![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
আজকে সকালে এক বন্ধুর সাথে দেখা। সে বললো রাজিব হত্যাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন মহল বিভিন্ন কথা ছড়াচ্ছে। ওর কথা শুনে চমকে উঠলাম। বিকালে নেটে বসলাম। ফেবু আর বিভিন্ন উৎস থেকে কিছু কিছু জানালাম। অনেকেই অনেক কথা বলছে। কেউ বলে এটা আ.লীগ এর সাজানো চাল। কেউ বলে এটা এখন উতসব হয়ে পড়েছে। আবার অনেকে নাস্তিক-আস্তিক নিয়ে অনেক শঙ্কটে । তার থেকেই কিছু বিশেষ দিক তুলে ধরলাম।
রাজিব হত্যা : নেপথ্যে কে?
রাজিব হত্যার নেপথ্যে কি কারন সেইটা নিয়ে অনেক তর্ক- বিতর্ক চলছে। প্রথম অবস্থায় সবাই নিঃসন্দেহ ছিল যে এইটা জামাতিদের কাজ। ৮০ র দশকের শেষ দিকে রগ কাটার মাধ্যমে তাদের উত্থান; তারপর থেকেই জবাই করা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য । গরু জবাইয়ের মত নিপুন হস্তে তারা মানুষ ও জবাই করতে পারে। কিন্তু গতকাল রাত থেকেই তারা এই হত্যার অন্য কারন দাড়া করিয়ে ফেলেছে। বলা হচ্ছে যে রাজিব নিহত হয়েছে মূলত ছবির হাট ভিত্তিক একটি গ্রুপের কাছে। এই আন্দোলনের নেতৃত্বদান নিয়ে অন্তরকোন্দলের শিকার হয়েছেন তিনি। বলা হচ্ছে যে এই আন্দোলনের জন্য অনেক টাকা আসছে। তার ভাগ-বাঁটওয়ারার জন্য তিনি নিহত হয়ে থাকতে পারেন ( অর্থের বিষয়টা পড়ে বলবো।) আবার তার চরিত্রে কালিমা লেপনের জন্য তার 'র' ও 'ত' আদ্যক্ষরের দুইজন বান্ধবীও দাড়া করিয়ে ফেলেছে। রাজিবের মা নাকি আ.লীগ নেত্রি। জামাতিদের আস্পর্ধা দেখে অবাক হয়ে যাই। টার্গেট করে একজন নাস্তিক কে মারলো , এখন তার হত্যাকান্ড কে যায়েজ করার জন্য উঠেপড়ে লাগসে। কি সুকৌশলে তারা কাজ করতেসে; সেইটা সত্যি তারিফের যোগ্য। প্রথমে এক নাস্তিক্কে হত্যা এবং তার লেখা নিয়ে জনমনে বিভক্তির সৃষ্টি ; আর এখন চরিত্র হননের মাধ্যমে রাজিবের প্রতি মানুষের ঘৃণা তৈরি করা। বাহ রে বাহ।তার নাকি বৌ এর পাশাপাশি দুইটা গার্লফ্রেন্ড ছিল। আসলে আমরাই খারাপ, শুধু শুধু সাইদি হুজুরের মত এলেমদার লোকের ম্যাশিন ধরে টানাটানি করি ! এই বেটা নাস্তিকের বউয়ের পাশাপাশি দুইটা প্রেমিকা; এর তো জবাই হওয়াই উচিত !!! নিশ্চয় ঐ অন্য কোন দুষ্টু নাস্তিক ওকে মেরেছে। শুধু শুধু এসলামি ছাত্রশিবিরের দোষ !
