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১
পদ্মার ঢেউ বলেছেন: আস্তিক নাস্তিকই কি একটা মানুষের বড় পরিচয়? মানুষ হয়ে যদি মানুষকে ভালোই না বাসতে পারে, যদি পশুর মতো মানুষকে হত্যা করতে পারে আর মুখে আল্লাহর নাম নিয়ে আস্তিকতার পরিচয় দেয়, এরকম আস্তিক হওয়ার চেয়ে নাস্তিক হওয়ার মধ্যে কোন পাপ নেই। ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু ঈশ্বরের কখা মানে না এটাই কি আস্তিকতা??
আস্তিক নাস্তিক নয়, আমরা বাঙালি, আমরা মানুষ এই হোক আমাদের প্রকৃত পরিচয়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
htusar বলেছেন: সহমত। মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
হিম১২৩ বলেছেন: .....মরিয়াছে।অতএব শাস্ত্রমতে উহারা নিশ্চয় নরকে গিয়াছে। ........আমার বেলা যখন আসিবে, তখন ওইরূপ কোনো একটা নরক বাছিয়া লইবো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
htusar বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটা !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
htusar বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
বিপ্লবী পথিক বলেছেন: পতাকা উত্তোলন কইরা স্যালুট দিয়া ফুল গুইজা দিলেই তো হইতো। জানাযা পড়ানোর কি দরকার আছিল!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
htusar বলেছেন: কি দরকার তাতো ভাই বলতে পারব না। সব কিছু কি আর দরকার অনুযায়ি হয়? আমরা যে এই ব্লগে আসি, এটাই বা কি দরকার? ব্লগ না লেখলেও তো আমাদের কোন অসুবিধা হবে না।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
বোকামন বলেছেন:
“আসল কারন হইলো , আমি শুধু উনাকে আমার সম্মান টা জানাইতে গেছি। উনি জান্নাতে গেলো, না জাহান্নামে গেল; সেইটা নিয়া আমার কোনো মাথাব্যথা নাই। উনি দেশের জন্য, আমাদের জন্য, পরবর্তি প্রজন্মকে রাজাকারমুক্ত দেশ দেওয়ার জন্য শহিদ হয়েছেন ;এই টুকু সম্মান তো উনার প্রাপ্য। এটা শুধু জানাজার নামাজ নয়, এটা উনার শহিদানের প্রতি আমাদের সবার শ্রদ্ধাজ্ঞাপন। যে কারনে আস্তিক,নাস্তিক, কম্যুনিস্ট নির্বিশেষে সবাই এই নামাজে অংশগ্রহন করেছেন।মঞ্চের কাছে একজন লম্বা পাঞ্জাবি পড়া, দারি-টুপিওয়ালা থুরথুরে বুড়া একজন মানুষ দেখলাম। উনি নিশ্চয় আমার থেকে বেশি ইসলাম জানে ”
দেশ ও দশের প্রতি আপনার দায়িত্ব আপনি পালন করবেন । কে কী বলবে, তাতে যায় আসে না
জয় বাংলা