আমার এক্টাই কথা ; রাজিব কি ছিল, কার সাথে কি করসে তা নিয়া আমার কোন মাথা-ব্যথা নাই। আমি উনার কাজ দেখবো ; ব্যক্তিটাকে না। আমি হুমায়ুন আহমেদের লেখা পড়ি ; উনার বিয়ের ইতিহাস না। আমি বায়রনের কবিতা পছন্দ করি, উনার চরিত্র কথনে আমার আগ্রহ নাই। রাজিব যদি দুনিয়ার সবচেয়ে লুইচ্চা মানুষ ও তারপরও আমি এই খুন সমর্থন করি না। যতই অন্য ব্লগারদের দিকে ইঙ্গিত করা হোক, আমি মনে-প্রানে বিশ্বাস করি, জামাতিরা তোরাই দায়ি।তোদের ধ্বংস হোক ।
আন্দোলন নাকি উৎসব :
গতকালকে এক আপু ফেবুতে নক করলেন। উনি এনাম মেডিক্যালের ডাক্তার। আর্মি অফিসারের দুলালী , এইসব আজাইরা কাজে আসার সময় উনার নাই। আমাকে জিজ্ঞেস করলেন শাহবাগে কি হয় ? আমি তো পুরাই টাশকি । কয় কি মাইয়া? বললাম টিভি দেখেন না? পেপার পড়েন না ? উনি বললেন দেখেন; কিন্তু আমার মুখ থেকেই জানতে চান। ওখানে নাকি গাজা খাওা হয়, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। উনার সাথে কি কথা হইলো তা আর নাইবা বলি।
শাহবাগে আসলে কি হচ্ছে তা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন । অনেকেই এটা মনে করেন যে আন্দোলন আর আগের পর্যায়ে, মানে প্রথম দিকে যেই প্রকৃতিতে শুরু হয়েছিলো , তার থেকে সরে গেছে। এইটা নাকি এখন উৎসবের মত হয়েছে।কেউ কেউ তো একে হাতিরঝিলের সাথে তুলনা করেন। যাক,কে কি মনে করলো তাতে কিছুই যায় আসে না। হেলাল হাফিজের একটা কবিতার লাইন আছে ঃ
মিছিলে সবাই একই উদ্দেশ্যে আসে না।
কথা ঠিক । কেউ হয়তো শুধুই আন্দোলন দেখতে আসে। কেউবা বই মেলায় ঘুরার ফাকে এইদিকে আসে। আমার মতে, যে যেই ইচ্ছাতেই হোক, শাহবাগে আসুক।অংশ নিক।মরাল সাপোর্টের এরও দরকার আছে।উতসব হচ্ছে ? হোক। তোমার অসুবিধা কি? তোমার ভালো লাগে না? না লাগুক। তুমি শরৎচন্দ্রের নতুনদা; তুমি নৌকায় বসিয়া থাকো । গুন টানার কাজটা নাহয় আমরাই করি। আমরাই গাঁজা খাই, আমাদের গাজার দাম শিবিরের ধ্বংস । আমাদের বোনরা পতিতা, তাদের রাইট সব রাজাকারের ফাঁসি। যদি মনে হয় দিতে পারবে ; তবে আস। নাইলে দূরে গিয়া মর, কাছে মরলে গন্ধ ছড়াবে ।
দলগুলোর অবস্থান :
সুস্পষ্টভাবেই এই আন্দোলনে চার প্রকার দলই জড়িয়ে গেছে। এদের কথা ভুমিকা অনুসারে বলতেসি ঃ
১. বাম দলগুলো ঃ বামেরা এম্নিতেই সারা বছর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাঠে থাকে। এই আন্দোলন তাদের আরো চাঙ্গা করতেসে। বিশেষ করে ইউনিওন ও ফ্রন্টের কথা তো বলাই বাহুল্য। লাকি আপার জন্য ইউনিয়ন লাইমলাইটে। ( যদিও আঁতেলরা ইউনিয়নের এই উত্থানকে জাতীয়তাবাদী সোশ্যালিজমের উত্থান হিশেবে দেখছেন) যাই হোক, তারা আর কিছু না হোক ;রাজনীতির কথা বলছে না এতেই আমি খুশি। ঘুনে ধরা রাজনীতির কথা শোনার ইচ্ছা নাই। আমরা চাই রাজাকারের ফাঁসি, দান-বাম,উপর-নিচ অত কিছু বুঝি না;বুঝতে চাইও না।
২. আ.লীগ ঃ প্রম ৩-৪ দিন দেখা না গেলেও পরবর্তিতে এইরকম এত বড় একটা প্লাটফর্ম হাতছারা করা যাবে না বুঝে লীগ উপস্থিত। যদিও নাজমুল কর্তৃক লাকি আপা আহত হওয়ায় এবং হানিফ- বোতল কাহিনিতে একটু বেকায়দায় পড়েছিল ; তবু তারা আসছে এবং টিভিতে ফুটেজ কাচ্ছে। অনেকেই অবস্য টাকার গন্ধও পাচ্ছেন। যেমনঃ
আচ্ছা, এই যে এত মানুষকে খাবার দেওয়া হচ্ছে তিন বেলা; এত টাকা পায় কই?? কে দিতেসে? কি উদ্দেশ্যে দিতেসে? নিসচয় এইটা লিগের কাজ। হুম, শাহবাগের আন্দোলন রাজনৈতিক; ওখানে যাওয়া যাবে না!!!
হতেও পারে; আবার নাও হতে পারে। Fbcci যে টাকা দিসে, এইটা সাধারন ব্লগার রা গেলে দিত না।লিগ যদি আদায় করতে পারে, বাথরুমের ব্যবস্থা করে দিতে পারে, অসুবিধা কি? (এটা অবশ্য আমার ধারনা, সত্যতা যাচাই পারবো না। কেউ জানলে জানান।)
৩। শিবির ঃ বলার কিছু নাই। ধ্বংস চাই। সব গুলার মুখে থুথু দেই।
৪। বি.এন.পি ঃ এটার মত ভোদাই দল আর নাই। দেশের ২য় বৃহত্তম দল ; অথচ কাজ কারবার দেখলে অবাক হই। প্রথম ৫ দিন পুরাই চুপ। ৬ নং দিনে বলল শাহবাগের ঘটনা নাকি নব্য ফ্যাসিবাদ। আচ্ছা, ফ্যাসিবাদ কি? খায় না মাথায় দেয়? জানি না, জানতেও চাই না। শুধু অবাক হয়ে দেখলাম, তারা তাদের সহোদর ভাই জামাতকে বাছাতে কি চেস্টাই না করলো । যখন দেখে কাজ হয় না; তখন ৮ম দিনে এসে সুর পাল্টাই ফেললো ।অবশ্য এখনো তারা জামাতকে ছারে নাই। জামাতের ক্ষমতা দেখে এইখানে আরেকবার অবাক হই। ক্যামনে এতো বড় দলতাকে পুরাই খেয়ে ফেললো । বাহ বাহ ,তালিয়া।
যাই হোক ,দলের ছেলেদের জন্য মায়া হয়।বেচারারা আসতে চায়, কিন্তু পারে না। তাদের নাকি উপরের নির্দেশ আছে না আসার !
সব কথার শেষ কথা একটা আন্দোলনে সবাই একই কারনে আসবে না। এম্নিতেই অনেকে অনেকমুখি হয়ে গেছে,এটাকে আর মুখ বারানোর দরকার নাই। এটা অস্বীকার করার উপায় নেই যে রাজিব তথা নাস্তিক হত্যা ও তার জানাজার মাধ্যমে সাধারন মানুষকে দুই ভাগ করার চেষ্টা হয়েছে এবং তা কিছুটা, নগন্য পরিমাণে হইলেও সফল। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এই আন্দোলন চলবেই। কোন আঘাতই এটাকে থামাতে পারবে না। আর একটা কথা, মানুশের কথা না শুনে নিজেই বিচার করুন। আপনি ভাবুন,আপ্নি কি করবেন । উপর ওয়ালা যে চোখ কান দিসে,তা কাজে লাগান। একটা কথা পরেছিলাম, হৃদয় যদিও left এ থাকে, তবু এর সিদ্ধান্ত সবসময় right হয়। নিজের হৃদয়ের কথা শুনুন। সে কি বলে। যদি বলে এইটা নাস্তিকদের, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, পতিতা-গাজাখোরদের যায়গা ; আপনার আসার দরকার নাই। আর যদি মনে হয় এইটা আপনার আমার আন্দোলন, দেশ মাত্রিকার ঋণ শোধের যায়গা তবে অবশ্যই আসুন। দেখা হবে শাহবাগে। জয় বাংলা ।
( এগুলা একান্তই আমার কথা । কাউকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য নয় । আমি কোন দলের নই,কোন ধর্মের নই। শুধু মাত্র কি কি কথা উঠছে এই ১৫ দিনে তাই আমার ক্ষুদ্র বুদ্ধিতে তুলে ধরার চেষ্টা করলাম। আমি অতি নগন্য একজন ব্লগার। বড় মাপের কোন ব্লগারকেও চিনি না।আমার মত নগন্য ব্লগারদের জন্যই মুলত এটা লেখা। কেউ আহত হলে ক্ষমা করে দেবেন। )
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
htusar বলেছেন: ভাই , কার হাত আছে- নাই কিছুই বুঝতেসিনা। এগুলা অনেক ডীপ বেপার। চুলের উপর দিয়া যায়। যারই হাত থাকুক, আশা করি সঠিক বিচার হবে।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
ঢাকাবাসী বলেছেন: বিশ্লেষন ভাল লাগল। ভাল থাকুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
htusar বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
ফায়ারম্যান বলেছেন: নিজের হৃদয়ের কথা শুনুন। সে কি বলে। যদি বলে এইটা নাস্তিকদের, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, পতিতা-গাজাখোরদের যায়গা ; আপনার আসার দরকার নাই। আর যদি মনে হয় এইটা আপনার আমার আন্দোলন, দেশ মাত্রিকার ঋণ শোধের যায়গা তবে অবশ্যই আসুন। দেখা হবে শাহবাগে। জয় বাংলা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
htusar বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
একজন আরমান বলেছেন:
অসাধারণ লিখেছেন।
১০০% সহমত।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
htusar বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
ভুং ভাং বলেছেন: জটিল বিশ্লেষন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২
htusar বলেছেন: ধন্যবাদ। আপনার লেখা ভাল লাগে। বিশেষ করে ভালবাসার গল্প আর শাহবাগ নিয়া গানটা ।।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
সাইফ সানি বলেছেন: আজকে পিয়ালের ফেবু স্ট্যাটাসে ও সেরকম ই দেখলাম। বাম চরমপন্থী দলের হাত আছে নাকি রাজীবের হত্যাকান্ডে।